Friday, January 3, 2020

ভুল পাজামায় পা- সুমন সাহা

ভুল পাজামায় পা
- সুমন সাহা

ভুল পাজামায় পা
শৃঙ্গার বিষাক্ত,
ভালোবাসায় নিষিক্ত ডিম্বাণু।

তবে কি এ কোন নষ্ট জন্মের ইতিবৃত্ত
ইতিহাসের অনুরননে বর্তমান দুদোল্যমান।

প্রেম যদি হয় পঙ্কিল,
ভালোবাসায় ভগবান আসবে কিভাবে?

বিশ্বাসের স্তম্ভ- স্তম্ভিত!
                    নরম সুখের অসুখে
                    নগ্নতার ছিন্ন মস্তক।

ভুল পাজামায় পা...

অপরিচিত নেতিতে জড়ানো জীবন,
কাঁটা মতো লোমওয়ালা দুঃস্বপ্ন।
তবু বার বার পা চলে ফিরে
ভুল পাজামায়।

আস্বাদন করে যৌন-ভালোবাসা।

No comments:

Post a Comment