Friday, January 31, 2020

মিলিয়ে নিন - সুমন সাহা

মিলিয়ে নিন
- সুমন সাহা

আসুন না, আবার আমরা পশু হয়!
আশ্রয় খুঁজি কোন আদিম গুহায়,
রক্তক্ষয়ী যুদ্ধে ছিঁড়ে খাই
বিবেকের মাথা।

ক্ষতি কি পশু হলে?
মনুষ্যত্ববর্জিত ভিন গ্রহের মানুষ!
না না, এর চেয়ে স্বজাত্য পশু ভাল।

আনন্দের বার্তায় চলুন না নিরানন্দ ঘটায়,
মূর্তির মাথা ভাঙায় প্রচুর পুরুষত্ব,
তাই না?
চলুন বীর্যের পরিচয় দেই।
ধর্মের দোহায় দিয়ে চেটে খাই
টগবগে ভাইয়ের খুন!

কতটুকু নিচে নামলে আকাশটাকে
অন্তরীক্ষ মনে হবে,
তার হিসাব মেলায়।
মানুষ হবার আগেই ধার্মিক বনে যায়।

কাক মরলে কাকের সভা হয়,
কা কা শোক যাত্রায় তাঁরা সম্মোহিত হয়।
মানুষের অপমানে মানবতা সংকিত নয়।

ধর্মান্ধকতার কাছে আজ অসহায়ভাবে-
স্বপ্নের পরাজয়,
       মানবতার পরাজয়,
               সভ্যতার পরাজয়,
                        ধর্মের পরাজয়।

কি হবেন ভিনগ্রহী অতিথি?
মিলিয়ে নিন।

No comments:

Post a Comment