মুক্তিযুদ্ধ ও স্বাধীনতামুক্তিযুদ্ধ ও স্বাধীনতা |
ক. অসহযোগ অান্দোলন:
১। ১৯৭১ সালের অসহযোগ অান্দোলন শুরু হয়েছিল ~ ২ মার্চ।
২। ১৯৭১ সালের অসহযোগ অান্দোলন শেষ হয়েছিল ~ ২৫ মার্চ।
৩। অসহযোগ অন্দোলন শুরুতেই অসহযগঅনতনদলনশরত২ মার্চ ছাত্র সংগঠনগুলো যে পরিষদ গঠন করেছিল ~ স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদ।
৪। ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করেন ~ ১ মার্চ ১৯৭১।
৫। অধিবেশন স্থগিতকরণকে বঙ্গবন্ধু অাখ্যায়িত করেন ~ দুর্ভাগ্যজনক হিসেবে।
৬। অধিবেশন স্থগিত করণের প্রতিবাদে ঢাকায় ও সমগ্র পূর্ব পাকিস্তানে হরতাল পালিত হয় ~ ২ মার্চ ও 3 মার্চ।
৭। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে প্রথমবারের মত স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় ~ ২ মার্চ।
৮। ৩ মার্চ বঙ্গবন্ধুর উপস্থিতিতে স্বাধীনতার ইশতেহার ঘোষণা করে ~ ছাত্র সংগ্রাম পরিষদ।
৯। অামার সোনার বংলা অামি তোমায় ভালোবাসি সঙ্গীতটি পূর্ব পাকিস্তানের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয় ~ ৩ মার্চ ১৯৭১।
১০। বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ দেন ~ ৭ মার্চ।
১১। অসহযোগ অান্দোলনের প্রথম ছয়দিনে সরকারি প্রেসনোট অনুযায়ী হতাহতের সংখ্যা ছিল ~ ১৭২ জন নিহত এবং ৩৫৮ জন অাহত।
১২। ছাত্র সংগ্রাম পরিষদ পাকিস্তান দিবসের পরিবর্তে প্রতিরোধ দিবস পালন করে ~ ২৩ মার্চ।
১৩। স্বাধীনতা ঘোষণার মাধ্যমে শেষ হয় ~ অসহযোগ অান্দোলন।
১৪। লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু, এবার তারা শাস্তি এড়াতে পারবে না উক্তিটি করেছিল ~ ইয়াহিয়া খান।
১৫। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় ~ ৩ মার্চ।
খ. ৭ মার্চের ভাষণ:
১৬। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ যে ময়দানে দিয়েছিলেন তার বর্তমান নাম ~ সোহরাওয়ার্দী উদ্যান।
১৭। ৭ মার্চ ভাষণের মূল বিষয় ছিল ~ ৪ টি।
১৮। ৭ মার্চ ভাষণ প্রদানকালে যে অান্দোলন চলছিল ~ অসহযোগ অান্দোলন।
১৯। অসহযোগ অান্দোলনের তীব্রতা বৃদ্ধি পেয়েছিল ~ ৭ মার্চের ভাষণের পর।
২০। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম উক্তিটি যে ভাষণের অংশ ~ ৭ মার্চ ভাষণের।
২১। রেসকোর্স ময়দানে ৭ মার্চের ভাষণ শুরু হয়েছিল ~ বিকাল ৩ ঘটিকায়।
২২। অহিংস ও অসহযোগ অান্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয় ~ ৭ মার্চ ভাষণে।
গ. স্বাধীনতা ঘোষণা:
২৩। স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধের শুরু ~ ১৯৭১ সালের ২৫ মার্চ রাত বারোটার পর অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা করেন।
২৪। স্বাধীনতার ঘোষক ~ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরে রহমান।
২৫। অানুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি হয় ~ ১০ এপ্রিল ১৯৭১।
২৬। স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানে সংযোজন হয় ~ পঞ্চদশ সংশোধনীতে।
২৭। অানুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন ~ অধ্যাপক ইউসুফ অালী।
২৮। ২৬ মার্চ অপরাহ্ন ২ টা ৩০ মিনিটে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করেন চট্টগ্রাম অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক ~ অাব্দুল হান্নন।
২৯। ২৭ মার্চ সন্ধ্যা সাড়ে সাতটায় কালুরঘাট বেতারেকেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করেন ~ মেজর জিয়াউর রহমান।
ঘ. মুজিবনগর সরকারের গঠন ও কার্যাবলি :
৩০। মুজিবনগর সরকার বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় ~ ১৯৭১ সালের ১০ এপ্রিল।
৩১। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র জারি করা হয় ~ ১৯৭১ সালের ১০ এপ্রিল।
৩২। বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় ~ কুষ্টিয়রে মেহেরপুরের বৈদ্যনাথতলার ভবেরপাড়া গ্রামে।
৩৩। মুজিবনগর সরকার অানুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন ~ ১৭ এপ্রিল ১৯৭১
৩৪। মুজিবনগর সরকারের অস্থায়ী রাজধানীর নাম ~ মুজিবনগর।
৩৫। অানুষ্ঠানিকভাবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সরকার গঠনের কথা ঘোষণা করেন ~ অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম।
৩৬। প্রবাসী বাংলাদেশ সরকারের ক্যাম্প বা অফিস ছিল ~ ভারতের কলকাতাস্থ ৮ নম্বর থিয়েটার রোড।
৩৭। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ করেন ~ অধ্যাপক এম ইউসুফ অালী।
৩৮। যে কয়টি রাজনৈতিক দলের সমন্বয়ে অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল ~ পাঁচটি।
৩৯। অস্থায়ী সরকারের উপদেষ্টামন্ডলীর সদস্যকতজন ছিল ~ ৯ জন।
৪০। এক নজরে মুজিবনগর সরকার :
# রাষ্ট্রপতি : শেখ মুজিবুর রহমান
# উপরাষ্ট্রপতি : সৈয়দ নজরুল ইসলাম
# প্রধানমন্ত্রী : তাজউদ্দীন অাহমদ
# অর্থমন্ত্রী : এম মনসুর অালী
# স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী : এ এইচ এম কামরুজ্জামান
# পররাষ্ট্র ও অাইনমন্ত্রী : খন্দকারমোস্তাক অাহমদ
# প্রধান সেনাপতি : কর্ণেল এম এ জি ওসমানী
# চিফ অব স্টাফ : কর্ণেল অাব্দুর রব
# বিমানবাহিনী প্রধান : গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার।
৪১। মুজিবনগর সরকারের সচিব ও দপ্তর :
# মূখ্য সচিব : রুহুল কুদ্দুস
# কেবিনেট সচিব : এইচ টি ইমাম
# অর্থ সচিব : খন্দকার অাসাদুজ্জামান
#
ক. অসহযোগ অান্দোলন:
১। ১৯৭১ সালের অসহযোগ অান্দোলন শুরু হয়েছিল ~ ২ মার্চ।
২। ১৯৭১ সালের অসহযোগ অান্দোলন শেষ হয়েছিল ~ ২৫ মার্চ।
৩। অসহযোগ অন্দোলন শুরুতেই অসহযগঅনতনদলনশরত২ মার্চ ছাত্র সংগঠনগুলো যে পরিষদ গঠন করেছিল ~ স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদ।
৪। ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করেন ~ ১ মার্চ ১৯৭১।
৫। অধিবেশন স্থগিতকরণকে বঙ্গবন্ধু অাখ্যায়িত করেন ~ দুর্ভাগ্যজনক হিসেবে।
৬। অধিবেশন স্থগিত করণের প্রতিবাদে ঢাকায় ও সমগ্র পূর্ব পাকিস্তানে হরতাল পালিত হয় ~ ২ মার্চ ও 3 মার্চ।
৭। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে প্রথমবারের মত স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় ~ ২ মার্চ।
৮। ৩ মার্চ বঙ্গবন্ধুর উপস্থিতিতে স্বাধীনতার ইশতেহার ঘোষণা করে ~ ছাত্র সংগ্রাম পরিষদ।
৯। অামার সোনার বংলা অামি তোমায় ভালোবাসি সঙ্গীতটি পূর্ব পাকিস্তানের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয় ~ ৩ মার্চ ১৯৭১।
১০। বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ দেন ~ ৭ মার্চ।
১১। অসহযোগ অান্দোলনের প্রথম ছয়দিনে সরকারি প্রেসনোট অনুযায়ী হতাহতের সংখ্যা ছিল ~ ১৭২ জন নিহত এবং ৩৫৮ জন অাহত।
১২। ছাত্র সংগ্রাম পরিষদ পাকিস্তান দিবসের পরিবর্তে প্রতিরোধ দিবস পালন করে ~ ২৩ মার্চ।
১৩। স্বাধীনতা ঘোষণার মাধ্যমে শেষ হয় ~ অসহযোগ অান্দোলন।
১৪। লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু, এবার তারা শাস্তি এড়াতে পারবে না উক্তিটি করেছিল ~ ইয়াহিয়া খান।
১৫। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় ~ ৩ মার্চ।
খ. ৭ মার্চের ভাষণ:
১৬। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ যে ময়দানে দিয়েছিলেন তার বর্তমান নাম ~ সোহরাওয়ার্দী উদ্যান।
১৭। ৭ মার্চ ভাষণের মূল বিষয় ছিল ~ ৪ টি।
১৮। ৭ মার্চ ভাষণ প্রদানকালে যে অান্দোলন চলছিল ~ অসহযোগ অান্দোলন।
১৯। অসহযোগ অান্দোলনের তীব্রতা বৃদ্ধি পেয়েছিল ~ ৭ মার্চের ভাষণের পর।
২০। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম উক্তিটি যে ভাষণের অংশ ~ ৭ মার্চ ভাষণের।
২১। রেসকোর্স ময়দানে ৭ মার্চের ভাষণ শুরু হয়েছিল ~ বিকাল ৩ ঘটিকায়।
২২। অহিংস ও অসহযোগ অান্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয় ~ ৭ মার্চ ভাষণে।
গ. স্বাধীনতা ঘোষণা:
২৩। স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধের শুরু ~ ১৯৭১ সালের ২৫ মার্চ রাত বারোটার পর অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা করেন।
২৪। স্বাধীনতার ঘোষক ~ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরে রহমান।
২৫। অানুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি হয় ~ ১০ এপ্রিল ১৯৭১।
২৬। স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানে সংযোজন হয় ~ পঞ্চদশ সংশোধনীতে।
২৭। অানুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন ~ অধ্যাপক ইউসুফ অালী।
২৮। ২৬ মার্চ অপরাহ্ন ২ টা ৩০ মিনিটে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করেন চট্টগ্রাম অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক ~ অাব্দুল হান্নন।
২৯। ২৭ মার্চ সন্ধ্যা সাড়ে সাতটায় কালুরঘাট বেতারেকেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করেন ~ মেজর জিয়াউর রহমান।
ঘ. মুজিবনগর সরকারের গঠন ও কার্যাবলি :
৩০। মুজিবনগর সরকার বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় ~ ১৯৭১ সালের ১০ এপ্রিল।
৩১। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র জারি করা হয় ~ ১৯৭১ সালের ১০ এপ্রিল।
৩২। বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় ~ কুষ্টিয়রে মেহেরপুরের বৈদ্যনাথতলার ভবেরপাড়া গ্রামে।
৩৩। মুজিবনগর সরকার অানুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন ~ ১৭ এপ্রিল ১৯৭১
৩৪। মুজিবনগর সরকারের অস্থায়ী রাজধানীর নাম ~ মুজিবনগর।
৩৫। অানুষ্ঠানিকভাবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সরকার গঠনের কথা ঘোষণা করেন ~ অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম।
৩৬। প্রবাসী বাংলাদেশ সরকারের ক্যাম্প বা অফিস ছিল ~ ভারতের কলকাতাস্থ ৮ নম্বর থিয়েটার রোড।
৩৭। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ করেন ~ অধ্যাপক এম ইউসুফ অালী।
৩৮। যে কয়টি রাজনৈতিক দলের সমন্বয়ে অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল ~ পাঁচটি।
৩৯। অস্থায়ী সরকারের উপদেষ্টামন্ডলীর সদস্যকতজন ছিল ~ ৯ জন।
৪০। এক নজরে মুজিবনগর সরকার :
# রাষ্ট্রপতি : শেখ মুজিবুর রহমান
# উপরাষ্ট্রপতি : সৈয়দ নজরুল ইসলাম
# প্রধানমন্ত্রী : তাজউদ্দীন অাহমদ
# অর্থমন্ত্রী : এম মনসুর অালী
# স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী : এ এইচ এম কামরুজ্জামান
# পররাষ্ট্র ও অাইনমন্ত্রী : খন্দকারমোস্তাক অাহমদ
# প্রধান সেনাপতি : কর্ণেল এম এ জি ওসমানী
# চিফ অব স্টাফ : কর্ণেল অাব্দুর রব
# বিমানবাহিনী প্রধান : গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার।
৪১। মুজিবনগর সরকারের সচিব ও দপ্তর :
# মূখ্য সচিব : রুহুল কুদ্দুস
# কেবিনেট সচিব : এইচ টি ইমাম
# অর্থ সচিব : খন্দকার অাসাদুজ্জামান
#
No comments:
Post a Comment