★ পীট কয়লার বৈশিষ্ট্য – ভেজা ও নরম।
★ ভূত্বকর সবচেয়ে কম থাকে – সোডিয়াম।
★ সুপ্ত অাগ্নেয়গিরির উদাহরণ – জাপানের ফুজিয়ামা।
★ অাগ্নেয়গিরিকে প্রধান কয় ভাগে ভাগ করা যায়।
★ অাগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে নির্গত গলিত পদার্থকে বলা হয় – লাভা।
★ ভূত্বকের গভীরতা প্রায় – ১৬ কিমি।
★ পানি ধারণ ক্ষমাতা বেশি – এঁটেল মাটির।
★ ভূমির অবস্থা ও গঠনের সময় হিসেবে বাংলাদেশের ভূমিরূপকে ভাগ করা যায় – চার ভাগে।
★ স্তরবিদ্যা এর জনক – উইলিয়াম স্মিথকে।
★ ভূপৃষ্ঠের শিলারাশি বিচূর্ণ হয় – বিচূর্ণীভবন প্রকীয়ায়।
★ পৃথিবীর বহিরাবরণকে বলে – ভূত্বক।
★ পলি দ্বারা গঠিত শিলা – পাললিক শিলা।
★ মার্বেল পাথর হলো – রুপান্তরিত শিলা।
★ পাললিক শিলায় – স্তর ও জীবাশ্ম দুটোই অাছে।
★ পৃথিবীর ছাদ বলা হয় – পমীর মালভূমি।
★ জীবাশ্ম সম্পর্কে অালোচনা করা হয় – ফসিওলজি বিজ্ঞানে।
★ সাগর গর্ভে নির্ত লাভা স্তূপীকৃত হয়ে সৃষ্টি হয়েছে- হাওয়াই দ্বীপপুঞ্জ
★ ভূত্বকর সবচেয়ে কম থাকে – সোডিয়াম।
★ সুপ্ত অাগ্নেয়গিরির উদাহরণ – জাপানের ফুজিয়ামা।
★ অাগ্নেয়গিরিকে প্রধান কয় ভাগে ভাগ করা যায়।
★ অাগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে নির্গত গলিত পদার্থকে বলা হয় – লাভা।
★ ভূত্বকের গভীরতা প্রায় – ১৬ কিমি।
★ পানি ধারণ ক্ষমাতা বেশি – এঁটেল মাটির।
★ ভূমির অবস্থা ও গঠনের সময় হিসেবে বাংলাদেশের ভূমিরূপকে ভাগ করা যায় – চার ভাগে।
★ স্তরবিদ্যা এর জনক – উইলিয়াম স্মিথকে।
★ ভূপৃষ্ঠের শিলারাশি বিচূর্ণ হয় – বিচূর্ণীভবন প্রকীয়ায়।
★ পৃথিবীর বহিরাবরণকে বলে – ভূত্বক।
★ পলি দ্বারা গঠিত শিলা – পাললিক শিলা।
★ মার্বেল পাথর হলো – রুপান্তরিত শিলা।
★ পাললিক শিলায় – স্তর ও জীবাশ্ম দুটোই অাছে।
★ পৃথিবীর ছাদ বলা হয় – পমীর মালভূমি।
★ জীবাশ্ম সম্পর্কে অালোচনা করা হয় – ফসিওলজি বিজ্ঞানে।
★ সাগর গর্ভে নির্ত লাভা স্তূপীকৃত হয়ে সৃষ্টি হয়েছে- হাওয়াই দ্বীপপুঞ্জ
No comments:
Post a Comment