✿ প্রাকৃতিক উৎস বৃষ্টিপাত হতে সবচেয়ে বেশি — মৃদু পানি পাওয়া যায়।
✿ প্রবল জোয়ারের কারণ, যখন — সূর্য, চন্দ্র পৃথিবী একই সরলে রেখায় অবস্থান করে।
✿ জোয়ারের যে সময় পর ভাটার সৃষ্টি হয় — ৬ ঘন্টা ১৩ মিনিট।
✿ জোয়ার ভাটার তেজকাটাল হয়– অামবস্যায়।
✿ উপকূলে কোন একটি স্থানে পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হলো — প্রায় ১২ ঘন্টা
✿ সমুদ্র স্রোতের অন্যতম কারণ — বায়ু প্রবাহের কারণ।
✿ বৃহদাকার ত্রিভূজের মতো অাকৃতি — প্রশান্ত মহাসাগর
✿ সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের অাকর্ষণ শক্তি প্রায় — দ্বিগুণ
✿ পরিচলন বৃষ্টি হয় — নিরক্ষীয় অঞ্চলে
✿ সমুদ্রবায়ু প্রবলবেগে প্রবাহিত হয় — অপরাহ্নে।
✿ চন্দ্র ও সূর্য জল ও স্থলকে অাকর্ষণ করে বলে পানি ফুলে উঠে, পানির এ ফুলে উঠাকে বলে — জোয়ার।
✿ জোয়ার ভাটা হয় — চন্দ্রের অাকর্ষণে।
✿ জোয়ার ভাটা হয় — অাহ্নিক গতির কারণে।
✿ জলভাগের পরিমাণ বেশি — দক্ষিণ গোলার্ধে।
✿ পৃথিবীতে মহাসাগরের সংখ্যা — ৫ টি।
✿ বৃহত্তম ও গভীরতম মহাসাগর — প্রশান্ত মহাসাগর।
✿ নিরক্ষীয় অঞ্চলের পানি — উষ্ণ ও হালকা।
✿ প্রবল জোয়ারের কারণ, যখন — সূর্য, চন্দ্র পৃথিবী একই সরলে রেখায় অবস্থান করে।
✿ জোয়ারের যে সময় পর ভাটার সৃষ্টি হয় — ৬ ঘন্টা ১৩ মিনিট।
✿ জোয়ার ভাটার তেজকাটাল হয়– অামবস্যায়।
✿ উপকূলে কোন একটি স্থানে পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হলো — প্রায় ১২ ঘন্টা
✿ সমুদ্র স্রোতের অন্যতম কারণ — বায়ু প্রবাহের কারণ।
✿ বৃহদাকার ত্রিভূজের মতো অাকৃতি — প্রশান্ত মহাসাগর
✿ সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের অাকর্ষণ শক্তি প্রায় — দ্বিগুণ
✿ পরিচলন বৃষ্টি হয় — নিরক্ষীয় অঞ্চলে
✿ সমুদ্রবায়ু প্রবলবেগে প্রবাহিত হয় — অপরাহ্নে।
✿ চন্দ্র ও সূর্য জল ও স্থলকে অাকর্ষণ করে বলে পানি ফুলে উঠে, পানির এ ফুলে উঠাকে বলে — জোয়ার।
✿ জোয়ার ভাটা হয় — চন্দ্রের অাকর্ষণে।
✿ জোয়ার ভাটা হয় — অাহ্নিক গতির কারণে।
✿ জলভাগের পরিমাণ বেশি — দক্ষিণ গোলার্ধে।
✿ পৃথিবীতে মহাসাগরের সংখ্যা — ৫ টি।
✿ বৃহত্তম ও গভীরতম মহাসাগর — প্রশান্ত মহাসাগর।
✿ নিরক্ষীয় অঞ্চলের পানি — উষ্ণ ও হালকা।
No comments:
Post a Comment