eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Tuesday, September 13, 2016

মূল্যবোধ শিক্ষার সাথে সুশাসনের সম্পর্ক

বহ● সুশাসনের মূল্য লক্ষ্য – অার্থ সামাজিক ও রাজনৈতিক উন্নয়ন ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা কায়েম করা।
● সুশাসনের কথা কল্পনা করা যায় না – গণতন্ত্র ছাড়া।
● সর্বাধিক জনকল্যাণ সাধন করা যে শাসনের লক্ষ্য – সুশাসন।
● অাধুনিক বিশ্বে যে ধরণের রাজনীতি বিদ্যমান – গণতন্ত্রমুখী।
● গণতান্ত্রিক শাসন ব্যবস্থার যে ধরণের সুশাসন ব্যবস্থা চিত্রায়িত হয় – জনগণ ও সরকারের মধ্যকার সম্পর্কের ধারণা।
● পৃথিবীর যে দেশগুলোতে সুশাসন খুবই জরুরি ও গুরুত্বপূর্ণ – উন্নয়নশীল দেশগুলোতে।
● পরিত্রাণের উপায় হিসাবে যে ধরণের শাসন থেকে মানুষ গণতন্ত্রের দিকে যাচ্ছে – ঔপনিবেশিক শাসন, স্বৈরশাসন, সামরিক শাসন প্রভৃতি হতে।
● সুশাসন কথাটি কার্যকর ও সফলতা লাভ করবে – সরকার যদি প্রকৃতপক্ষেই জনকল্যাণ দায়বদ্ধ থাকে।
● বাংলাদেশে উন্নয়নের অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য জরুরি – সুশাসন।
● বর্তমান গণতান্ত্রিক স্বৈরশাসনমূলক দেশগুলোতে যা তেমন লক্ষ্য করা যায় না – অাইনের শাসন।
● রাজনৈতিক ঐকমতের অভাবে যা প্রতিষ্ঠিত হতে পারে না – সুশাসন।
● জনগণের অংশগ্রহণ যে শাসনব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য – সুশাসন ব্যবস্থার।
● ক্ষমতার বিকেন্দ্রীকরণ হলে – স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহার রোধ হবে।
● সুশাসনের অন্যতম প্রতিবন্ধক – দুর্নীতি।
● স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার শক্তিশালী হলে জণগণের অংশগ্রহণ – বৃদ্ধি পায়।
● বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হলে যে শাসন কায়েম হবে – সুশাসন।
● দেশীয় রাজনীতিতে অান্তর্জাতিক শক্তির হস্তক্ষেপ বৃদ্ধি পায় – দুর্বল রাষ্টোগুলো দাতাগোষ্ঠীর ওপর নির্ভরশীল হয়ে পড়লে।
● প্রশাসনিক জবাবদিহিতার অভাবে ব্যাহত হয় – সুশাসন।
● দুর্নীতির সাথে সুশাসনের সম্পর্ক – বিপরীতমুখী।
● প্রশাসনযন্ত্রের মূল ধারক বাহক – সরকার।
● মানবাধিকার লঙ্ঘিত হলে – গণতন্ত্র অচল হয় পড়ে।
● সুশাসনের প্রথম পক্ষ সরকার – দ্বিতীয় পক্ষ হলো জনগণ।
● গণতন্ত্রহীন সরকার ব্যবস্থার লক্ষ করা যায় না – সুশাসনের অস্তিত্ব।
● সুশাসন সমাজকে দূরে রাখে – দুর্নীতি হতে।
● স্থানীয় সরকারকে শক্তিশালী করতে দরকার – সুশাসন।
● মূল্যবোধ শিক্ষা যে ধরণের পরিবর্তন এনে সমাজে সুশাসন প্রতিষ্ঠা করে – পরিকল্পিত ও বাঞ্ছিত পরিবর্তন।
● মূল্যবোধ শিক্ষা যে সত্ত্বার বিকাশ সাধন করে সুশাসনের পথে পথ প্রশস্ত করে – ব্যক্তি সত্তার বিকাশ।
● মূল্যবোধ শিক্ষা যা নিয়ন্ত্রণ করে মানুষের নেতিবাচক করে মানুষের ধ্যান ধারণা দূরীভূত করে ও সুশাসন নিশ্চিত করে – মানুষের অাচার নিয়ন্ত্রণ করে।
● পারস্পারিক শ্রদ্ধাবোধ জাগ্রত করে সুশাসনের সহায়ক ভূমিকা পালন করে মূল্যবোধ শিক্ষার যে দিকটি – সহমর্মিতা।
● মূল্যবোধ শিক্ষা যে উন্নয়নকে গুরুত্ব দিয়ে সুশাসন কায়েম করে – মানবসম্পদ উন্নয়ন।
● মূল্যবোধ শিক্ষা যে শিক্ষা প্রতিষ্ঠায় সহয়তা করে সুশাসনের পথে সুগম করে – মূল্যবোধ শিক্ষা।
● মূল্যবোধের শিক্ষা অত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠা করে, ফলে নিশ্চিত হয় – সুশাসন।
● সুশাসনের ভিতকে মজবুত করতে মূল্যবোধ যা সংরক্ষণের শিক্ষা দেয় – সততা, সংস্কৃতি ও ঐতিহ্য
● কি জাগ্রতকরণের শিক্ষা দিয়ে মূল্যবোধ সুশাসনের গতিকে তরন্বিত করে – দায়িত্ব ও কর্তব্যবোধ।
● মূল্যবোধ শিক্ষা সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করে ফলে নিশ্চিত হয় – সুশাসন।
● সুশাসন নিশ্চিত করতে মূল্যবোধের যে শিক্ষা সহায়ক ভূমিকা পালন করে – সামাজিক ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা, জাতীয় সত্ত্বার বিকাশ, শৃঙ্খলাবোধ ও সহমর্মিতা।
● সুশাস নিশ্চিত করতে মূল্যবোধ শিক্ষা যে সকল বিষয়কে নিরুৎসাহিত করে – সহিংসতা, সামাজিক বিচার।
● মানুষের বিবেকবোধ জাগ্রত করে সুশাসন নিশ্চিত করে – মূল্যবোধের শিক্ষা।
● মূল্যবোধের শিক্ষা যে ধরনের মর্যাদা প্রতিষ্ঠা করে সুশাসন নিশ্চিত করে – শ্রমের মর্যাদা।
● মূল্যবোধ শিক্ষার ফলে যে দিকটি প্রতিষ্ঠিত হয়ে ধনী-দারিদ্রের বৈষম্য কমে সুশাসন নিশ্চিত হয় – অাইনের শাসন।
● নাগরিক কর্তব্য পালনের শিক্ষা দিয়ে সুশাসনকে ত্বরান্বিত করে – মূল্যবোধের শিক্ষা।
● সরকারের কার্যকারিতা নষ্ট হয় – নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে দক্ষতার অভাবে।
● পরিবর্তন প্রতিরোধের মানসিকতা প্রকটভাবে দেখা যায় – অামলাদের মধ্যে।

No comments:

Post a Comment