১। যুক্তরাষ্ট্রভিত্তিক এফএফপি প্রকাশিত ভঙ্গুর রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৩২ তম
২। কবে, বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচলের রুপরেখা চুক্তি হয়?
উত্তর: ১৫ জুন ২০১৫
৩। ইটিএফ বলতে কি বুঝায়?
উত্তর: এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড
৪। ১৯৯১-২০১৫ পর্যন্ত কতজন নারী শ্রমিক বিদেশে অাছে?
উত্তর: ৩৯২৬৫৬ জন।
৫। বর্তমানে জাতিসংঘ শান্তরক্ষী বাহিনীতে কতটি মিশনে অাছে?
উত্তর: ১০ টি।
৬। বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত?
উত্তর: ২৫.০২ বিলিয়ন ডলার।
৭। বর্তমান সেনাবাহিনীর প্রধান কে?
উত্তর: জেনারেল অাবু বেলাল মোহাম্মদ শফিউল হক
৮। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরে বাংলাদেশ-ভারত পারস্পরিক সহযোগিতা থেকে কতটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে?
উত্তর: ২২ টি চুক্তি, প্রটোকল, সমঝোতা স্মারক।
৯। বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত?
উত্তর: ১০৩৫ জন
১০। বাংলাদেশে প্রতি হাজারে শিশু মৃত্যুহার কত?
উত্তর: ৩৩ জন
১১। বাংলাদেশের মানুষের গড় অায়ু কত?
উত্তর: ৭০.৭ বছর
১২। বাংলাদেশের মানুষের বিবাহের গড় বয়স কত?
উত্তর: ২৫:১৯ (পুরুষ:মহিলা)
১৩। বর্তমানে বাংলাদেশে ক্ষুধাপীড়িত লোকসংখ্যা কত?
উত্তর: ২ কোটি ৬৩ লক্ষ
১৪। ঢাকা-শিলং-গুয়াহাটি এবং কলকাতা-ঢাকা-অাগরতলা বাস সার্ভিসের অানুষ্ঠানিক উদ্বোধন করা হয় কবে?
উত্তর: ৬ জুন ২০১৫
১৫। বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪র্থ সীমান্ত হাট কবে কোথায় উদ্বোধন করা হয়?
উত্তর: ৭ জুন ২০১৫, বি-বাড়িয়ারর কসবায়।
১৬। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বিশ্বাস-ই-বিজয় ভাস্কর্যের স্থপতি কে?
উত্তর: দীপক সরকার
১৭। বাংলাদেশ মিয়ানমার মৈত্রী সেতু কোথায় অবস্থিত?
উত্তর: ঘুমধুম সীমান্ত, উখিয়া, কক্সবাজার।
১৮। বিশ্বের কতটি দেশে বাংলাদেশের কর্মী অাছে?
উত্তর: ১৬০ টি দেশে
১৯। বাংলাদেশে মতস্য গবেষণা ইনস্টিটিউট এর জেনেটিক গবেষণায় উদ্ভাবিত তেলাপিয়ার নাম কি?
উত্তর: বিএফঅারঅাই গিফট তেলাপিয়া
২০। টেস্টে বাংলাদেশের সর্বাধিক রানের অধিকারী কে?
উত্তর: তামিম ইকবাল
২১। বাংলাদেশ থেকে বিভিন্ন খাতে কতটি পণ্য বিদেশে রপ্তানি হয়?
উত্তর: ৭২৯ টি
২২। বর্তমানে বাংলাদেশে বিনিয়োগ শীর্ষদেশ কোনটি?
উত্তর: যুক্তরাজ্য, দ্বিতীয়: দক্ষিণ কোরিয়া, তৃতীয়: পাকিস্তান
২৩। ২০১৫ সালে বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৮৪ তম।
২৪। ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তর: উত্তরা, ঢাকা।
২৫। অান্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে নম্বার ওয়ার কে?
উত্তর: সাকিব অাল হাসান
২৬। ভারত-বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট সিরিজে ম্যান অফ দ্য সিরিজ হন কে?
উত্তর: মোস্তাফিজুর রহমান।
২৭। বর্তমান বিমান বাহিনীর প্রধান কে?
উত্তর: এয়ার মার্শাল অাবু এসরার
২৮। বর্তমান বিশ্বে ক্ষুধাপীড়িত মানুষের সংখ্যা কত?
উত্তর: ৭৯ কোটি ৪৬ লক্ষ
২৯। ২০১৪ সালে কোন দেশে সর্বাধিক বিনিয়োগ এসেছে?
উত্তর: চীন
৩০। গেম থিওরি এর উদ্ভাবক কে?
উত্তর: জন ফরবেশ ন্যাশ
৩১। ২৫ মে ২০১৫ কোন দেশ ইকোনোমিক কমিউনিটি অব সেন্ট্রাল অাফ্রিকান স্টেটস এ পুনরায় যোহদান করে?
উত্তর: রুয়ান্ডা
৩২। ইকোনোমিক কমিউনিটি অব সেন্ট্রাল অাফ্রিকান স্টেটস এর বর্তমান দেশ কতটি?
উত্তর: ১১ টি।
৩৩। ড্রাইভ হান্ট কি?
উত্তর: ডলফিন শিকার করার একটি পদ্ধতি।
৩৪। বাংলাদেশ ভারত স্থলসীমান্ত চুক্তি অাইনে ভারতে রাষ্ট্রপতি স্বাক্ষর করেন কবে?
উত্তর: ২৮ মে ২০১৫
৩৫। IS এর ম্যাগাজিনের নাম কি?
উত্তর: দাবিক (প্রথম প্রকাশ : জুলাই ২০১৪)
৩৬। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপচার্য কে?
উত্তর: অধ্যাপক লুইস রিচার্ডসন
৩৭। ভারত মিয়ানমারে প্রবেশ করে বিদ্রোহীগোষ্ঠী খাপলাং এর বিরুদ্ধে অভিযান চালায় কবে?
উত্তর: ১০ জুন ২০১৫
৩৮। এশিয়া ক্লিয়ারিং ইউনিয়ন এর বর্তমান মহাসচিব কে?
উত্তর: লিডা বোরহান অাজাদ
৩৯। এশিয়া ক্লিয়ারিং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কে?
উত্তর: ড. অাতিউর রহমান
৪০। এশিয়া ক্লিয়ারিং ইউনিয়নের পর্যবেক্ষক দেশ কোনটি?
উত্তর: অাফগানিস্তান
৪১। একাধিক মোবাইল সিম ব্যবহারে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: নাইজেরিয়া
৪২। শব্দের চেয়েও ১০ গুণ গুণ বেশি গতি সম্পন্ন উ-১৪ কোন দেশের?
উত্তর: চীন।
৪৩। বাংলাদেশ ভারত, নেপাল ও ভুটান এর মধ্যে যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচলের রূপরেখা চুক্তি কবে কোথায় স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৫ জুন ২০১৫, থিম্পু
৪৪। ইদুরের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ কোনটি?
উত্তর: ফিলিপাইন
৪৫। হংকং এর অাইন সভার নাম কি?
উত্তর: লেজিসলেটিভ কাউন্সিল
৪৬। বিশ্বের প্রথম উড়ানযোগ্য বৈদ্যুতিক যাত্রীবাহী বিমানের নির্মাতা কোন দেশ?
উত্তর: চীন
৪৮। ৮-৯ জুলাই ন্যাটোর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
উত্তর: ওয়ারশ পোল্যান্ড
৪৯। যুক্তরাষ্ট্রের অার্থিক কাঠামোর প্রততিষ্ঠাতা কে?
উত্তর: অালেকজান্ডার হ্যামিলটন
৫০। ২০১৫ ফ্রেঞ্চ ওপেনে পুরুষ ও মহিলা এককে চ্যাম্পিয়ন কে?
উত্তর: স্তানিসলাস ভাভরিস্কা (সুইস) সেরেনা উইলয়ামস (ইউএস)
৫১। ১১তম সাফ ফুটবল কবে কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ২৩ ডিসেম্বর ২০১৫ – ৩ জানুয়ারী ২০১৬, ভারতের কৈরালায়
৫২। কোন দেশের ৬২ টি সামরিক ঘাটি অভায়ারণ্য করা হবে?
উত্তর: জার্মানি
৫৩। ওকিনাওনা যুদ্ধের ৭০ বছর পূর্তি হয় কবে?
উত্তর: ২৩ জুন ২০১৫
৫৪। ফ্রান্সের সাবেক রাষ্ট্রপতি নিকোলাস সারকোজি’র নতুন ইউএমপি রাজনৈতিক দলেন নতুন নাম কি?
উত্তর: দি রিপাবলিকানস
৫৫। কোবানি ও হাসিকাহ শহর কোন দেশে অবস্থিত?
উত্তর: সিরিয়া
৫৬। পৃথিবীর সবচেয়ে ছোট বানরের নাম কি?
উত্তর: পিগমি মারমোসেট
৫৭। পিজিপি কোন দেশের সীমান্তরক্ষী বাহিনী?
উত্তর: মায়ানমার
৫৮। নাইজেরিয়ায় প্রথম শান্তিপূর্ণ ক্ষমতা গ্রহণ করেন কে?
উত্তর: মোহাম্মদ বুহারি।
৫৯। লিপ সেকেন্ড কবে ঘটে?
উত্তর: ৩০ জুন ২০১৫
৬০। বিশ্বে শান্তিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৮৪ তম।
৬১। বিশ্বের সবচেয়ে শান্তপূর্ণ দেশ কোনটি?
উত্তর: অাইসল্যান্ড
৬২। ১৫ জুন ২০১৫ মানবাধিকারের মহা সনদ ম্যাগন কার্টার কততম বার্ষিকী উদযাপিত হয়?
উত্তর: ৮০০ তম।
৬৩। ইউরোপীয়ান স্পেস অবজাভের্টরি মহাকাশে নজরে অাসা সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রপুঞ্জকে কোন নাম দিয়েছে?
উত্তর: সিঅার সেভেন
৬৪। বাংলাদেশ কত বছর পরপর অামদানী ও রপ্তানী নীতি করে থাকে?
উত্তর: ৩ বছর।
৬৫। বাংলাদেশ বিমান বাহিনীর নতুন প্রধান কে?
উত্তর: অাবু এসরার
৬৬। বাংলাদেশ সেনা বাহিনীর নতুন প্রধান কে?
উত্তর: অাবু বেলাল মোহাম্মদ শফিউল হক
৬৭। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’ অবম্বনে কবি শেখ হাফিজুর রহমান রচিত নৃত্যনাট্য –
উত্তর: রাই কৃষ্ণ পদাবলী।
৬৮। জাতীয় বাজেট ২০১৫-১৬ কততম বাজেট?
উত্তর: ৪৫ তম
৬৯। ২৯ মে ২০১৫ যুক্তরাষ্ট্র কোন দেশকে কালো তালিকা থেকে বাদ দেয়?
উত্তর: কিউবা
৭০। মরিসাসের প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
উত্তর: অামিনা ফিরদৌস গারিব ফাহিম।
৭১। ডেনমার্কের নতুন প্রধানমন্ত্রী কে?
উত্তর: লর্স লোয়েক্কি রাসমুসেন
৭২। বিশ্বের প্রথম উড়ানযোগ্য বৈদ্যুতিক যাত্রীবাহী বিমানের নাম কি?
উত্তর: BX1E
৭৩। বিশ্বে ওষুধের সবচেয়ে বদ বাজার কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র
৭৪। ১ জুলাই ২০১৫ অান্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
উত্তর: জহির অাব্বাস।
৭৫। কলম্বো পরিকল্পনা এর বর্তমান মহাসচিব কে?
উত্তর: ফিনলে দর্জি (ভুটান)
৭৬। পুজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির অান্তর্জাতিক কেন্দ্র এর বর্তমান দেশ কতটি?
উত্তর: ১৫১ টি।
৭৭। ১৮ মে ২০১৫ কোন দেশ পুজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির অান্তর্জাতিক কেন্দ্র এর ১৫১ তম সদস্য লাভ করে?
উত্তর: সান ম্যারিনো।
৭৮। এশিয়া সহযোগিতা সংলাপ এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর: ৩৩ টি।
৭৯। অান্তর্জাতিক শ্রম সংস্থা এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর: ১৮৬ টি
৮০। ১২ জুন ২০১৫ কোন দেশ অান্তর্জাতিক শ্রম সংস্থার ১৮৬ তম সদস্য পদ লাভ করে?
উত্তর: কুক অাইল্যান্ডস
৮১। বিশ্ব শুল্ক সংস্থা এর বর্তমান সদস্য দেশ কোনটি?
উত্তর: ১৮০ টি
৮২। ২৪ মার্চ ২০১৫ কোন দেশ বিশ্ব শুল্ক সংস্থার ১৮০ তম সদস্য পদ লাভ করে?
উত্তর: ফিলিস্তিন
৮৩। ৭ম ব্রিকস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: উফা, রাশিয়া (৮-৯ জুলাই ২০১৫)
৮৪। কোন দেশের কাছে সর্বাধিক পারমাণবিক অস্ত্র অাছে?
উত্তর: যুক্তরাষ্ট্র
৮৫। রূপা উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: মেক্সিকো
৮৬। বিশ্বের কোন দেশের লোক সর্বাধিক শরণার্থী?
উত্তর: সিরিয়া
৮৭। বিশ্বের কোন দেশ সর্বাধিক শরণার্থী অাশ্রয় প্রদান করেছে?
উত্তর: তুরস্ক।
৮৮। গম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন।
৮৯। গম রপ্তানি শীর্ষ দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র
৯০। ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন
৯১। ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত তম?
উত্তর: ৪ র্থ।
৯২। চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: থাইল্যান্ড
৯৩। চিনি উৎপাদনে শীর্ষ দেশ দেশ কোনটি?
উত্তর: ব্রাজিল
৯৪। IMF ওয়ার্ল্ড ইকোনোমিক অাউটলুক -২০১৫ অনুযায়ী চলতি মূল্যে জিডিপি’র ভিত্তিতে শীর্ষ অর্থনীতির দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র।
৯৫। IMF ওয়ার্ল্ড ইকোনোমিক অাউটলুক -২০১৫ অনুযায়ী চলতি মূল্যে জিডিপির ভিত্তিতে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্তান কত?
উত্তর: ৪৪ তম।
৯৬। ক্রয় ক্ষমতার ভিত্তিতে শীর্ষ অর্থনীতির দেশ কোনটি?
উত্তর: চীন।
৯৭। IMF ওয়ার্ল্ড ইকোনোমিক অাউটলুক -২০১৫ অনুযায়ী ক্রয় ক্ষমতার ভিত্তিতে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৩৩ তম।
৯৮। IMF ওয়ার্ল্ড ইকোনোমিক অাউটলুক -২০১৫ অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধির অর্থনীতিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: পাপুয়া নিউগিনি
৯৯। IMF ওয়ার্ল্ড ইকোনোমিক অাউটলুক -২০১৫ অনুযায়ী বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: ২২ তম।
১০০। ৩০ জুন ২০১৫ পর্যন্ত বাংলাদেশ কতটি দ্বিপাক্ষিক ওয়ানডে ক্রিকেট সিরিজ জয়লাভ করেছে?
উত্তর: ১৮ টি।
উত্তর: ৩২ তম
২। কবে, বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচলের রুপরেখা চুক্তি হয়?
উত্তর: ১৫ জুন ২০১৫
৩। ইটিএফ বলতে কি বুঝায়?
উত্তর: এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড
৪। ১৯৯১-২০১৫ পর্যন্ত কতজন নারী শ্রমিক বিদেশে অাছে?
উত্তর: ৩৯২৬৫৬ জন।
৫। বর্তমানে জাতিসংঘ শান্তরক্ষী বাহিনীতে কতটি মিশনে অাছে?
উত্তর: ১০ টি।
৬। বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত?
উত্তর: ২৫.০২ বিলিয়ন ডলার।
৭। বর্তমান সেনাবাহিনীর প্রধান কে?
উত্তর: জেনারেল অাবু বেলাল মোহাম্মদ শফিউল হক
৮। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরে বাংলাদেশ-ভারত পারস্পরিক সহযোগিতা থেকে কতটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে?
উত্তর: ২২ টি চুক্তি, প্রটোকল, সমঝোতা স্মারক।
৯। বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত?
উত্তর: ১০৩৫ জন
১০। বাংলাদেশে প্রতি হাজারে শিশু মৃত্যুহার কত?
উত্তর: ৩৩ জন
১১। বাংলাদেশের মানুষের গড় অায়ু কত?
উত্তর: ৭০.৭ বছর
১২। বাংলাদেশের মানুষের বিবাহের গড় বয়স কত?
উত্তর: ২৫:১৯ (পুরুষ:মহিলা)
১৩। বর্তমানে বাংলাদেশে ক্ষুধাপীড়িত লোকসংখ্যা কত?
উত্তর: ২ কোটি ৬৩ লক্ষ
১৪। ঢাকা-শিলং-গুয়াহাটি এবং কলকাতা-ঢাকা-অাগরতলা বাস সার্ভিসের অানুষ্ঠানিক উদ্বোধন করা হয় কবে?
উত্তর: ৬ জুন ২০১৫
১৫। বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪র্থ সীমান্ত হাট কবে কোথায় উদ্বোধন করা হয়?
উত্তর: ৭ জুন ২০১৫, বি-বাড়িয়ারর কসবায়।
১৬। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বিশ্বাস-ই-বিজয় ভাস্কর্যের স্থপতি কে?
উত্তর: দীপক সরকার
১৭। বাংলাদেশ মিয়ানমার মৈত্রী সেতু কোথায় অবস্থিত?
উত্তর: ঘুমধুম সীমান্ত, উখিয়া, কক্সবাজার।
১৮। বিশ্বের কতটি দেশে বাংলাদেশের কর্মী অাছে?
উত্তর: ১৬০ টি দেশে
১৯। বাংলাদেশে মতস্য গবেষণা ইনস্টিটিউট এর জেনেটিক গবেষণায় উদ্ভাবিত তেলাপিয়ার নাম কি?
উত্তর: বিএফঅারঅাই গিফট তেলাপিয়া
২০। টেস্টে বাংলাদেশের সর্বাধিক রানের অধিকারী কে?
উত্তর: তামিম ইকবাল
২১। বাংলাদেশ থেকে বিভিন্ন খাতে কতটি পণ্য বিদেশে রপ্তানি হয়?
উত্তর: ৭২৯ টি
২২। বর্তমানে বাংলাদেশে বিনিয়োগ শীর্ষদেশ কোনটি?
উত্তর: যুক্তরাজ্য, দ্বিতীয়: দক্ষিণ কোরিয়া, তৃতীয়: পাকিস্তান
২৩। ২০১৫ সালে বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৮৪ তম।
২৪। ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তর: উত্তরা, ঢাকা।
২৫। অান্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে নম্বার ওয়ার কে?
উত্তর: সাকিব অাল হাসান
২৬। ভারত-বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট সিরিজে ম্যান অফ দ্য সিরিজ হন কে?
উত্তর: মোস্তাফিজুর রহমান।
২৭। বর্তমান বিমান বাহিনীর প্রধান কে?
উত্তর: এয়ার মার্শাল অাবু এসরার
২৮। বর্তমান বিশ্বে ক্ষুধাপীড়িত মানুষের সংখ্যা কত?
উত্তর: ৭৯ কোটি ৪৬ লক্ষ
২৯। ২০১৪ সালে কোন দেশে সর্বাধিক বিনিয়োগ এসেছে?
উত্তর: চীন
৩০। গেম থিওরি এর উদ্ভাবক কে?
উত্তর: জন ফরবেশ ন্যাশ
৩১। ২৫ মে ২০১৫ কোন দেশ ইকোনোমিক কমিউনিটি অব সেন্ট্রাল অাফ্রিকান স্টেটস এ পুনরায় যোহদান করে?
উত্তর: রুয়ান্ডা
৩২। ইকোনোমিক কমিউনিটি অব সেন্ট্রাল অাফ্রিকান স্টেটস এর বর্তমান দেশ কতটি?
উত্তর: ১১ টি।
৩৩। ড্রাইভ হান্ট কি?
উত্তর: ডলফিন শিকার করার একটি পদ্ধতি।
৩৪। বাংলাদেশ ভারত স্থলসীমান্ত চুক্তি অাইনে ভারতে রাষ্ট্রপতি স্বাক্ষর করেন কবে?
উত্তর: ২৮ মে ২০১৫
৩৫। IS এর ম্যাগাজিনের নাম কি?
উত্তর: দাবিক (প্রথম প্রকাশ : জুলাই ২০১৪)
৩৬। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপচার্য কে?
উত্তর: অধ্যাপক লুইস রিচার্ডসন
৩৭। ভারত মিয়ানমারে প্রবেশ করে বিদ্রোহীগোষ্ঠী খাপলাং এর বিরুদ্ধে অভিযান চালায় কবে?
উত্তর: ১০ জুন ২০১৫
৩৮। এশিয়া ক্লিয়ারিং ইউনিয়ন এর বর্তমান মহাসচিব কে?
উত্তর: লিডা বোরহান অাজাদ
৩৯। এশিয়া ক্লিয়ারিং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কে?
উত্তর: ড. অাতিউর রহমান
৪০। এশিয়া ক্লিয়ারিং ইউনিয়নের পর্যবেক্ষক দেশ কোনটি?
উত্তর: অাফগানিস্তান
৪১। একাধিক মোবাইল সিম ব্যবহারে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: নাইজেরিয়া
৪২। শব্দের চেয়েও ১০ গুণ গুণ বেশি গতি সম্পন্ন উ-১৪ কোন দেশের?
উত্তর: চীন।
৪৩। বাংলাদেশ ভারত, নেপাল ও ভুটান এর মধ্যে যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচলের রূপরেখা চুক্তি কবে কোথায় স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৫ জুন ২০১৫, থিম্পু
৪৪। ইদুরের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ কোনটি?
উত্তর: ফিলিপাইন
৪৫। হংকং এর অাইন সভার নাম কি?
উত্তর: লেজিসলেটিভ কাউন্সিল
৪৬। বিশ্বের প্রথম উড়ানযোগ্য বৈদ্যুতিক যাত্রীবাহী বিমানের নির্মাতা কোন দেশ?
উত্তর: চীন
৪৮। ৮-৯ জুলাই ন্যাটোর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
উত্তর: ওয়ারশ পোল্যান্ড
৪৯। যুক্তরাষ্ট্রের অার্থিক কাঠামোর প্রততিষ্ঠাতা কে?
উত্তর: অালেকজান্ডার হ্যামিলটন
৫০। ২০১৫ ফ্রেঞ্চ ওপেনে পুরুষ ও মহিলা এককে চ্যাম্পিয়ন কে?
উত্তর: স্তানিসলাস ভাভরিস্কা (সুইস) সেরেনা উইলয়ামস (ইউএস)
৫১। ১১তম সাফ ফুটবল কবে কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ২৩ ডিসেম্বর ২০১৫ – ৩ জানুয়ারী ২০১৬, ভারতের কৈরালায়
৫২। কোন দেশের ৬২ টি সামরিক ঘাটি অভায়ারণ্য করা হবে?
উত্তর: জার্মানি
৫৩। ওকিনাওনা যুদ্ধের ৭০ বছর পূর্তি হয় কবে?
উত্তর: ২৩ জুন ২০১৫
৫৪। ফ্রান্সের সাবেক রাষ্ট্রপতি নিকোলাস সারকোজি’র নতুন ইউএমপি রাজনৈতিক দলেন নতুন নাম কি?
উত্তর: দি রিপাবলিকানস
৫৫। কোবানি ও হাসিকাহ শহর কোন দেশে অবস্থিত?
উত্তর: সিরিয়া
৫৬। পৃথিবীর সবচেয়ে ছোট বানরের নাম কি?
উত্তর: পিগমি মারমোসেট
৫৭। পিজিপি কোন দেশের সীমান্তরক্ষী বাহিনী?
উত্তর: মায়ানমার
৫৮। নাইজেরিয়ায় প্রথম শান্তিপূর্ণ ক্ষমতা গ্রহণ করেন কে?
উত্তর: মোহাম্মদ বুহারি।
৫৯। লিপ সেকেন্ড কবে ঘটে?
উত্তর: ৩০ জুন ২০১৫
৬০। বিশ্বে শান্তিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৮৪ তম।
৬১। বিশ্বের সবচেয়ে শান্তপূর্ণ দেশ কোনটি?
উত্তর: অাইসল্যান্ড
৬২। ১৫ জুন ২০১৫ মানবাধিকারের মহা সনদ ম্যাগন কার্টার কততম বার্ষিকী উদযাপিত হয়?
উত্তর: ৮০০ তম।
৬৩। ইউরোপীয়ান স্পেস অবজাভের্টরি মহাকাশে নজরে অাসা সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রপুঞ্জকে কোন নাম দিয়েছে?
উত্তর: সিঅার সেভেন
৬৪। বাংলাদেশ কত বছর পরপর অামদানী ও রপ্তানী নীতি করে থাকে?
উত্তর: ৩ বছর।
৬৫। বাংলাদেশ বিমান বাহিনীর নতুন প্রধান কে?
উত্তর: অাবু এসরার
৬৬। বাংলাদেশ সেনা বাহিনীর নতুন প্রধান কে?
উত্তর: অাবু বেলাল মোহাম্মদ শফিউল হক
৬৭। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’ অবম্বনে কবি শেখ হাফিজুর রহমান রচিত নৃত্যনাট্য –
উত্তর: রাই কৃষ্ণ পদাবলী।
৬৮। জাতীয় বাজেট ২০১৫-১৬ কততম বাজেট?
উত্তর: ৪৫ তম
৬৯। ২৯ মে ২০১৫ যুক্তরাষ্ট্র কোন দেশকে কালো তালিকা থেকে বাদ দেয়?
উত্তর: কিউবা
৭০। মরিসাসের প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
উত্তর: অামিনা ফিরদৌস গারিব ফাহিম।
৭১। ডেনমার্কের নতুন প্রধানমন্ত্রী কে?
উত্তর: লর্স লোয়েক্কি রাসমুসেন
৭২। বিশ্বের প্রথম উড়ানযোগ্য বৈদ্যুতিক যাত্রীবাহী বিমানের নাম কি?
উত্তর: BX1E
৭৩। বিশ্বে ওষুধের সবচেয়ে বদ বাজার কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র
৭৪। ১ জুলাই ২০১৫ অান্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
উত্তর: জহির অাব্বাস।
৭৫। কলম্বো পরিকল্পনা এর বর্তমান মহাসচিব কে?
উত্তর: ফিনলে দর্জি (ভুটান)
৭৬। পুজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির অান্তর্জাতিক কেন্দ্র এর বর্তমান দেশ কতটি?
উত্তর: ১৫১ টি।
৭৭। ১৮ মে ২০১৫ কোন দেশ পুজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির অান্তর্জাতিক কেন্দ্র এর ১৫১ তম সদস্য লাভ করে?
উত্তর: সান ম্যারিনো।
৭৮। এশিয়া সহযোগিতা সংলাপ এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর: ৩৩ টি।
৭৯। অান্তর্জাতিক শ্রম সংস্থা এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর: ১৮৬ টি
৮০। ১২ জুন ২০১৫ কোন দেশ অান্তর্জাতিক শ্রম সংস্থার ১৮৬ তম সদস্য পদ লাভ করে?
উত্তর: কুক অাইল্যান্ডস
৮১। বিশ্ব শুল্ক সংস্থা এর বর্তমান সদস্য দেশ কোনটি?
উত্তর: ১৮০ টি
৮২। ২৪ মার্চ ২০১৫ কোন দেশ বিশ্ব শুল্ক সংস্থার ১৮০ তম সদস্য পদ লাভ করে?
উত্তর: ফিলিস্তিন
৮৩। ৭ম ব্রিকস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: উফা, রাশিয়া (৮-৯ জুলাই ২০১৫)
৮৪। কোন দেশের কাছে সর্বাধিক পারমাণবিক অস্ত্র অাছে?
উত্তর: যুক্তরাষ্ট্র
৮৫। রূপা উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: মেক্সিকো
৮৬। বিশ্বের কোন দেশের লোক সর্বাধিক শরণার্থী?
উত্তর: সিরিয়া
৮৭। বিশ্বের কোন দেশ সর্বাধিক শরণার্থী অাশ্রয় প্রদান করেছে?
উত্তর: তুরস্ক।
৮৮। গম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন।
৮৯। গম রপ্তানি শীর্ষ দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র
৯০। ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন
৯১। ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত তম?
উত্তর: ৪ র্থ।
৯২। চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: থাইল্যান্ড
৯৩। চিনি উৎপাদনে শীর্ষ দেশ দেশ কোনটি?
উত্তর: ব্রাজিল
৯৪। IMF ওয়ার্ল্ড ইকোনোমিক অাউটলুক -২০১৫ অনুযায়ী চলতি মূল্যে জিডিপি’র ভিত্তিতে শীর্ষ অর্থনীতির দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র।
৯৫। IMF ওয়ার্ল্ড ইকোনোমিক অাউটলুক -২০১৫ অনুযায়ী চলতি মূল্যে জিডিপির ভিত্তিতে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্তান কত?
উত্তর: ৪৪ তম।
৯৬। ক্রয় ক্ষমতার ভিত্তিতে শীর্ষ অর্থনীতির দেশ কোনটি?
উত্তর: চীন।
৯৭। IMF ওয়ার্ল্ড ইকোনোমিক অাউটলুক -২০১৫ অনুযায়ী ক্রয় ক্ষমতার ভিত্তিতে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৩৩ তম।
৯৮। IMF ওয়ার্ল্ড ইকোনোমিক অাউটলুক -২০১৫ অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধির অর্থনীতিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: পাপুয়া নিউগিনি
৯৯। IMF ওয়ার্ল্ড ইকোনোমিক অাউটলুক -২০১৫ অনুযায়ী বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: ২২ তম।
১০০। ৩০ জুন ২০১৫ পর্যন্ত বাংলাদেশ কতটি দ্বিপাক্ষিক ওয়ানডে ক্রিকেট সিরিজ জয়লাভ করেছে?
উত্তর: ১৮ টি।


No comments:
Post a Comment