eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Sunday, September 11, 2016

জুন – ২০১৫

১। যুক্তরাষ্ট্রভিত্তিক এফএফপি প্রকাশিত ভঙ্গুর রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৩২ তম
২। কবে, বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচলের রুপরেখা চুক্তি হয়?
উত্তর: ১৫ জুন ২০১৫
৩। ইটিএফ বলতে কি বুঝায়?
উত্তর: এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড
৪। ১৯৯১-২০১৫ পর্যন্ত কতজন নারী শ্রমিক বিদেশে অাছে?
উত্তর: ৩৯২৬৫৬ জন।
৫। বর্তমানে জাতিসংঘ শান্তরক্ষী বাহিনীতে কতটি মিশনে অাছে?
উত্তর: ১০ টি।
৬। বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত?
উত্তর: ২৫.০২ বিলিয়ন ডলার।
৭। বর্তমান সেনাবাহিনীর প্রধান কে?
উত্তর: জেনারেল অাবু বেলাল মোহাম্মদ শফিউল হক
৮। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরে বাংলাদেশ-ভারত পারস্পরিক সহযোগিতা থেকে কতটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে?
উত্তর: ২২ টি চুক্তি, প্রটোকল, সমঝোতা স্মারক।
৯। বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত?
উত্তর: ১০৩৫ জন
১০। বাংলাদেশে প্রতি হাজারে শিশু মৃত্যুহার কত?
উত্তর: ৩৩ জন
১১। বাংলাদেশের মানুষের গড় অায়ু কত?
উত্তর: ৭০.৭ বছর
১২। বাংলাদেশের মানুষের বিবাহের গড় বয়স কত?
উত্তর: ২৫:১৯ (পুরুষ:মহিলা)
১৩। বর্তমানে বাংলাদেশে ক্ষুধাপীড়িত লোকসংখ্যা কত?
উত্তর: ২ কোটি ৬৩ লক্ষ
১৪। ঢাকা-শিলং-গুয়াহাটি এবং কলকাতা-ঢাকা-অাগরতলা বাস সার্ভিসের অানুষ্ঠানিক উদ্বোধন করা হয় কবে?
উত্তর: ৬ জুন ২০১৫
১৫। বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪র্থ সীমান্ত হাট কবে কোথায় উদ্বোধন করা হয়?
উত্তর: ৭ জুন ২০১৫, বি-বাড়িয়ারর কসবায়।
১৬। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বিশ্বাস-ই-বিজয় ভাস্কর্যের স্থপতি কে?
উত্তর: দীপক সরকার
১৭। বাংলাদেশ মিয়ানমার মৈত্রী সেতু কোথায় অবস্থিত?
উত্তর: ঘুমধুম সীমান্ত, উখিয়া, কক্সবাজার।
১৮। বিশ্বের কতটি দেশে বাংলাদেশের কর্মী অাছে?
উত্তর: ১৬০ টি দেশে
১৯। বাংলাদেশে মতস্য গবেষণা ইনস্টিটিউট এর জেনেটিক গবেষণায় উদ্ভাবিত তেলাপিয়ার নাম কি?
উত্তর: বিএফঅারঅাই গিফট তেলাপিয়া
২০। টেস্টে বাংলাদেশের সর্বাধিক রানের অধিকারী কে?
উত্তর: তামিম ইকবাল
২১। বাংলাদেশ থেকে বিভিন্ন খাতে কতটি পণ্য বিদেশে রপ্তানি হয়?
উত্তর: ৭২৯ টি
২২। বর্তমানে বাংলাদেশে বিনিয়োগ শীর্ষদেশ কোনটি?
উত্তর: যুক্তরাজ্য, দ্বিতীয়: দক্ষিণ কোরিয়া, তৃতীয়: পাকিস্তান
২৩। ২০১৫ সালে বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৮৪ তম।
২৪। ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তর: উত্তরা, ঢাকা।
২৫। অান্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে নম্বার ওয়ার কে?
উত্তর: সাকিব অাল হাসান
২৬। ভারত-বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট সিরিজে ম্যান অফ দ্য সিরিজ হন কে?
উত্তর: মোস্তাফিজুর রহমান।
২৭। বর্তমান বিমান বাহিনীর প্রধান কে?
উত্তর: এয়ার মার্শাল অাবু এসরার
২৮। বর্তমান বিশ্বে ক্ষুধাপীড়িত মানুষের সংখ্যা কত?
উত্তর: ৭৯ কোটি ৪৬ লক্ষ
২৯। ২০১৪ সালে কোন দেশে সর্বাধিক বিনিয়োগ এসেছে?
উত্তর: চীন
৩০। গেম থিওরি এর উদ্ভাবক কে?
উত্তর: জন ফরবেশ ন্যাশ
৩১। ২৫ মে ২০১৫ কোন দেশ ইকোনোমিক কমিউনিটি অব সেন্ট্রাল অাফ্রিকান স্টেটস এ পুনরায় যোহদান করে?
উত্তর: রুয়ান্ডা
৩২। ইকোনোমিক কমিউনিটি অব সেন্ট্রাল অাফ্রিকান স্টেটস এর বর্তমান দেশ কতটি?
উত্তর: ১১ টি।
৩৩। ড্রাইভ হান্ট কি?
উত্তর: ডলফিন শিকার করার একটি পদ্ধতি।
৩৪। বাংলাদেশ ভারত স্থলসীমান্ত চুক্তি অাইনে ভারতে রাষ্ট্রপতি স্বাক্ষর করেন কবে?
উত্তর: ২৮ মে ২০১৫
৩৫। IS এর ম্যাগাজিনের নাম কি?
উত্তর: দাবিক (প্রথম প্রকাশ : জুলাই ২০১৪)
৩৬। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপচার্য কে?
উত্তর: অধ্যাপক লুইস রিচার্ডসন
৩৭। ভারত মিয়ানমারে প্রবেশ করে বিদ্রোহীগোষ্ঠী খাপলাং এর বিরুদ্ধে অভিযান চালায় কবে?
উত্তর: ১০ জুন ২০১৫
৩৮। এশিয়া ক্লিয়ারিং ইউনিয়ন এর বর্তমান মহাসচিব কে?
উত্তর: লিডা বোরহান অাজাদ
৩৯। এশিয়া ক্লিয়ারিং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কে?
উত্তর: ড. অাতিউর রহমান
৪০। এশিয়া ক্লিয়ারিং ইউনিয়নের পর্যবেক্ষক দেশ কোনটি?
উত্তর: অাফগানিস্তান
৪১। একাধিক মোবাইল সিম ব্যবহারে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: নাইজেরিয়া
৪২। শব্দের চেয়েও ১০ গুণ গুণ বেশি গতি সম্পন্ন উ-১৪ কোন দেশের?
উত্তর: চীন।
৪৩। বাংলাদেশ ভারত, নেপাল ও ভুটান এর মধ্যে যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচলের রূপরেখা চুক্তি কবে কোথায় স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৫ জুন ২০১৫, থিম্পু
৪৪। ইদুরের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ কোনটি?
উত্তর: ফিলিপাইন
৪৫। হংকং এর অাইন সভার নাম কি?
উত্তর: লেজিসলেটিভ কাউন্সিল
৪৬। বিশ্বের প্রথম উড়ানযোগ্য বৈদ্যুতিক যাত্রীবাহী বিমানের নির্মাতা কোন দেশ?
উত্তর: চীন
৪৮। ৮-৯ জুলাই ন্যাটোর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
উত্তর: ওয়ারশ পোল্যান্ড
৪৯। যুক্তরাষ্ট্রের অার্থিক কাঠামোর প্রততিষ্ঠাতা কে?
উত্তর: অালেকজান্ডার হ্যামিলটন
৫০। ২০১৫ ফ্রেঞ্চ ওপেনে পুরুষ ও মহিলা এককে চ্যাম্পিয়ন কে?
উত্তর: স্তানিসলাস ভাভরিস্কা (সুইস) সেরেনা উইলয়ামস (ইউএস)
৫১। ১১তম সাফ ফুটবল কবে কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ২৩ ডিসেম্বর ২০১৫ – ৩ জানুয়ারী ২০১৬, ভারতের কৈরালায়
৫২। কোন দেশের ৬২ টি সামরিক ঘাটি অভায়ারণ্য করা হবে?
উত্তর: জার্মানি
৫৩। ওকিনাওনা যুদ্ধের ৭০ বছর পূর্তি হয় কবে?
উত্তর: ২৩ জুন ২০১৫
৫৪। ফ্রান্সের সাবেক রাষ্ট্রপতি নিকোলাস সারকোজি’র নতুন ইউএমপি রাজনৈতিক দলেন নতুন নাম কি?
উত্তর: দি রিপাবলিকানস
৫৫। কোবানি ও হাসিকাহ শহর কোন দেশে অবস্থিত?
উত্তর: সিরিয়া
৫৬। পৃথিবীর সবচেয়ে ছোট বানরের নাম কি?
উত্তর: পিগমি মারমোসেট
৫৭। পিজিপি কোন দেশের সীমান্তরক্ষী বাহিনী?
উত্তর: মায়ানমার
৫৮। নাইজেরিয়ায় প্রথম শান্তিপূর্ণ ক্ষমতা গ্রহণ করেন কে?
উত্তর: মোহাম্মদ বুহারি।
৫৯। লিপ সেকেন্ড কবে ঘটে?
উত্তর: ৩০ জুন ২০১৫
৬০। বিশ্বে শান্তিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৮৪ তম।
৬১। বিশ্বের সবচেয়ে শান্তপূর্ণ দেশ কোনটি?
উত্তর: অাইসল্যান্ড
৬২। ১৫ জুন ২০১৫ মানবাধিকারের মহা সনদ ম্যাগন কার্টার কততম বার্ষিকী উদযাপিত হয়?
উত্তর: ৮০০ তম।
৬৩। ইউরোপীয়ান স্পেস অবজাভের্টরি মহাকাশে নজরে অাসা সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রপুঞ্জকে কোন নাম দিয়েছে?
উত্তর: সিঅার সেভেন
৬৪। বাংলাদেশ কত বছর পরপর অামদানী ও রপ্তানী নীতি করে থাকে?
উত্তর: ৩ বছর।
৬৫। বাংলাদেশ বিমান বাহিনীর নতুন প্রধান কে?
উত্তর: অাবু এসরার
৬৬। বাংলাদেশ সেনা বাহিনীর নতুন প্রধান কে?
উত্তর: অাবু বেলাল মোহাম্মদ শফিউল হক
৬৭। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’ অবম্বনে কবি শেখ হাফিজুর রহমান রচিত নৃত্যনাট্য –
উত্তর: রাই কৃষ্ণ পদাবলী।
৬৮। জাতীয় বাজেট ২০১৫-১৬ কততম বাজেট?
উত্তর: ৪৫ তম
৬৯। ২৯ মে ২০১৫ যুক্তরাষ্ট্র কোন দেশকে কালো তালিকা থেকে বাদ দেয়?
উত্তর: কিউবা
৭০। মরিসাসের প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
উত্তর: অামিনা ফিরদৌস গারিব ফাহিম।
৭১। ডেনমার্কের নতুন প্রধানমন্ত্রী কে?
উত্তর: লর্স লোয়েক্কি রাসমুসেন
৭২। বিশ্বের প্রথম উড়ানযোগ্য বৈদ্যুতিক যাত্রীবাহী বিমানের নাম কি?
উত্তর: BX1E
৭৩। বিশ্বে ওষুধের সবচেয়ে বদ বাজার কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র
৭৪। ১ জুলাই ২০১৫ অান্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
উত্তর: জহির অাব্বাস।
৭৫। কলম্বো পরিকল্পনা এর বর্তমান মহাসচিব কে?
উত্তর: ফিনলে দর্জি (ভুটান)
৭৬। পুজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির অান্তর্জাতিক কেন্দ্র এর বর্তমান দেশ কতটি?
উত্তর: ১৫১ টি।
৭৭। ১৮ মে ২০১৫ কোন দেশ পুজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির অান্তর্জাতিক কেন্দ্র এর ১৫১ তম সদস্য লাভ করে?
উত্তর: সান ম্যারিনো।
৭৮। এশিয়া সহযোগিতা সংলাপ এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর: ৩৩ টি।
৭৯। অান্তর্জাতিক শ্রম সংস্থা এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর: ১৮৬ টি
৮০। ১২ জুন ২০১৫ কোন দেশ অান্তর্জাতিক শ্রম সংস্থার ১৮৬ তম সদস্য পদ লাভ করে?
উত্তর: কুক অাইল্যান্ডস
৮১। বিশ্ব শুল্ক সংস্থা এর বর্তমান সদস্য দেশ কোনটি?
উত্তর: ১৮০ টি
৮২। ২৪ মার্চ ২০১৫ কোন দেশ বিশ্ব শুল্ক সংস্থার ১৮০ তম সদস্য পদ লাভ করে?
উত্তর: ফিলিস্তিন
৮৩। ৭ম ব্রিকস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: উফা, রাশিয়া (৮-৯ জুলাই ২০১৫)
৮৪। কোন দেশের কাছে সর্বাধিক পারমাণবিক অস্ত্র অাছে?
উত্তর: যুক্তরাষ্ট্র
৮৫। রূপা উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: মেক্সিকো
৮৬। বিশ্বের কোন দেশের লোক সর্বাধিক শরণার্থী?
উত্তর: সিরিয়া
৮৭। বিশ্বের কোন দেশ সর্বাধিক শরণার্থী অাশ্রয় প্রদান করেছে?
উত্তর: তুরস্ক।
৮৮। গম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন।
৮৯। গম রপ্তানি শীর্ষ দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র
৯০। ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন
৯১। ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত তম?
উত্তর: ৪ র্থ।
৯২। চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: থাইল্যান্ড
৯৩। চিনি উৎপাদনে শীর্ষ দেশ দেশ কোনটি?
উত্তর: ব্রাজিল
৯৪। IMF ওয়ার্ল্ড ইকোনোমিক অাউটলুক -২০১৫ অনুযায়ী চলতি মূল্যে জিডিপি’র ভিত্তিতে শীর্ষ অর্থনীতির দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র।
৯৫। IMF ওয়ার্ল্ড ইকোনোমিক অাউটলুক -২০১৫ অনুযায়ী চলতি মূল্যে জিডিপির ভিত্তিতে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্তান কত?
উত্তর: ৪৪ তম।
৯৬। ক্রয় ক্ষমতার ভিত্তিতে শীর্ষ অর্থনীতির দেশ কোনটি?
উত্তর: চীন।
৯৭। IMF ওয়ার্ল্ড ইকোনোমিক অাউটলুক -২০১৫ অনুযায়ী ক্রয় ক্ষমতার ভিত্তিতে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৩৩ তম।
৯৮। IMF ওয়ার্ল্ড ইকোনোমিক অাউটলুক -২০১৫ অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধির অর্থনীতিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: পাপুয়া নিউগিনি
৯৯। IMF ওয়ার্ল্ড ইকোনোমিক অাউটলুক -২০১৫ অনুযায়ী বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: ২২ তম।
১০০। ৩০ জুন ২০১৫ পর্যন্ত বাংলাদেশ কতটি দ্বিপাক্ষিক ওয়ানডে ক্রিকেট সিরিজ জয়লাভ করেছে?
উত্তর: ১৮ টি।

No comments:

Post a Comment