eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Sunday, September 11, 2016

জুলাই-২০১৫

৬৪। দেশের কোথায় অতীশ দীপঙ্করের নামে অান্তর্জাতিক বিশ্ববিদ্যালয় স্থাপন হতে যাচ্ছে?
উত্তর: মুন্সিগঞ্জ
৬৫। জামদানি শিল্পনগরী কোথায় গড়ে তোলা হচ্ছে?
উত্তর: রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
৬৬। টায়ফয়েড ও প্যারা টাইফয়েড জ্বর নির্ণয়ের জন্য একটি নতুন পরীক্ষা পদ্ধতি বের করে কোন সংস্থা?
উত্তর: অান্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ।
৬৭। ব্রি-৭০, ব্রি-৭১, ব্রি-৭২, ব্রি-৭৩ এবং বিনা-১৭ প্রজাতির ধান কৃষি মন্ত্রণালয় কবে অবমুক্ত করে?
উত্তর: ১২ জুলাই ২০১৫
৬৮। Rhizobium bangladeshencs নামের নতুন প্রজাতির ব্যাকটেরিয়ার অবিষ্কারক কে?
উত্তর: ড. হারুন অর রশীদ
৬৯। ২০১৬-২০ মেয়াদে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যাত্রা শুরু হয় কবে?
উত্তর: ১ জুলাই ২০১৫
৭০। প্রথমবারের মতো বাংলাদেশ কোন দেশে জাহাজ রপ্তানি শুরু করে?
উত্তর: ইকুয়েডর
৭১। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী কে?
উত্তর: সৈয়দ অাশরাফুল ইসলাম
৭২। দশম জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশনে কয়টি বিল পাস হয়?
উত্তর: ৫ টি।
৭৩। বাংলাদেশের হয়ে টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রান ও উইকেটের অধিকারী কোন খেলোয়াড়?
উত্তর: সাকিব অাল হাসান
৭৪। ওয়ানডে ও টেস্টে দু’ধরনের ক্রিকেটের অাসরে অভিষেকেই ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন কে?
উত্তর: মোস্তাফিজুর রহমান
৭৫। খাদ্য ও কৃষি ক্ষেত্রে নোবেল পুরস্কার বলে খ্যাত ‘ওয়ার্ল্ড ফুড প্রাইজ’ ২০১৫ কে পান?
উত্তর: স্যার ফজলে হাসান অাবেদ
৭৬। উপমহাদেশের সবচেয়ে বড় ই-লাইব্রেরি কোথায় অবস্থিত?
উত্তর: ডিন অনুষদ, ঢাবি।
৭৭। অর্গানাইজেশন ফর ইকোনোমিক কো অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টেরর সার্বিক কান্ট্রি রেটিংয়ে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৫
৭৮। উচ্চশিক্ষা ও টেকসই উন্নয়ন প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কততম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়?
উত্তর: ৯৪ তম।
৭৯। ঢাবি পদার্থবিজ্ঞান বিভাগে সত্যেন্দ্রনাথ বসু স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হয় কবে?
উত্তর: ২৮ জুন ২০১৫
৮০। উল্লেখযোগ্য হাইব্রিড জাতের বেগুন কি কি?
উত্তর: লুনা, তারাপুরী, কাজলা, নয়নতারা, বিজয়।
৮১। ভারতে অবস্থিত বাংলাদেশের পঞ্চম মিশন কোথায় হচ্ছে?
উত্তর: অাসামের গোহাটি।
৮২। বাংলাদেশের প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে?
উত্তর: হানিফউদ্দিন মিয়া।
৮৩। ২০১৪-১৫ অর্থ বছরে পণ্য রপ্তানি অায় কত?
উত্তর: ৩১২০ কোটি মার্কিন ডলার।
৮৪। বিশ্বব্যাংকের তথ্যমতে ২০১৪ সালে বাংলাদেশের মাথাপিছু অায় কত?
উত্তর: ১০৮০ মার্কিন ডলার।
৮৫। অলিনগর শুল্ক স্টেশন কোথায় অবস্থিত?
উত্তর: সীতাকুন্ড, চট্টগ্রাম।
৮৬। কি অামদানির জন্য চট্টগ্রামের অলিনগরকে শুল্ক স্টেশন করা হয়?
উত্তর: এলপিজি।
৮৭। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এর অাওতাধীন এলাকা কত?
উত্তর: ১৬২৪ বর্গকিলোমিটার।
৮৮। দুই টাকার ব্যাংক নোটকে কবে সরকারি মুদ্রায় রুপান্তর করা হয়?
উত্তর: ১৯৮৯ সালে।
৮৯। বাংলাদেশের সবচেয়ে উচু সড়ক কোনটি?
উত্তর: অালিকদম-থানচি সড়ক।
৯০। “একাত্তরের গেরিলা” গ্রন্থের লেখক কে?
উত্তর: ড. জহিরুল ইসলাম।
৯১। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে কতটি দেশকে হোয়াইটওয়াশ করেছে?
উত্তর: ৭টি।
৯২। বাংলাদেশকে এ পর্যন্ত কতটি ওয়ানডে সিরিজ জয়লাভ করেছে?
উত্তর: ১৯ টি।
৯৩। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করা প্রথম ক্রিকেটার কে?
উত্তর: তাইজুল ইসলাম

No comments:

Post a Comment