eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Monday, September 12, 2016

বাস্তব সংখ্যা

১। কোন সংখ্যার ০.১ ভাগ এবং ০.১ ভাগের, সংখ্যাটি কত?
ক। ১০
খ। ৯
গ। ৯০
ঘ। ১০০
সমাধান: ধরি, সংখ্যাটি = ক
এখানে, ০.১` = ১/৯ এবং ০.১ =১/১০
প্রশ্নমতে, ক/৯ – ক/১০ =১
বা, (১০ক-৯ক)/৯০=১
বা, ক =৯০
সঠিক উত্তর: গ। ৯০
২। পরস্পর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল হবে –
ক। ৯
খ। ১২
গ। ১৪
ঘ। ১৫
সমাধান: গুণফল = ৪x৫x৬=১২০
যোগফল = ৪+৫+৬=১৫
সঠিক উত্তর : ঘ। ১৫
৩। x এবং y উভয়ই বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে?
ক। x+y+1
খ। xy
গ। xy+2
ঘ। x+y
সঠিক উত্তর: ঘ। x+y
৪। ০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অংকের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল –
ক। ৩১৪৭
খ। ২২৮৭
গ। ২৯৮৭
ঘ। ২১৮৭
সমাধান: বৃহত্তম সংখ্যা ৩২১০
ক্ষুদ্রতম সংখ্যা = ১০২৩
বিয়োগফল = ৩২১০-১০২৩ = ২১৮৭
সঠিক উত্তর: ঘ। ২১৮৭
৫। কোনটি মৌলিক সংখ্যা?
ক। ৯১
খ। ৮৭
গ। ৬৩
ঘ। ৫৯
সঠিক উত্তর: ঘ। ৫৯
৫। একটি সংখ্যা ৩০১ হতে যত বড় ৩৮১ হতে তত ছোট। সংখ্যাটি কত?
ক। ৩৪০
খ। ৩৪১
গ। ৩৪২
ঘ। ৩৪৪
সমাধান: ধরি, সংখ্যাটি = ক
প্রশ্নমতে, ক-৩০১==৩৮১-ক
বা, ২ক=৬৮২
বা, ক = ৩৪১
সঠিক উত্তর: খ। ৩৪১
৭। ১০ থেকে ৬০ পর্যন্ত সে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ তাদের সমষ্টি কত?
ক। ১৪৬
খ। ৯৯
গ। ১০৫
ঘ। ১০৭
সমাধান: ১৯+২৯+৫৯=১০৭
৮। পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা থেকে চার অংকের বৃহত্তম সংখ্যার অন্তর কত?
ক। ৯
খ। ১০
গ। ১
ঘ। -১
সমাধান : ১০০০০-৯৯৯৯=১
৯। ১.১,. ০১,. ০০১১ এর সমষ্টি কত?
ক। ০.০১১১১
খ। ১.১১১১
গ। ১১.১১০১
ঘ। ১.১০১১১
সমাধান: ১.১+.০১+.০০১১=১.১১১১
সঠিক উত্তর: খ। ১.১১১১
১০। ৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে –
ক। ৮
খ। ১২
গ। ১৮
ঘ। ১৪০
সমাধান: ৭৯ – ৬১=১৮
১১। ৪৩ থেকে ৬০ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যার সংখ্যা –
ক। ৫
খ। ৩
গ। ৭
ঘ। ৪
সঠিক উত্তর: ঘ। ৪
১২। যদি p একটি মৌলিক সংখ্যা হয় তবে –
ক। একটি স্বাভাবিক সংখ্যা
খ। একটি পূর্ণ সংখ্যা
গ। একটি মুলদ সংখ্যা
ঘ। একটি অমুলদ সংখ্যা
সঠিক উত্তর : ঘ। একটি অমুলদ সংখ্যা
১৩। ৭২ সংখ্যাটির কতটি ভাজক অাছে?
ক। ৯
খ। ১০
গ। ১১
ঘ। ১২
সঠিক উত্তর: ঘ। ১২ টি
১৪। √২ সংখ্যাটি কি সংখ্যা?
ক। একটি স্বাভাবিক সংখ্যা
খ। একটি পূর্ণ সংখ্যা
গ। একটি মুলদ সংখ্যা
ঘ। একটি অমুলদ সংখ্যা
সঠিক উত্তর : ঘ। একটি অমুলদ সংখ্যা
১৫। ২ এবং ৩২ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
ক। ১১ টি
খ। ৯ টি
গ। ৮ টি
ঘ। ১০ টি
সঠিক উত্তর: ঘ। ১০ টি
❂ একটি ক্লাসে ৩০ জন ছাত্র অাছে। তাদের মধ্যে ১৮ জন ফুটবল খেলে, ১৪ জন ক্রিকেট খেলে এবং ৫ জন কিছুই খেলে না। কতজন উভয়টিই খেলে?
ক। ৩ জন
খ। ৫ জন
গ। ৭ জন
ঘ। ১০ জন
সমাধান:
শুধু ফুটবল খেলে না= ৩০-১৮-৫=৭ জন
শুধু ক্রিকেট খেলে না = (৩০-১৪-৫)=১১ জন।
শুধু ফুটবল শুধু ক্রিকেট ও কোন খেলা খেলে না = (৭+১১+৫)=২৩ জন
উভয় খেলা খেলে = (৩০-২৩)=৭ জন।
সঠিক উত্তর: গ। ৭ জন।
————————————-
❂ ১২ ও ৯৬ এর মধ্যে কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য?
ক। ২৪
খ। ২৩
গ। ২২
ঘ। ২১
সমাধান:
৯৬÷৪=২৪ এবং ১২÷৪=৩
ভাগফলদ্বয়ের অন্তর = ২৪-৩=২১
৪ দ্বারা বিভাজ্য মোট সংখ্যা অাছে = ২১+১=২২ টি
সঠিক উত্তর হবে গ। ২২
————————————
❂ কোন সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হবে?
ক। ১৬
খ। ২৫
গ। ৩৬
ঘ। ৯
সমাধান:
ধরি, সংখ্যাটি = ক
প্রশ্নমতে, √ক+১০=৪^২
বা, √ক=১৬-১০
বা, ক=৬^২
বা, ক=৩৬
সঠিক উত্তর হবে গ। ৩৬
————————————
❂ কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ১০২ ও ১৮৬ কে ভাগ করলে প্রত্যকবার ৬ অবশিষ্ট থাকে।
ক। ১৬
খ। ১৫
গ। ১২
ঘ। ২২
সমাধান :
১০২-৬=৯৬ ও ১৮৬-৬=১৮০
৯৬ ও ১৮০ এর গসাগু-ই হবে বৃহত্তম সংখ্যা। ৯৬ ও ১৮০ এর গসাগু ১২।
সঠিক উত্তর হবে গ। ১২
————————————
❂ একটি শ্রণীতে যতজন ছাত্র অাছে প্রত্যেকে তত টাকা করে প্রদান করলে মোট ৬৫৬১ টাকা হয়। মোট ছাত্রসংখ্যা কত?
ক। ৭৫
খ। ৯১
গ। ৯২
ঘ। ৮১
সমাধান:
ধরি, ছাত্রসংখ্যা ক জন
১ জন ছাত্র চাদা দেয় ক টাকা
ক জন টাকা দেয় =কxক= ক^২ টাকা
প্রশ্নমতে,
ক^২ =৬৫৬১
বা, ক = ৮১
সঠিক উত্তর হবে ঘ। ৮১
————————————-
❂ ১ থেকে ৩১ পর্যন্ত কতটি কয়টি মৌলিক সংখ্যা অাছে?
ক। ৮ টি
খ। ৯ টি
গ। ১০ টি
ঘ। ১১ টি
সমাধান: DD BBC BBC BA
১-১০ পর্যন্ত Dটি = ৪টি
১১-২০ পর্যন্ত Dটি =৪টি
২১-৩০ পর্যন্ত Bটি = ২টি
৩১ মৌলিক সংখ্যা = ১ টি
অর্থাৎ ১-৩১ পর্যন্ত মৌলিক সংখ্যা অাছে (৪+৪+২+১)=১১ টি।
সঠিক উত্তর: ঘ। ১১টি
————————————
❂ ০.০১x০.০২ = কত?
ক। ০.০০২
খ। ০.০০০২
গ। ০.০০০০২
ঘ। ০.০০০০০২
সঠিক উত্তর: খ। ০.০০০২
————————————
❂ (০.০০২)²= কত?
ক। ০.০০৪
খ। ০.০০০৪
গ। ০.০০০০৪
ঘ। ০.০০০০০৪
সমাধান: (০.০০২)² = ০.০০২x ০.০০২
= ০.০০০০০৪
সঠিক উত্তর: ঘ। ০.০০০০০৪
———————————
❂ দুইটি সংখ্যার বিয়োগফল ৩৭ এবং যোগফল বিয়োগফলের ১১ গুণ। সংখ্যা দুইটি কত?
ক। ২০, ৫৭
খ। ১৯, ৫৬
গ। ১৮৫, ২২২
ঘ। ১৭০, ২০৭
সমাধান:
মনেকরি, সংখ্যাদ্বয় ক ও খ
ক-খ=৩৭ ………(১)
প্রশ্নমতে,
ক+খ=১১(ক-খ)
বা, ক+খ=১১x৩৭
বা, ক+খ = ৪০৭ ………… (২)
সমীকরণ (১) ও (২) যোগ করে পাই,
২ক=৪৪৪
বা, ক= ২২২
ক এর মান (২) নং সমীকরণে বসিয়ে পাই, ২২২+খ =৪০৭
বা, খ= ১৮৫
সঠিক উত্তর: গ। ১৮৫, ২২২
————————————
❂ ০.০০০১ এর বর্গমূল কত?
ক। ০.১
খ। ০.০১
গ। ০.০০১
ঘ। ১
সঠিক উত্তর: খ। ০.০১
————————————
❂ একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
ক। ২৪
খ। ২০
গ। ১৮
ঘ। ১৬
সমাধান: ধরি সংখ্যাটি =ক
প্রশ্নমতে, ২ক+৩ক=৯০
বা, ৫ক=৯০
বা, ক=১৮
সঠিক উত্তর: গ। ১৮
————————————
❂ নিচের কোন সংখ্যাটি বৃহত্তম?
ক। ৩/৫
খ। ৪/১৫
গ। ৩/২০
ঘ। ৭/২৫
সমাধান: সমহর বিশিষ্ট ভগ্নাংশে যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশই হবে বড় ভগ্নাংশ ৫, ১৫, ২০, ২৫ এর লসাগু ৩০০। সমহর ভগ্নাংশে,
৩/৫ এর লব ৩x৬০=১৮০
৪/১৫ এর লব ৪x২০=৮০
৩/২০ এর লব ৩x১৫=৪৫
৭/২৫ এর লব ৭x১২=৮৪
সঠিক উত্তর: ক। ৩/৫
————————————-
❂ প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৪২ দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল। দ্বিতীয় সংখ্যাটি কত?
ক। ৫
খ। ৬
গ। ৭
ঘ। ৮
সমাধান: ৪২ ও ৪৯ এর গসাগু-ই হবে দ্বিতীয় সংখ্যা।
সুতরাং ৪২ ও ৪৯ এর গসাগু ৭।
সঠিক উত্তর: গ। ৭
———————————
❂ নিচের কোনটি মোলিক সংখ্যা?
ক। ১৪৩
খ। ৯১
গ। ৪৭
ঘ। ৮৭
সঠিক উত্তর: গ। ৪৭
——————————
❂ কোন সংখ্যার সাথে ৭ যোগ করে, যোগফলকে ৫ দিয়ে গুণ করে, গুণফলকে ৯ দিয়ে ভাগ করে, ভাগফল থেকে ৩ বিয়োগ করাতে বিয়োগফল ১২ হয়। সংখ্যাটি কত?
ক। ২০
খ। ১৮
গ। ২২
ঘ। ২৫
সমাধান:
মনেকরি, সংখ্যটি = ক
প্রশ্নমতে,
{(ক+৭) x৫÷৯}-৩=১২
বা, (৫ক+৩৫)/৯=১৫
বা, ৫ক+৩৫=১৩৫
বা, ৫ক =১০০
বা, ক= ২০
——————————–
❂ ২০৭৪০ সংখ্যক সৈন্যদের বর্গাকারে সাজাতে গিয়ে ৪ জন অতিরিক্ত হয়। প্রথম সারিতে সৈন্য সংখ্যা কত ছিল?
ক। ১৪২ জন
খ। ১৪৪ জন
গ। ১২৬ জন
ঘ। ১৪০ জন
সমাধান: ২০৭৪০-৪=২০৭৩৬
__ ___
২০৭৩৬ |১৪৪

_____
২৪|১০৭
৯৬
_____
২৮৪| ১১৩৬
১১৩৬
_______

সঠিক উত্তর হবে : খ। ১৪৪ জন
❂ কোন একটি সংখ্যার অর্ধেকের সাথে ৬ যোগ করলে যে উত্তর পাওয়া যায়, সংখ্যাটির দ্বিগুণ থেকে ২১ বিয়োগ করলে একই ফল পাওয়া যায়। সংখ্যাটি কত?
ক। ১৮
খ। ২০
গ। ২২
ঘ। ২৪
সমাধান: ধরি, সংখ্যাটি = ক
ক/২+৬ =২ক-২১
বা, ক+১২ =৪ক-৪২
বা, ৩ক=৫৪
বা, ক=১৮
সঠিক উত্তর: ক। ১৮
❂ ১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ তাদের সমষ্টি কত?
ক। ১৪৬
খ। ৯৯
গ। ১০৫
ঘ। ১০৭
সমাধান: ১৯+২৯+৫৯= ১০৭
সঠিক উত্তর: ঘ। ১০৭
❂ ৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে —
ক। ৮
খ। ১২
গ। ১৮
ঘ। ১৪০
সমাধান: ৭৯-৬১=১৮
সঠিক উত্তর: গ। ১৮
❂ ৪৩ থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যার সংখ্যা –
ক। ৫
খ। ৩
গ। ৭
ঘ। ৪
সঠিক উত্তর: ৪ টি
❂ যদি p একটি মৌলিক সংখ্যা হয় তবে √p –
ক। একটি স্বাভাবিক সংখ্যা
খ। একটি পূর্ণসংখ্যা
গ। একটি মুলদ সংখ্যা
ঘ। একটি অমুলদ সংখ্যা
সঠিক উত্তর: ঘ। একটি অমুলদ সংখ্যা
❂ ৭২ সংখ্যটির মোট ভাজক অাছে –
ক। ৯ টি
খ। ১০ টি
গ। ১১ টি
ঘ। ১২ টি
সমাধান: ৭২ এর সকল উৎপাদকই হচ্ছে ভাজক। সুতরাং ৭২ এর ভাজকগুলো হলো = ১, ২, ৩, ৪, ৬, ৮, ৯, ১২, ১৮, ২৪, ৩৬, ৭২।
সঠিক উত্তর: ঘ। ১২ টি
❂ √২ সংখ্যাটি কি সংখ্যা?
ক। একটি স্বাভাবিক সংখ্যা
খ। একটি পূর্ণ সংখ্যা
গ। একটি মুলদ সংখ্যা
ঘ। একটি অমুলদ সংখ্যা
সঠিক উত্তর: ঘ। একটি অমুলদ সংখ্যা
❂ নিচের কোন সংখ্যাটি √২ ও √৩ এর মধ্যবর্তী মুলদ সংখ্যা?
ক। ( √২+ √৩)/২
খ। ( √২x √৩)/২
গ। ১.৫
ঘ। ১.৮
সমাধান: √২=১.৪১ ও √৩ = ১.৭৩
√২ ও √৩ এর মধ্যবর্তী মূলদ সংখ্যাটি ১.৫
সঠিক উত্তর: গ। ১.৫
❂ ১ থেকে ৩০ পর্যন্ত মোট কতটি মৌলিক সংখ্যা অাছে?
ক। ১১ টি
খ। ৮ টি
গ। ১০ টি
ঘ। ৯ টি
সমাধান: ১-১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার সূত্র : DD BBC BBC BA
সুতরাং ১-৩০ পর্যন্ত মোট ৪ (D) + ৪(D) + ২(D) = ১০টি।
সঠিক উত্তর: গ। ১০ টি।
❂ দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৭৯ হলে বড় সংখ্যাটি কত?
ক। ৪০
খ। ৩৫
গ। ৪৫
ঘ। ১০০
সমাধান:
ধরি, বড় সংখ্যাটি = ক এবং ছোট সংখ্যাটি = ক-১
প্রশ্নমতে, ক²-(ক-১)²=৭৯
বা, ক²-ক²+২ক-১=৭৯
বা, ২ক=৮০
বা, ক=৪০
সঠিক উত্তর: ক। ৪০
❂ ২, ৩ এবং ৪ দ্বারা তিন অংকের কতটি বিজোড় সংখ্যা গঠন করা যায়?
ক। ২ টি
খ। ৫ টি
গ। ৬ টি
ঘ। ৭ টি
সমাধান:
২, ৩ এবং ৪ দ্বারা তিন অংকের বিজোড় সংখ্যাগুলো হলো: ২৪৩, ৪২৩
সঠিক উত্তর: ক। ২ টি
❂ ৩ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল কত?
ক। ৩৫
খ। ১৫
গ। ১০৫
ঘ। ৪২
সমাধান: ৩ থেকে ১০ পযন্ত মৌলিক সংখ্যাগুলো =৩, ৫ ও ৭।
∴ গুণফল = ৩x৫x৭=১০৫
সঠিক উত্তর : গ। ১০৫
❂ যদি n ও p অযুগ্ম সংখ্যা হয় তবে নিচের কোনটি অবশ্যই যুগ্ম হবে?
ক। n+p
খ। np
গ। np+2
ঘ। n+p+1
সঠিক উত্তর : ক। n+p
❂ নিচের কোন ক্রমিক পূর্ণ সংখ্যাদ্বয়ের বর্গের অন্তর ৪৩?
ক। ২১, ২২
খ। ২২, ২৩
গ। ২৩, ২৪
ঘ। ২৪, ২৫
সমাধান:
ধরি, বড় সংখ্যাটি = ক এবং ছোট সংখ্যাটি = ক-১
প্রশ্নমতে, ক²-(ক-১)²=৪৩
বা, ক²-ক²+২ক-১=৪৩
বা, ২ক=৪৪
বা, ক=২২
ছোট সংখ্যটি =২২-১=২১
সঠিক উত্তর: ক। ২১, ২২
❂ কোন সংখ্যার দ্বিগুণের সাথে ৩ যোগ করলে যোগফল সংখ্যাটির অপেক্ষা ৭ বেশি হয়। সংখ্যাটি কত?
ক। ৩
খ। ৪
গ। ৫
ঘ। ৬
সমাধান: ধরি, সংখ্যাটি = ক
প্রশ্নমতে, ২ক+৩=ক+৭
বা, ক=৪
সঠিক উত্তর: খ। ৪
❂ একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে ১৭ বেশ। সংখ্যাটি কত?
ক। ৫২
খ। ৮৪
গ। ১০২
ঘ। ১৪২
সমাধান:
ধরি, সংখ্যাটি = ক
ক/২ = ক/৩+১৭
বা, (৩ক-২ক)/৬=১৭
বা, ক=১০২
সঠিক উত্তর: গ। ১০২
❂ ৫ এর ৯৫ মধ্যে ৫ ও ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি?
ক। ৫ টি
খ। ৬ টি
গ। ১০ টি
ঘ। ১৮ টি
সমাধান:
৫ ও ৩ এর লসাগু = ১৫
∴ ৫ ও ৯৫ এর মধ্য ৫ এবং ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা
= ৫ ও ৯৫ দ্বারা বিভাজ্য সংখ্যা
= ১৫ থেকে ৯০ এর মধ্য বিভাজ্য সংখ্যা
= (৯০-১৫)/৪ + ১
= ৫+১ = ৬ টি
সঠিক উত্তর: খ। ৬টি

No comments:

Post a Comment