eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Monday, September 12, 2016

ল.সা.গু ও গ.সা.গু

১। দুইটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে ২ ও ৩৬০ এতটি সংখ্যা ১০ হলে অপরটি কত?
ক। ৪৮
খ। ৫২
গ। ৬০
ঘ। ৭২
সমাধান: ধরি, অপর সংখ্যাটি = ক
অামারা জানি,
সংখ্যা দুইটির গুণফল = লসাগুxগসাগু
বা, কx১০=৩৬০x২
বা, ক=৩৬x২÷১০
বা, ক= ৭২
সঠিক উত্তর: ঘ। ৭২
২। কোন লঘিষ্ট সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ ও ২৪ দ্বারা বিভাজ্য হবে?
ক। ৮৯
খ। ৭০
গ। ১৭০
ঘ। ১৪২
সমাধান:
১২, ১৮ ও ২৪ এর লসাগু = ৭২
নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৭২- ২=৭০
সঠিক উত্তর: খ।৭০
৩। দুইটি সংখ্যার অনুপাত ৫:৬ এবং তাদের গসাগু ৪ হলে সংখ্যা দুটির লসাগু কত?
ক। ১০০
খ। ১২০
গ। ১৫০
ঘ। ১৮০
সমাধান: ধরি, সংখ্যা দুইটি ৫ক ও ৬ক
৫ক ও ৬ক এর গসাগু = ক
প্রশ্নমতে, ক=৪
সংখ্যা দুইটি যথাক্রমে = ৫x৪=২০ ও ৬x৪=২৪
এখন, ২০ ও ২৪ এর লসাগু = ১২০
সঠিক উত্তর: খ। ১২০
৪। কতগুলো ঘন্টা একসাথে বাজার ১০ সে, ১৫ সে, ২০ সে এবং ২৫ সে পরপর বাজতে থাকল। ঘন্টাগুলো কতক্ষণ পরপর অাবার একসাথে বাজবে?
ক। ১ মি ২০ সে
খ। ১ মি ৩০ সে
গ। ৩ মি
ঘ। ৫ মি
সমাধান:
১০, ১৫, ২০ এবং ২৫ এর লসাগু = ৩০০
ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে =৩০০/৬০ মিনিট = ৫ মিনিট
সঠিক উত্তর: ঘ। ৫ মি
৫। তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ট সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল ৫, ১০, ও ১৫ দ্বারা বিভাজ্য হবে।
ক। ৫
খ। ১০
গ।১৫
ঘ। ২০
সমাধান:
দুইটি সংখ্যারর গুণফল = লসাগুxগসাগু
লসাগুxগসাগু=৫x২x৩=৩০
তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০
বিয়োগ করতে হবে = ১০০-৩০x৩=১০
সঠিক উত্তর : খ। ১০

No comments:

Post a Comment