eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Tuesday, September 13, 2016

বাংলার প্রাচীন জনপদ ও বিভিন্ন শাসনামলে বাংলার রাজধানী

✿ বাংলার প্রাচীন জনপদ :
● গৌড়: উত্তর বঙ্গ নিয়ে গঠিত জনপদ।
● চন্দ্রদ্বীপ: বর্তমান বরিশাল জেলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই জনপদ ছিল।
● তাম্রলিপ্ত: হরিকেলের উত্তরে অবস্থিত জনপদ। অথবা, পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলা।
● বঙ্গ : দক্ষিণ-পূর্ব বঙ্গদেশ বঙ্গ নামে পরিচিত ছিল।
বর্তমান ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, পাবনা, ময়মনসিংহ ঢাকা, কুষ্টিয়া নিয়ে ছিল বঙ্গ জনপদ।
● পুন্ড্র : উত্তর বঙ্গের একটি জনপদ। বর্তমান বগুড়া, দিনাজপুর, ও রাজশাহী জেলা নিয়ে এই জনপদ ছিল।
● বরেন্দ্র : উত্তরবঙ্গের একটি জনপদ। ঐতিহাসিকেদের মতে − বর্তমান রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, রংপুর, দিনাজপুর এবং পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদের কিছু অংশ এবং দার্জিলিং ও কোচবিহারসহ গঠিত সমগ্র অঞ্চল বরেন্দ্র এলাকা।
● সমতট: বঙ্গদেশের আর্দ্র-নিম্নভূমিকে সমতট হিসেবে উল্লেখ পাওয়া যায়।
বর্তমান ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী নিয়ে ছিল সমতট জনপদ।
● রাঢ় : ভাগীরথী নদীর পশ্চিম তীরে অবস্থিত অঞ্চলকে রাঢ় বলা হয়।
● হরিকেল: পূর্বভারতের একটি জনপদ। এই জনপদটি বঙ্গদেশের অংশ হিসাবে বিবেচনা করা হয়। বর্তমান চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও ত্রিপুরার এবং তৎসংলগ্ন এলাকা হরিকলের অংশ ছিল বলে অনুমান করা হয়।


✿ বিভিন্ন শাসনামলে বাংলার রাজধানী :
শাসনামল – রাজধানী
● প্রাচীন বাংলা – মহাস্থানগড়
● সুলতানী আমল – সোনারগাঁও (১৩৩৮-১৩৫২ সাল), গৌড় (১৪৫০-১৫৬৫ সাল)
● মুঘল আমল – সোনারগাঁও, ঢাকা
● মৌর্য ও গুপ্ত বংশ – গৌড়
● আলাউদ্দীন হোসেন শাহ – একডালা
● গৌড় রাজ্যের/শশাঙ্কের – কর্ণসুবর্ণ
● হর্ষবর্ধন – কনৌজ
● মৌর্যযুগ/পুন্ড্র জনপদ – পুন্ড্রনগর (বাংলার প্রাদেশিক)
● খড়গ – কুমিল্লার কর্মান্তবসাক
● সেন আমণ/লক্ষণ সেন – নদীয়া/নবদ্বীপ
● প্রথম চন্দ্রগুপ্ত – পাটালিপুত্র
● ঈশা খা – সোনারগাঁও
● দেব রাজবংশ – দেবপর্বত
● বর্মদেব – বিক্রমপুর
● বুগরা খান – লক্ষ্মণাবতী
● গুপ্ত রাজবংশ – বিদিশা

No comments:

Post a Comment