eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Monday, September 12, 2016

কোষ ও কোষ বিভাজন

★ ক্যান্সার রোগের কারণ — কোষের অস্বাভাবিক বৃদ্ধি।
★ মাইট্রোকন্ডিয়ায় প্রোটিন শতকরা — ৭৩%
★ উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি হয় — মূল ও কান্ডের অগ্রভাগে।
★ স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য — কোষগুলো বিভাজনে অক্ষম।
★ দেহকোষ নয় — শুক্রাণু।
★ দেহকোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন — প্রোটিন।
★ ক্লোরোফিল অণুর উপাদান — ম্যাগনেশিয়াম।
★ একাধিক কোষ বিভিন্ন কাজের জন্য মিলিতভাবে তৈরি করে — কলা।
★ সকল সজীব কোষে থাকে — সাইট্রোপ্লাজম।
★ মাইট্রোকন্ডিয়া অনুপস্থিত — ব্যাকটেরিয়ায়।
★ কোষের মস্তিষ্ক বলা হয় — নিউক্লিয়াসকে।
★ লোহিত রক্তকণিকায় — নিউক্লিয়াস থাকে না।
★ একাধিক নিউক্লিয়াস থাকে — পেশী কোষে।
★ প্রাণীদেহের দীর্ঘতম কোষ — নিউরন।
★ একটি পূর্ণাঙ্গ স্নায়ুকোষকে বলা হয় — নিউরন।
★ সবুজ ফল পাকলে রঙিন হয় — জ্যান্থোফিলের উপস্থিতির কারণে।
★ সবুজ টমেটো পাকার পর লাল হয় — ক্লোরোফিল তৈরি বন্ধ হওয়ার কারণে।
★ প্লাস্টিড থাকে — সাইট্রোপ্লাজমে।
★ অাদিকোষ — ব্যাকটেরিয়া
★ কোষের প্রাণশক্তি বলা হয় — মাইট্রোকন্ডিয়াকে।
★ মাইট্রোকন্ডিয়ার কেন্দ্রীয় অঙ্গাণু হল — শ্বসন অঙ্গাণু।
★ প্রোটিন ফ্যাক্টরি বলা হয় — রাইবোজোমকে।
★ প্রাণীর বহু নিউক্লিয়াসযুক্ত কোষকে বলা হয় — সিনোসাইট।
★ সবুজ প্লাস্টিডের নাম — ক্লোরোপ্লাস্ট
★ প্লাস্টিড বিহীন উদ্ভিদ — অ্যাগারিকাস।
★ ব্যাকটেরিয়া — ১ কোষ দ্বারা গঠিত।
★ মানুষের শরীরে কোন স্থানে ক্যান্সার হলে সেখানে — দ্রুত কোষের সংখ্যা বেড়ে যায়।
★ উদ্ভিদ মাটি থেকে পানি ও খনিজ লবন পরিবহন করে — জাইলেম টিন্যুর মাধ্যমে।
★ পুষ্প রঙিন ও সুন্দর হয় — ক্রোমোপ্লাস্টের জন্য।
★ লিপিড, প্রোটিন, পলিমার দিয়ে তৈরি কোষ প্রাচীর — ব্যাকটেরিয়ার।
★ ছত্রাকের কোষপ্রাচীর — কাইটিন দিয়ে তৈরি।
★ উদ্ভিদ ও প্রাণীর প্রোটোপ্লাজমের গঠন একই রকম হয়, এই সিদ্ধান্ত দেন — ফন্টানা।
★ জীবকোষে প্রোটিন সংশ্লেষিত হয় — রাইবোজোমে।
★ ব্যাকটেরিয়াতে কোষ বিভাজন হয় — অ্যামাইলোসিস ধরণের।

No comments:

Post a Comment