eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Monday, September 12, 2016

বংশগতিবিদ্যা

★ মানবদেহে ক্রমোজোজ থাকে – ২৩ জোড়া।
★ DNA এর নাইট্রোজেন বোস – গোয়ালিন।
★ বাংলাদেশে সর্বপ্রথম টেস্ট টিউব শিশুর মা হন – ফিরোজা বেগম।
★ প্রথম টেস্টটিউব বেবীত্রয় ভূমিষ্ট হয় – ২৯ মে ২০০১ সালে।
★ Adult Cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেওয়া হয়েছে, – ডলি।
★ জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে – ক্রোমোসোম।
★ Adult Cell ক্লোন করে ডলি ভেড়াটির জন্ম হয়েছে কোন দেশে – যুক্তরাজ্যে।
★ সন্তান পুত্র বা কন্যা হওয়ার জন্য দায়ী — বাবা।
★ Genetic Engineering হলো – জিন প্রকৌশল।
★ মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত – ৯:৩:৩:১
★ ক্রোমোসোমেরর ভিতর থাকে না – লিপিড।
★ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী উপাদানের নাম – ক্রোমোসোম।
★ মেন্ডেল এর প্রথম সূত্রে ব্যতিক্রম – অসম্পূর্ণ প্রকটতা
★ DNA – এর কোন প্রকারভেদ নেই।
★ ক্রোমোসোম অাবিষ্কার করেন – স্ট্রাসবুর্গার।
★ জিনতত্ত্বের জনক মেন্ডেলের ১ম সূত্রানুসারে সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের জিনগুলো – পাশাপাশি অবস্থান করে।
★ বিশ্বে প্রথম টেস্ট টিউব বেবি জন্ম হয় – ইংল্যান্ডে।
★ মানবদেহে জিনের সংখ্যা – ৪০০০০।
★ প্লাজমিড ডিএনএ ছেদন করা হয় – Restriction enzyme এর সাহায্যে।
★ জিনের সাথে সম্পর্কিত – ডিঅক্সিরাইবো নিউক্লিক এসিড।
★ ডিএনএ বিদ্যমান – নিউক্লিয়াসে।
★ জেনেটিক ইনফরমেশনের মূল একক – অনুলেপন।
★ মানবদেহে লিঙ্গ নির্ধারক ক্রোমোসোমের সংখ্যা – এক জোড়া।
★ জীবের রাসায়নিক গঠন উপাদান – DNA.
★ ডিএনএ অনুর দ্বিহেলিক্স কাঠামোর প্রবর্তক – ওয়াটসন এন্ড ক্রিক।
★ টিস্যু কালচার প্রযুক্তির প্রধান উদ্দেশ্য – উদ্ভিদ অঙ্গ থেকে চারা উৎপাদন।
★ ড. ইয়ান উইলমুট প্রথম ক্লোন পদ্ধতি জন্ম দেন – ভেড়া।
★ মানুষের দেহকোষে যে একই ধরণের ২২ জোড়া ক্রোমজোম অাছে তাদের বরে – অটোজোম।
★ জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটি – প্রাণী ও উদ্ভিদের বংশবিস্তার বিষয়ক বিজ্ঞান।
★ ধান গাছের ক্রোমোসোম সংখ্যা – ২৪ টি।
★ বংশগতির দুটি সূত্র দিয়েছেন বিজ্ঞানী – প্রেগর জোহান মেন্ডেল।
★ দুটো প্রজাতির সম্মিলনে সৃষ্ট জীবের জাত – সংকর জাত।
★ কোন জীব থেকে অযৌন প্রজনন প্রক্রিয়ায় সৃষ্ট জীবকে বলে – ক্লোন।

No comments:

Post a Comment