● প্যারীচাঁদ মিত্র কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: ২২ জুলাই ১৮১৪
● প্যারীচাঁদ মিত্র কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: কলকাতায়
● প্যারীচাঁদ মিত্র কখন মৃত্যুবরণ করেন?
উত্তর: ২৩ নভেম্বর ১৮৮৩
● প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি?
উত্তর: টেকচাঁদ ঠাকুর।
● প্যারীচাঁদ মিত্রের শ্রেষ্ঠ উপন্যাসের নাম কি?
উত্তর: অালালের ঘরে দুলাল।
● বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম কি?
উত্তর: অালালের ঘরে দুলাল
● ঠকচাচা চরিত্রটি কোন উপন্যাসের?
উত্তর: অালালের ঘরে দুলাল
● অালালের ঘরে দুলাল উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম কি?
উত্তর: The spoiled child
● প্যারীচাঁদ মিত্রের রচিত উপন্যাসগুলোর নাম: অালালের ঘরে দুলাল, অভেদী, অাধ্যাত্মিকা, The Zeminder and Ryots
● The Zeminder and Ryots এর উপজীব্য বিষয় কি?
উত্তর: চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা।
No comments:
Post a Comment