● বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন কবে?
উত্তর: ২৭ জুন, ১৮৩৮ সাল।
● বঙ্কিমচন্দ্র কোথাঢ জন্মগ্রহণ করেন?
উত্তর: উত্তর ২৪ পরগনা জেলার কাঠালপাড়া গ্রামে।
● বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম কি?
উত্তর: কমলাকান্ত।
● বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন কবে?
উত্তর: ৮ এপ্রিল, ১৮৯৪ সন।
● বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসিক কে?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
● কাকে বাংলা উপন্যাসের জনক বলা হয়?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
● বঙ্কিমচন্দ্রের প্রথম কাব্য গ্রন্থের নাম কি?
উত্তর: ললিতা, ১৮৫৬ সালে।
● বঙ্কিমচন্দ্রের প্রথম বাংলা উপন্যাসের নাম কি?
উত্তর: দুর্গেশ নন্দিনী, ১৮৫৬ সালে।
● বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম কি?
উত্তর: বঙ্গদর্শন, ১৮৭২ সালে।
● বঙ্কিমচন্দ্রের শ্রেষ্ঠ রোমান্টিক উপন্যাস কোনটি?
উত্তর: কপালকুন্ডলা, ১৮৬৬ সালে।
● বঙ্কিমচন্দ্রের প্রথম সামাজিক উপন্যাসের নাম কি?
উত্তর: বিষবৃক্ষ, ১৮৭৩ সালে।
● বাংলা উপন্যাসের রাজ্যে ‘বাংলার ওয়াল্টার স্কট’ কাকে বলে?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয়কে।
● ‘কমলাকান্তের দপ্তর’ কোন শ্রেনীর রচনা?
উত্তর: সরস ব্যাঙ্গাত্মক প্রবন্ধ গ্রন্থ, ১৮৭৫ সালে।
● ইংরেজী ভাষায় লিখিত বঙ্কিমচন্দ্রের ‘Rajmohan’s Wife’ কোন জাতীয় রচনা? উত্তর: উপন্যাস, ১৮৬২ সালে।
● কত সালে বঙ্কিমচন্দ্র সি,আই, ই উপাধিতে সম্মানিত হন?
উত্তর: ১৮৯১ সালে।
● সর্বশ্রেষ্ঠ সামাজিক উপন্যাস হিসেবে বিবেচিত উপন্যাসের নাম কি?
উত্তর: কৃষ্ণকান্তের উইল
● বাংলাদেশের সাহিত্যের প্রথম উপন্যাসের নাম কি?
উত্তর: দুর্গেশনন্দিনী।
● ত্রয়োদশ শতাব্দীর বাংলাদেশ ও তুর্কি আক্রমণের ঐতিহাসিক পটভূমিতে রচিত উপন্যাসের নাম কি?
উত্তর: মৃণালিনী
● বাংলা ভাষায় প্রথম মনস্তাত্ত্বিক বিশ্লেষণ মূলক উপন্যাসের নাম কি?
উত্তর: রজনী
● বাংলা সাহিত্যে প্রথম রোমান্টিক উপন্যাসের নাম কি?
উত্তর : কপালকুন্ডলা
● বঙ্কিমচন্দ্রের কাব্যগ্রন্থ : ললিতা, তথা মানস।
● বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস : অানন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম।
● বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ গ্রন্থ : লোক রহস্য, কৃষ্ণ চরিত্র, বিবিধ প্রবন্ধ, ধর্মতত্ত্ব অনুশীলন, বিজ্ঞান রহস্য, কমলাকান্তের দপ্তর, বিবিধ সমালোচনা, সাম্য।
● বঙ্কিমচন্দ্রের উপন্যাসসমূহ : রজনী (সামাজিক), সীতারাম, কপালকুন্ডলা (রোমান্টিক), বিষবৃক্ষ (সামাজিক), কৃষ্ণকান্তের উইল (সামাজিক), দেবী চৌধুরাণী, রাধারাণী, আনন্দমঠ (ঐতিহাসিক), যুগলাঙ্গরীয়, রাজসিংহ (ঐতিহাসিক), চন্দ্রশেখর, দুর্গেশনন্দিনী, মৃণালীনী (ঐতিহাসিক), ইন্দিরা।
☞ উপন্যাস সমূহ মনে রাখার সহজ উপায়:-
এক রজনীতে সীতারাম কপালকুন্ড লাকে বিষবৃক্ষের নিচে কৃষ্ণকান্তের উইলটি দেয়।
অন্য দিকে দেবী চৌধুরাণী ও রাধারাণীকে আনন্দমঠ এ নিয়ে যুগলাঙ্গরীয় পরিয়ে দেয় রাজসিংহ ও চন্দ্রশেখর। দুর্গেশনন্দিনী ও মৃণালীনী ছেকা খেয়ে ইন্দিরা গান্ধীকে বিচার দেয়।
● বঙ্কিমচন্দ্রের কতিপয় উপন্যাসের প্রধান চরিত্র :
➺ দুর্গেশনন্দিনী — অায়েশা, তিলোত্তমা।
➺ চন্দ্রশেখর — শৈবালিনী, দলনী বেগম, প্রতাপ, চন্দ্রশেখর।
➺ রজনী — রজনী, শচীন্দ্র।
➺ বিষবৃক্ষ — কুন্দনন্দিনী, নগেন্দ্রনাথ, হীরা, সূর্যমুখী।
➺ কৃষ্ণকান্তের উইল — ভ্রমর, রোহিনী, হরলাল, গোবিন্দলাল।
➺ কপালকুন্ডলা — কপালকুন্ডলা, নবকুমার, কাপালিক।
● বঙ্কিমচন্দ্রের কতিপয় পঙক্তি ও উদ্ধৃতি :
➺ তুমি অধম, তাই বলে অামি উত্তম না হব কেন?
➺ পথিক তুমি কি পথ হারাইয়াছ?
No comments:
Post a Comment