Sunday, September 11, 2016

জুলাই-২০১৫

৬৪। দেশের কোথায় অতীশ দীপঙ্করের নামে অান্তর্জাতিক বিশ্ববিদ্যালয় স্থাপন হতে যাচ্ছে?
উত্তর: মুন্সিগঞ্জ
৬৫। জামদানি শিল্পনগরী কোথায় গড়ে তোলা হচ্ছে?
উত্তর: রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
৬৬। টায়ফয়েড ও প্যারা টাইফয়েড জ্বর নির্ণয়ের জন্য একটি নতুন পরীক্ষা পদ্ধতি বের করে কোন সংস্থা?
উত্তর: অান্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ।
৬৭। ব্রি-৭০, ব্রি-৭১, ব্রি-৭২, ব্রি-৭৩ এবং বিনা-১৭ প্রজাতির ধান কৃষি মন্ত্রণালয় কবে অবমুক্ত করে?
উত্তর: ১২ জুলাই ২০১৫
৬৮। Rhizobium bangladeshencs নামের নতুন প্রজাতির ব্যাকটেরিয়ার অবিষ্কারক কে?
উত্তর: ড. হারুন অর রশীদ
৬৯। ২০১৬-২০ মেয়াদে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যাত্রা শুরু হয় কবে?
উত্তর: ১ জুলাই ২০১৫
৭০। প্রথমবারের মতো বাংলাদেশ কোন দেশে জাহাজ রপ্তানি শুরু করে?
উত্তর: ইকুয়েডর
৭১। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী কে?
উত্তর: সৈয়দ অাশরাফুল ইসলাম
৭২। দশম জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশনে কয়টি বিল পাস হয়?
উত্তর: ৫ টি।
৭৩। বাংলাদেশের হয়ে টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রান ও উইকেটের অধিকারী কোন খেলোয়াড়?
উত্তর: সাকিব অাল হাসান
৭৪। ওয়ানডে ও টেস্টে দু’ধরনের ক্রিকেটের অাসরে অভিষেকেই ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন কে?
উত্তর: মোস্তাফিজুর রহমান
৭৫। খাদ্য ও কৃষি ক্ষেত্রে নোবেল পুরস্কার বলে খ্যাত ‘ওয়ার্ল্ড ফুড প্রাইজ’ ২০১৫ কে পান?
উত্তর: স্যার ফজলে হাসান অাবেদ
৭৬। উপমহাদেশের সবচেয়ে বড় ই-লাইব্রেরি কোথায় অবস্থিত?
উত্তর: ডিন অনুষদ, ঢাবি।
৭৭। অর্গানাইজেশন ফর ইকোনোমিক কো অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টেরর সার্বিক কান্ট্রি রেটিংয়ে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৫
৭৮। উচ্চশিক্ষা ও টেকসই উন্নয়ন প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কততম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়?
উত্তর: ৯৪ তম।
৭৯। ঢাবি পদার্থবিজ্ঞান বিভাগে সত্যেন্দ্রনাথ বসু স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হয় কবে?
উত্তর: ২৮ জুন ২০১৫
৮০। উল্লেখযোগ্য হাইব্রিড জাতের বেগুন কি কি?
উত্তর: লুনা, তারাপুরী, কাজলা, নয়নতারা, বিজয়।
৮১। ভারতে অবস্থিত বাংলাদেশের পঞ্চম মিশন কোথায় হচ্ছে?
উত্তর: অাসামের গোহাটি।
৮২। বাংলাদেশের প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে?
উত্তর: হানিফউদ্দিন মিয়া।
৮৩। ২০১৪-১৫ অর্থ বছরে পণ্য রপ্তানি অায় কত?
উত্তর: ৩১২০ কোটি মার্কিন ডলার।
৮৪। বিশ্বব্যাংকের তথ্যমতে ২০১৪ সালে বাংলাদেশের মাথাপিছু অায় কত?
উত্তর: ১০৮০ মার্কিন ডলার।
৮৫। অলিনগর শুল্ক স্টেশন কোথায় অবস্থিত?
উত্তর: সীতাকুন্ড, চট্টগ্রাম।
৮৬। কি অামদানির জন্য চট্টগ্রামের অলিনগরকে শুল্ক স্টেশন করা হয়?
উত্তর: এলপিজি।
৮৭। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এর অাওতাধীন এলাকা কত?
উত্তর: ১৬২৪ বর্গকিলোমিটার।
৮৮। দুই টাকার ব্যাংক নোটকে কবে সরকারি মুদ্রায় রুপান্তর করা হয়?
উত্তর: ১৯৮৯ সালে।
৮৯। বাংলাদেশের সবচেয়ে উচু সড়ক কোনটি?
উত্তর: অালিকদম-থানচি সড়ক।
৯০। “একাত্তরের গেরিলা” গ্রন্থের লেখক কে?
উত্তর: ড. জহিরুল ইসলাম।
৯১। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে কতটি দেশকে হোয়াইটওয়াশ করেছে?
উত্তর: ৭টি।
৯২। বাংলাদেশকে এ পর্যন্ত কতটি ওয়ানডে সিরিজ জয়লাভ করেছে?
উত্তর: ১৯ টি।
৯৩। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করা প্রথম ক্রিকেটার কে?
উত্তর: তাইজুল ইসলাম

No comments:

Post a Comment