★ নদীর একপাশ থেকে গুণ টেনে নৌকাকে মাঝ নদীতে রেখেই সামনের দিকে নেওয়া সম্ভব হবে কিভাবে?
— যথাযথ হাল ঘুরিয়ে।
★ পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে কারণ — সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়।
★ ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাবার সঙ্গে বেলুনটি ছুটে যায়। এ নীতির মিল অাছে — রকেেট ইঞ্জিনের সাথে
★ সাহসা দরজা খুলতে চাইলে দরজার বল প্রয়োগ করা উচিত — কব্জার বিপরীত প্রান্তে
★ শূন্য মাধ্যমে ভিন্ন ভরের ৩টি বস্তুকে এক সঙ্গে ছেড়ে দিলে মাটিতে পড়বে — সবকটি এক সঙ্গে।
★ যখন বন্দুক থেকে গুলি ছোড়া হয়, তখন — বন্দুক একই ভরবেগে পিছিয়ে অাসে।
★ চলন্ত বাস ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুকে পড়েন — গতি জড়তার কারণে।
★ নিউটনের গতিসূত্র — ৩ টি।
★ বাহ্যিক কোন বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে অার গতিশীল বস্তু সুষম গতিতে সরলপথেচলতে থাকবে — গতির প্রথম সূত্র।
★ বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যে দিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে — গতির দ্বিতীয় সূত্র।
★ প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া অাছে — গতির তৃতীয় সূত্র
★ একজন মাঝি নৌকা চালানোর সময় প্রয়োগ করে — নিউটনের তৃতীয় সূত্র
★ পাহাড়ে ওঠার সময় অামাদের সামনের দিকে ঝুকতে হয় — পেছনের দিকে হেলে পড়া রোধের জন্য।
★ এক কেজি বল সমান — ৯.৮ নিউটন
★ সুষম বেগে চলন্ত রেলগাড়ির কামরায় বসে একটি ছেলে উপরের দিকে একটি বল ছুড়ে দিলে বলটি পড়বে — ছেলেটির হাতে
★ একটি হালকা ও একটি ভারি বস্তুর ভরবেগ সমান। এদেরর মধ্যে গতিশক্তি বেশি —
ভারিটির
★ মহাকাশযানকে উৎক্ষেপন করার জন্য রকেট নির্মিত হয় — গতির তৃতীয় সূত্রের নীতির উপর নির্ভর করে
★ বাঁকা পথে অতি দ্রুত গতিশীল গাড়ি উল্টে যায় — কেন্দ্রমুখী বলের অভাবে।
★ লুব্রিকেশন সিস্টেমের কাজ — যন্ত্রাংশে ঘর্ষণজনিত যে উত্তাপ সৃষ্টি হয় তাকে হ্রাস করা।
— যথাযথ হাল ঘুরিয়ে।
★ পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে কারণ — সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়।
★ ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাবার সঙ্গে বেলুনটি ছুটে যায়। এ নীতির মিল অাছে — রকেেট ইঞ্জিনের সাথে
★ সাহসা দরজা খুলতে চাইলে দরজার বল প্রয়োগ করা উচিত — কব্জার বিপরীত প্রান্তে
★ শূন্য মাধ্যমে ভিন্ন ভরের ৩টি বস্তুকে এক সঙ্গে ছেড়ে দিলে মাটিতে পড়বে — সবকটি এক সঙ্গে।
★ যখন বন্দুক থেকে গুলি ছোড়া হয়, তখন — বন্দুক একই ভরবেগে পিছিয়ে অাসে।
★ চলন্ত বাস ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুকে পড়েন — গতি জড়তার কারণে।
★ নিউটনের গতিসূত্র — ৩ টি।
★ বাহ্যিক কোন বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে অার গতিশীল বস্তু সুষম গতিতে সরলপথেচলতে থাকবে — গতির প্রথম সূত্র।
★ বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যে দিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে — গতির দ্বিতীয় সূত্র।
★ প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া অাছে — গতির তৃতীয় সূত্র
★ একজন মাঝি নৌকা চালানোর সময় প্রয়োগ করে — নিউটনের তৃতীয় সূত্র
★ পাহাড়ে ওঠার সময় অামাদের সামনের দিকে ঝুকতে হয় — পেছনের দিকে হেলে পড়া রোধের জন্য।
★ এক কেজি বল সমান — ৯.৮ নিউটন
★ সুষম বেগে চলন্ত রেলগাড়ির কামরায় বসে একটি ছেলে উপরের দিকে একটি বল ছুড়ে দিলে বলটি পড়বে — ছেলেটির হাতে
★ একটি হালকা ও একটি ভারি বস্তুর ভরবেগ সমান। এদেরর মধ্যে গতিশক্তি বেশি —
ভারিটির
★ মহাকাশযানকে উৎক্ষেপন করার জন্য রকেট নির্মিত হয় — গতির তৃতীয় সূত্রের নীতির উপর নির্ভর করে
★ বাঁকা পথে অতি দ্রুত গতিশীল গাড়ি উল্টে যায় — কেন্দ্রমুখী বলের অভাবে।
★ লুব্রিকেশন সিস্টেমের কাজ — যন্ত্রাংশে ঘর্ষণজনিত যে উত্তাপ সৃষ্টি হয় তাকে হ্রাস করা।
No comments:
Post a Comment