eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Tuesday, September 13, 2016

গতিবিদ্যা

★ নদীর একপাশ থেকে গুণ টেনে নৌকাকে মাঝ নদীতে রেখেই সামনের দিকে নেওয়া সম্ভব হবে কিভাবে?
— যথাযথ হাল ঘুরিয়ে।
★ পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে কারণ — সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়।
★ ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাবার সঙ্গে বেলুনটি ছুটে যায়। এ নীতির মিল অাছে — রকেেট ইঞ্জিনের সাথে
★ সাহসা দরজা খুলতে চাইলে দরজার বল প্রয়োগ করা উচিত — কব্জার বিপরীত প্রান্তে
★ শূন্য মাধ্যমে ভিন্ন ভরের ৩টি বস্তুকে এক সঙ্গে ছেড়ে দিলে মাটিতে পড়বে — সবকটি এক সঙ্গে।
★ যখন বন্দুক থেকে গুলি ছোড়া হয়, তখন — বন্দুক একই ভরবেগে পিছিয়ে অাসে।
★ চলন্ত বাস ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুকে পড়েন — গতি জড়তার কারণে।
★ নিউটনের গতিসূত্র — ৩ টি।
★ বাহ্যিক কোন বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে অার গতিশীল বস্তু সুষম গতিতে সরলপথেচলতে থাকবে — গতির প্রথম সূত্র।
★ বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যে দিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে — গতির দ্বিতীয় সূত্র।
★ প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া অাছে — গতির তৃতীয় সূত্র
★ একজন মাঝি নৌকা চালানোর সময় প্রয়োগ করে — নিউটনের তৃতীয় সূত্র
★ পাহাড়ে ওঠার সময় অামাদের সামনের দিকে ঝুকতে হয় — পেছনের দিকে হেলে পড়া রোধের জন্য।
★ এক কেজি বল সমান — ৯.৮ নিউটন
★ সুষম বেগে চলন্ত রেলগাড়ির কামরায় বসে একটি ছেলে উপরের দিকে একটি বল ছুড়ে দিলে বলটি পড়বে — ছেলেটির হাতে
★ একটি হালকা ও একটি ভারি বস্তুর ভরবেগ সমান। এদেরর মধ্যে গতিশক্তি বেশি —
ভারিটির
★ মহাকাশযানকে উৎক্ষেপন করার জন্য রকেট নির্মিত হয় — গতির তৃতীয় সূত্রের নীতির উপর নির্ভর করে
★ বাঁকা পথে অতি দ্রুত গতিশীল গাড়ি উল্টে যায় — কেন্দ্রমুখী বলের অভাবে।
★ লুব্রিকেশন সিস্টেমের কাজ — যন্ত্রাংশে ঘর্ষণজনিত যে উত্তাপ সৃষ্টি হয় তাকে হ্রাস করা।

No comments:

Post a Comment