eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Sunday, September 11, 2016

বারিমণ্ডল

✿ প্রাকৃতিক উৎস বৃষ্টিপাত হতে সবচেয়ে বেশি — মৃদু পানি পাওয়া যায়।
✿ প্রবল জোয়ারের কারণ, যখন — সূর্য, চন্দ্র পৃথিবী একই সরলে রেখায় অবস্থান করে।
✿ জোয়ারের যে সময় পর ভাটার সৃষ্টি হয় — ৬ ঘন্টা ১৩ মিনিট।
✿ জোয়ার ভাটার তেজকাটাল হয়– অামবস্যায়।
✿ উপকূলে কোন একটি স্থানে পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হলো — প্রায় ১২ ঘন্টা
✿ সমুদ্র স্রোতের অন্যতম কারণ — বায়ু প্রবাহের কারণ।
✿ বৃহদাকার ত্রিভূজের মতো অাকৃতি — প্রশান্ত মহাসাগর
✿ সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের অাকর্ষণ শক্তি প্রায় — দ্বিগুণ
✿ পরিচলন বৃষ্টি হয় — নিরক্ষীয় অঞ্চলে
✿ সমুদ্রবায়ু প্রবলবেগে প্রবাহিত হয় — অপরাহ্নে।
✿ চন্দ্র ও সূর্য জল ও স্থলকে অাকর্ষণ করে বলে পানি ফুলে উঠে, পানির এ ফুলে উঠাকে বলে — জোয়ার।
✿ জোয়ার ভাটা হয় — চন্দ্রের অাকর্ষণে।
✿ জোয়ার ভাটা হয় — অাহ্নিক গতির কারণে।
✿ জলভাগের পরিমাণ বেশি — দক্ষিণ গোলার্ধে।
✿ পৃথিবীতে মহাসাগরের সংখ্যা — ৫ টি।
✿ বৃহত্তম ও গভীরতম মহাসাগর — প্রশান্ত মহাসাগর।
✿ নিরক্ষীয় অঞ্চলের পানি — উষ্ণ ও হালকা।

No comments:

Post a Comment