eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Tuesday, September 13, 2016

বাংলা সাহিত্যের যুগ বিভাগ

● বাংলা সাহিত্যের ইতিহাস শুরু হয় – চর্যাপদ কাল থেকে
● বাংলা সাহিত্য যুগকে ভাগ করা হয়েছে – ৩ ভাগে। যথা
ক. প্রাচীন যুগ
খ. মধ্যযুগ
গ. অাধুনিক যুগ
● প্রাচীন যুগের ব্যাপ্তি – ৬৫০-১২০০ খ্রিষ্টাব্দ
● বাংলা সাহিত্যের অাদি নিদর্শন – চর্যাপদ।
● প্রাচীনযুগে বাংলা সাহিত্যের অন্যতম বৈশিষ্ট্য – গোষ্ঠী কেন্দ্রিকতা ও ধর্মনির্ভরতা
● প্রাচীনযুগে সমাজ জীবনে প্রভাব ছিল – ধর্মীয় চেতনার।
● প্রাচীন যুগের সাহিত্য উপকরণ হিসেবে পাওয়া যায় – রূপকথা।
● বাংলা সাহিত্যের ইতিহাসে মধ্যযুগ ধরা হয় – ১২০১-১৮০০ খ্রিষ্টাব্দকে।
● তেমন কোন উল্লেখযোগ্য সাহিত্যকর্ম সৃষ্টি না হওয়ায় মধ্যযুগের প্রথম ১৫০ বছরকে বলা হয় – অন্ধকার যুগ।
● বাংলা সাহিত্যের অন্ধকার যুগ শুরু হয় – বখতিয়ার খলজির বাংলা বিজয়ের মধ্যে দিয়ে।
● মধ্যযুগের কাব্যধারার প্রধান ধারা – ৪ টি। যথা: ক. মঙ্গলকাব্য খ. বৈষ্ণব পদাবলী গ. রোমান্সধর্মী প্রণয়োপাখ্যান ঘ. অনুবাদ সাহিত্য।
● মধ্যযুগে কৃষিকাজের জন্য উপযোগী সাহিত্য – ডাক ও খনার বচন।
● মধ্যযুগের কাব্যধারা – ২ টি। যথা: ক. কাহিনী কাব্য খ. গীতি কাব্য
● মধ্যযুগের অাদি নিদর্শন – শ্রীকৃষ্ণকীর্তন।
● বাংলা কাব্য সাহিত্যের বিকাশকাল – মধ্যযুগ।
● মধ্যযুগের কাব্যের প্রধানগুণ – ধর্মনির্ভরতা।
● মধ্যযুগে মুসলমান সাহিত্যিকদের কৃতিত্ব – রোমান্টিক প্রণয়োপাখ্যান রচনা।
● মধ্যযুগের সাহিত্যধারা বিভক্ত – ৩ ভাগে। যথা: ক. প্রাক-চৈতন্যযুগ খ. চৈতন্যযুগ গ. চৈতন্য পরবর্তীযুগ
● মধ্যযুগের প্রধান মুসলিম কবি – দৌলত কাজী ও অালাওল।
● মধ্যযুগের শেষ কবি – ভারতচন্দ্র রায়গুণাকর।
● অাধুনিক যুগের সময়কাল – ১৮০১-বর্তমান।
● অাধুনিক যুগের প্রধান বৈশিষ্ট্য – মানবের জয়জয়কার।
● অাধুনিক যুগের প্রধান লক্ষণ – অত্মচেতনা ও জাতীয়তা বোধ।
● বাংলা গদ্যের চর্চা শুরু হয় – অাধুনিক যুগের প্রথম পর্যায়ে।
● অাধুনিক যুগের মহাকাব্যের ধারা প্রবর্তন করেন – মাইকেল মধুসূদন দত্ত।
● বাংলা সাহিত্যে গীতি কবিতার ধারা সৃষ্টি হয় – অাধুনিক যুগে।

No comments:

Post a Comment