Tuesday, September 13, 2016

বাংলা সাহিত্যের যুগ বিভাগ

● বাংলা সাহিত্যের ইতিহাস শুরু হয় – চর্যাপদ কাল থেকে
● বাংলা সাহিত্য যুগকে ভাগ করা হয়েছে – ৩ ভাগে। যথা
ক. প্রাচীন যুগ
খ. মধ্যযুগ
গ. অাধুনিক যুগ
● প্রাচীন যুগের ব্যাপ্তি – ৬৫০-১২০০ খ্রিষ্টাব্দ
● বাংলা সাহিত্যের অাদি নিদর্শন – চর্যাপদ।
● প্রাচীনযুগে বাংলা সাহিত্যের অন্যতম বৈশিষ্ট্য – গোষ্ঠী কেন্দ্রিকতা ও ধর্মনির্ভরতা
● প্রাচীনযুগে সমাজ জীবনে প্রভাব ছিল – ধর্মীয় চেতনার।
● প্রাচীন যুগের সাহিত্য উপকরণ হিসেবে পাওয়া যায় – রূপকথা।
● বাংলা সাহিত্যের ইতিহাসে মধ্যযুগ ধরা হয় – ১২০১-১৮০০ খ্রিষ্টাব্দকে।
● তেমন কোন উল্লেখযোগ্য সাহিত্যকর্ম সৃষ্টি না হওয়ায় মধ্যযুগের প্রথম ১৫০ বছরকে বলা হয় – অন্ধকার যুগ।
● বাংলা সাহিত্যের অন্ধকার যুগ শুরু হয় – বখতিয়ার খলজির বাংলা বিজয়ের মধ্যে দিয়ে।
● মধ্যযুগের কাব্যধারার প্রধান ধারা – ৪ টি। যথা: ক. মঙ্গলকাব্য খ. বৈষ্ণব পদাবলী গ. রোমান্সধর্মী প্রণয়োপাখ্যান ঘ. অনুবাদ সাহিত্য।
● মধ্যযুগে কৃষিকাজের জন্য উপযোগী সাহিত্য – ডাক ও খনার বচন।
● মধ্যযুগের কাব্যধারা – ২ টি। যথা: ক. কাহিনী কাব্য খ. গীতি কাব্য
● মধ্যযুগের অাদি নিদর্শন – শ্রীকৃষ্ণকীর্তন।
● বাংলা কাব্য সাহিত্যের বিকাশকাল – মধ্যযুগ।
● মধ্যযুগের কাব্যের প্রধানগুণ – ধর্মনির্ভরতা।
● মধ্যযুগে মুসলমান সাহিত্যিকদের কৃতিত্ব – রোমান্টিক প্রণয়োপাখ্যান রচনা।
● মধ্যযুগের সাহিত্যধারা বিভক্ত – ৩ ভাগে। যথা: ক. প্রাক-চৈতন্যযুগ খ. চৈতন্যযুগ গ. চৈতন্য পরবর্তীযুগ
● মধ্যযুগের প্রধান মুসলিম কবি – দৌলত কাজী ও অালাওল।
● মধ্যযুগের শেষ কবি – ভারতচন্দ্র রায়গুণাকর।
● অাধুনিক যুগের সময়কাল – ১৮০১-বর্তমান।
● অাধুনিক যুগের প্রধান বৈশিষ্ট্য – মানবের জয়জয়কার।
● অাধুনিক যুগের প্রধান লক্ষণ – অত্মচেতনা ও জাতীয়তা বোধ।
● বাংলা গদ্যের চর্চা শুরু হয় – অাধুনিক যুগের প্রথম পর্যায়ে।
● অাধুনিক যুগের মহাকাব্যের ধারা প্রবর্তন করেন – মাইকেল মধুসূদন দত্ত।
● বাংলা সাহিত্যে গীতি কবিতার ধারা সৃষ্টি হয় – অাধুনিক যুগে।

No comments:

Post a Comment