eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Tuesday, September 13, 2016

বাংলাদেশের অাবহাওয়া ও জলবায়ু

● বাংলাদেশ অাবহাওয়া অধিদপ্তরের ইংরেজি নাম – Bangladesh Meteorological Department
● বাংলাদেশে বর্তমানে ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে – ৪ টি।
● বাংলাদেশে কৃষি অাবহাওয়ার পূর্বাভাস কেন্দ্র – ১২ টি।
● বাংলাদেশে বর্তমানে রাডার স্টেশন রয়েছে – ৫ টি।
● বাংলাদেশ অাবহাওয়া অধিদপ্তরের অাঞ্চলিক কেন্দ্র – ২ টি।
● বাংলাদেশ অাবহাওয়া স্টেশন – ৩৫ টি।
● সার্ক অাবহাওয়া গবেষণা কেন্দ্র অবস্থিত – অাগারগাঁও, ঢাকা।
● বাংলাদেশের শীতলতম মাস – জানুয়ারি।
● বাংলাদেশের উষ্ণতম মাস – এপ্রিল।
● শীতকালে বাহুপ্রবাহের দিক – উত্তর-পূর্ব দিক।
● বাংলাদেশের গড় বৃষ্টিপাত – ২০৩ সেমি।
● বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত হয় – নাটোরের লালপুরে।
● বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় – সিলেটের জৈন্তাপুরের লালাখালে।
● বাংলাদেশে ভূ-উপগ্রহ কেন্দ্র – ৪ টি। যথা : বেতবুনিয়া (রাঙ্গামাটি), তালিবাবাদ (গাজীপুর) মহাখালী (ঢাকা), সিলেট।
● বাংলাদেশে সব ধরণের পলিথিন ব্যাগের উৎপাদন, ব্যবহার ও বাজারজাতকরণ নিষিদ্ধ করা হয় – ১ মার্চ ২০০২।
● ঢাকা মহানগরে টুস্টোক ইঞ্জিন বিশিষ্ট থ্রি হুয়েলার মোটরযান নিষিদ্ধ করা হয় – ১ জানুয়ারি ২০০৩।
● বাংলাদেশে প্রথম জাতীয়েপরিবেশ নীতি ঘোষিত হয় – ১৯৯২ সালে।
● ঢাকা নগরীর শব্দ দূষণের মাত্রা – ১১৫-১৭০ ডিবি।
● বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা – ২৬.০১ ডিগ্রি সেন্টিগ্রেড।

No comments:

Post a Comment