● বাংলাদেশ অাবহাওয়া অধিদপ্তরের ইংরেজি নাম – Bangladesh Meteorological Department
● বাংলাদেশে বর্তমানে ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে – ৪ টি।
● বাংলাদেশে কৃষি অাবহাওয়ার পূর্বাভাস কেন্দ্র – ১২ টি।
● বাংলাদেশে বর্তমানে রাডার স্টেশন রয়েছে – ৫ টি।
● বাংলাদেশ অাবহাওয়া অধিদপ্তরের অাঞ্চলিক কেন্দ্র – ২ টি।
● বাংলাদেশ অাবহাওয়া স্টেশন – ৩৫ টি।
● সার্ক অাবহাওয়া গবেষণা কেন্দ্র অবস্থিত – অাগারগাঁও, ঢাকা।
● বাংলাদেশের শীতলতম মাস – জানুয়ারি।
● বাংলাদেশের উষ্ণতম মাস – এপ্রিল।
● শীতকালে বাহুপ্রবাহের দিক – উত্তর-পূর্ব দিক।
● বাংলাদেশের গড় বৃষ্টিপাত – ২০৩ সেমি।
● বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত হয় – নাটোরের লালপুরে।
● বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় – সিলেটের জৈন্তাপুরের লালাখালে।
● বাংলাদেশে ভূ-উপগ্রহ কেন্দ্র – ৪ টি। যথা : বেতবুনিয়া (রাঙ্গামাটি), তালিবাবাদ (গাজীপুর) মহাখালী (ঢাকা), সিলেট।
● বাংলাদেশে সব ধরণের পলিথিন ব্যাগের উৎপাদন, ব্যবহার ও বাজারজাতকরণ নিষিদ্ধ করা হয় – ১ মার্চ ২০০২।
● ঢাকা মহানগরে টুস্টোক ইঞ্জিন বিশিষ্ট থ্রি হুয়েলার মোটরযান নিষিদ্ধ করা হয় – ১ জানুয়ারি ২০০৩।
● বাংলাদেশে প্রথম জাতীয়েপরিবেশ নীতি ঘোষিত হয় – ১৯৯২ সালে।
● ঢাকা নগরীর শব্দ দূষণের মাত্রা – ১১৫-১৭০ ডিবি।
● বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা – ২৬.০১ ডিগ্রি সেন্টিগ্রেড।
● বাংলাদেশে বর্তমানে ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে – ৪ টি।
● বাংলাদেশে কৃষি অাবহাওয়ার পূর্বাভাস কেন্দ্র – ১২ টি।
● বাংলাদেশে বর্তমানে রাডার স্টেশন রয়েছে – ৫ টি।
● বাংলাদেশ অাবহাওয়া অধিদপ্তরের অাঞ্চলিক কেন্দ্র – ২ টি।
● বাংলাদেশ অাবহাওয়া স্টেশন – ৩৫ টি।
● সার্ক অাবহাওয়া গবেষণা কেন্দ্র অবস্থিত – অাগারগাঁও, ঢাকা।
● বাংলাদেশের শীতলতম মাস – জানুয়ারি।
● বাংলাদেশের উষ্ণতম মাস – এপ্রিল।
● শীতকালে বাহুপ্রবাহের দিক – উত্তর-পূর্ব দিক।
● বাংলাদেশের গড় বৃষ্টিপাত – ২০৩ সেমি।
● বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত হয় – নাটোরের লালপুরে।
● বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় – সিলেটের জৈন্তাপুরের লালাখালে।
● বাংলাদেশে ভূ-উপগ্রহ কেন্দ্র – ৪ টি। যথা : বেতবুনিয়া (রাঙ্গামাটি), তালিবাবাদ (গাজীপুর) মহাখালী (ঢাকা), সিলেট।
● বাংলাদেশে সব ধরণের পলিথিন ব্যাগের উৎপাদন, ব্যবহার ও বাজারজাতকরণ নিষিদ্ধ করা হয় – ১ মার্চ ২০০২।
● ঢাকা মহানগরে টুস্টোক ইঞ্জিন বিশিষ্ট থ্রি হুয়েলার মোটরযান নিষিদ্ধ করা হয় – ১ জানুয়ারি ২০০৩।
● বাংলাদেশে প্রথম জাতীয়েপরিবেশ নীতি ঘোষিত হয় – ১৯৯২ সালে।
● ঢাকা নগরীর শব্দ দূষণের মাত্রা – ১১৫-১৭০ ডিবি।
● বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা – ২৬.০১ ডিগ্রি সেন্টিগ্রেড।
No comments:
Post a Comment