eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Wednesday, September 14, 2016

জানুয়ারি-২০১৫

➺ ই-কমার্স অ্যাসোসিয়শন অব বাংলাদেশ (ই-ক্যাব) কোন সালকে “ই-ক্যাব বর্ষ ঘোষণা করে?
উত্তর: ২০১৫ সাল
➺ বাংলাদেশের প্রথম পানিজাদুঘর কোথায়?
উত্তর: কলাপাড়া, পটুয়াখালী
➺ বাংলাদেশের প্রথম পানি জাদুঘর কবে উদ্বোধন করা হয়?
উত্তর: ২৯ ডিসেম্বর ২০১৪
➺ বাংলাদেশের প্রথম ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্প্রদায়ের প্রধান বিচারপতি কে?
উত্তর: বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা
➺ বাংলাদেশের ২১ তম এবং বর্তমান বিচারপতি কে?
উত্তর: বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা
➺ ১৩ জানুয়ারী ২০১৪ দেশের তৃতীয় সীমান্ত হাট কোথায় উদ্বোধন করা হয়?
উত্তর: ছাগলনাইনা, ফেনী।
➺ প্রথম বাংলাদেশী হিসেবে কে দুবার একাডেমী অ্যাওয়ার্ড (অস্কার) লাভ করে?
উত্তর: নাফিস বিন জাফর
➺ বর্তমান দেশে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের জন্য ‘ফাস্ট ট্রাক প্রকল্প কতটি?
উত্তর: ৮ টি
➺ মালদ্বীপের দূতাবাস পুনরায় চালু হয় কবে?
উত্তর: ১ জানুয়ারী ২০১৫
➺ মালদ্বীপ বাংলাদেশে প্রথম দূতাবাস চালু করে কবে?
উত্তর: ১ এপ্রিল ২০০৮
➺ মালদ্বীপ কবে বাংলাদেশের দুতাবাস বন্ধ করে দেয়?
উত্তর: ১ এপ্রিল ২০১৪
➺ দেশের ভাসমান এলএনজি টার্মিনাল কোথায় স্থাপিত হচ্ছে?
উত্তর: মহেশখালী, কক্সবাজার।
➺ ৭ জানুয়ারী ২০১৫ মালামাল অামদানী-রপ্তানির উদ্দেশ্যে কোন স্থানকে স্থল শুল্ক স্টেশন ঘোষণা করা হয়?
উত্তর: পানগাঁও।
➺ বাংলাদেশে চালুকৃত একমাত্র বিদেশী বীমা কোম্পানীর নাম কি?
উত্তর: মেটলাইফ।
➺ চাকমা ভাষায় নির্মিত প্রথম চলচিত্র “মর থেংগারি” এর পরিচালক কে?
উত্তর: অং রাখাইন
➺ জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যান কে?
উত্তর: মো. নজিবুর রহমান
➺ মালয়েশিয়া বাংলাদেশকে কতটি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে?
উত্তর: ২৯৭ টি।
➺ বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের অাওতায় কোথায় ক্রীড়া স্কুল স্থাপিত হচ্ছে?
উত্তর: চট্টগ্রাম, রাজশাহী
➺ সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত?
উত্তর: ২০১৬-২০ সাল।
➺ সড়ক ও জনপথ অধিদপ্তরের অাওতায় দেশে মোট কত কি.মি. মহাসড়ক অাছে?
উত্তর: ২১৫৭১ কিমি।
➺ সশস্ত্র বাহিনীতে বর্তমানে কর্মকর্তা ও অন্যান্য পদে কতজন নারী কর্মরত অাছেন?
উত্তর: ৩১৮০ জন।
➺ নিরাপদ খাদ্য অাইন-২০১৩ কার্যকর হয় কবে?
উত্তর: ১ ফেব্রুয়ারী ২০১৫
➺ বাংলাদেশের জন্য সবচেয়ে বড় দাতা সংস্থা –
উত্তর: বিশ্বব্যাংক
➺ ২০১৪ সালে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর কোনটি?
উত্তর: দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।
➺ সুইজারল্যান্ডের দাভোসে ৪৫ তম ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের বৈঠক অনুষ্ঠিত হয়?
উত্তর: ২১-২৪ জানুয়ারি ২০১৫
➺ ইসলামি স্টেট প্রতিরোধে কোন দেশ মহাপ্রাচীর তৈরি করছে?
উত্তর: সৌদিঅারব
➺ বিতর্কিত সাময়িকী শার্লি হেবদো কোন দেশভিত্তিক?
উত্তর: ফ্রান্স
➺ ভারতের প্রথম গো-পালন মন্ত্রী কে?
উত্তর: ওটারাম দেবাসী
➺ ৭২ তম গোল্ডেন গ্লোব এ্যাওয়ার্ডে সেরা চলচিত্র কোনটি?
উত্তর: বয়হুড
➺ অাফগানিস্তানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী কে?
উত্তর: সালাউদ্দিন রাব্বানি
➺ ভারতের কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীর জীবনী ভিত্তিক বিতর্কিত বই “দ্য রেড শাড়ি”র লেখক কে?
উত্তর: হাভিয়ের মোর।

➺ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারী বিচার বিষয়ক জাতিসংঘে ১১ তম কংগ্রেস কবে কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: ১২-১৯ এপ্রিল ২০১৫, কাতার।
➺ সৌদিঅারবের বর্তমান বাদশাহ কে?
উত্তর: সালমান বিন অাব্দুল অাজিজ
➺ বিশ্বে প্রথম কৃত্রিম অগ্ন্যাশয় স্থাপন করা হয় কোন দেশে?
উত্তর: অস্ট্রলিয়ায়
➺ ২০১৫ সালে ডিএসসি সাহিত্য পুরস্কার লাভ করেন কে?
উত্তর: ঝুম্পা লাহিড়ী।
➺ বর্তমানে বিশ্বের দীর্ঘজীবী শাসক কে?
উত্তর: ব্রিটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথ
➺ বর্তমানে বিশ্বের দীর্ঘকালীন শাসক কে?
উত্তর: থাইল্যান্ডের রাজা ভূমিবল অাদুলাদেজ
➺ সর্বশেষ অাবিষ্কৃত অ্যান্টিবায়োটিক নাম কি?
উত্তর: টিক্সোব্যাক্টিন।
➺ বিশ্বের প্রথম স্বয়ংক্রীয় ড্রোনের নাম কি?
উত্তর: হেক্সোড্রোন।
➺ ২০১৪ সালের বিশ্ব অর্থনৈতিক স্বাধীনতা সুচকে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: হংকং
➺ ২০১৪ সালের বিশ্ব অর্থনৈতিক স্বাধীনতা সুচকে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তর: উত্তর কোরিয়া
➺ ২০১৪ সালের বিশ্ব অর্থনৈতিক স্বাধীনতা সুচকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ১৩১ তম।
➺ বিশ্বের সর্ববৃহৎ মালবাহী জাহাজের নাম কি?
উত্তর: দ্য গ্লোব
➺ ২০১৪ সালের ৬৩ তম মিস ইউনিভার্স কে?
উত্তর: পলিন ভেগা (কলম্বিয়া)
➺ সাধারণ জিন প্রযুক্তি ব্যবহার করে উদ্ভাবিত ফসলের নাম কি?
উত্তর: বিটি ফসল
➺ গ্রীসের বর্তমান প্রধানমন্ত্রী কে?
উত্তর: অালেক্সিস সিপরাস
➺ ২০১৫ সালে কোন বিদেশি নাগরিক ভারতের পদ্মভূষণ পদক লাভ করে?
উত্তর: বিল গেটস ও মেলিন্ডা গেটস
➺ পেগিডা অান্দোলন কি?
উত্তর: সাম্পতিক সময়ে জার্মানির কয়েকটি শহরে ইসলামবিরোধী অান্দোলন।
➺ ২০১৫ সালে কোন ক্রিকেটার ওয়ানডে এবং টি-২০ ক্রিকেটের ব্যাংকিংয়ে একই সময়ে সেরা অলরাউন্ডার হবার গৌরব অর্জন করে?
উত্তর: সাকিব অাল হাসান।
➺ ২০১৪ সালে ফিফা-ব্যালন ডি অর বিজয়ী কে?
উত্তর: ক্রিশ্চিয়ানো রোনালদো
➺ প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ও ওয়ানডেতে অভিষেক অধিনায়ক হিসেবে সেঞ্চুরি করেন কে?
উত্তর: স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)
➺ ১ এপ্রিল ২০১৫ কোন দেশ অান্তর্জাতিক অপরাধ অাদালতের ১২৩ তম সদস্য পদ লাভ করে?
উত্তর: ফিলিস্তিন।
➺ ইউরোশিয়ান ইকোনোমিক ইউনিয়ন কবে গঠিত হয়?
উত্তর: ১ জানুয়ারী ২০১৫
➺ ইউরোশিয়ান ইকোনোমিক ইউনিয়নের সদস্য সংখ্যা কত?
উত্তর: ৪ টি
➺ ২ জানুয়ারী ইউরোশিয়ান ইকোনোমিক ইউনিয়নের ৪র্থ সদস্যপদ লাভ করে কোন দেশ?
উত্তর: অার্মেনিয়া।
➺ ইসলামি অারবি বিশ্ববিদ্যালয়ের প্রথম ও বর্তমান ভিসি কে?
উত্তর: ড. মুহাম্মদ অাহসান উল্লাহ
➺ দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষামুলকভাবে অস্টম শ্রেণি চালু করা হয় কবে?
উত্তর: ১ জানুয়ারী ২০১৫
বর্তমানে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় কতটি?
উত্তর: ৩৭ টি।

No comments:

Post a Comment