Wednesday, September 14, 2016

জানুয়ারি-২০১৫

➺ ই-কমার্স অ্যাসোসিয়শন অব বাংলাদেশ (ই-ক্যাব) কোন সালকে “ই-ক্যাব বর্ষ ঘোষণা করে?
উত্তর: ২০১৫ সাল
➺ বাংলাদেশের প্রথম পানিজাদুঘর কোথায়?
উত্তর: কলাপাড়া, পটুয়াখালী
➺ বাংলাদেশের প্রথম পানি জাদুঘর কবে উদ্বোধন করা হয়?
উত্তর: ২৯ ডিসেম্বর ২০১৪
➺ বাংলাদেশের প্রথম ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্প্রদায়ের প্রধান বিচারপতি কে?
উত্তর: বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা
➺ বাংলাদেশের ২১ তম এবং বর্তমান বিচারপতি কে?
উত্তর: বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা
➺ ১৩ জানুয়ারী ২০১৪ দেশের তৃতীয় সীমান্ত হাট কোথায় উদ্বোধন করা হয়?
উত্তর: ছাগলনাইনা, ফেনী।
➺ প্রথম বাংলাদেশী হিসেবে কে দুবার একাডেমী অ্যাওয়ার্ড (অস্কার) লাভ করে?
উত্তর: নাফিস বিন জাফর
➺ বর্তমান দেশে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের জন্য ‘ফাস্ট ট্রাক প্রকল্প কতটি?
উত্তর: ৮ টি
➺ মালদ্বীপের দূতাবাস পুনরায় চালু হয় কবে?
উত্তর: ১ জানুয়ারী ২০১৫
➺ মালদ্বীপ বাংলাদেশে প্রথম দূতাবাস চালু করে কবে?
উত্তর: ১ এপ্রিল ২০০৮
➺ মালদ্বীপ কবে বাংলাদেশের দুতাবাস বন্ধ করে দেয়?
উত্তর: ১ এপ্রিল ২০১৪
➺ দেশের ভাসমান এলএনজি টার্মিনাল কোথায় স্থাপিত হচ্ছে?
উত্তর: মহেশখালী, কক্সবাজার।
➺ ৭ জানুয়ারী ২০১৫ মালামাল অামদানী-রপ্তানির উদ্দেশ্যে কোন স্থানকে স্থল শুল্ক স্টেশন ঘোষণা করা হয়?
উত্তর: পানগাঁও।
➺ বাংলাদেশে চালুকৃত একমাত্র বিদেশী বীমা কোম্পানীর নাম কি?
উত্তর: মেটলাইফ।
➺ চাকমা ভাষায় নির্মিত প্রথম চলচিত্র “মর থেংগারি” এর পরিচালক কে?
উত্তর: অং রাখাইন
➺ জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যান কে?
উত্তর: মো. নজিবুর রহমান
➺ মালয়েশিয়া বাংলাদেশকে কতটি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে?
উত্তর: ২৯৭ টি।
➺ বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের অাওতায় কোথায় ক্রীড়া স্কুল স্থাপিত হচ্ছে?
উত্তর: চট্টগ্রাম, রাজশাহী
➺ সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত?
উত্তর: ২০১৬-২০ সাল।
➺ সড়ক ও জনপথ অধিদপ্তরের অাওতায় দেশে মোট কত কি.মি. মহাসড়ক অাছে?
উত্তর: ২১৫৭১ কিমি।
➺ সশস্ত্র বাহিনীতে বর্তমানে কর্মকর্তা ও অন্যান্য পদে কতজন নারী কর্মরত অাছেন?
উত্তর: ৩১৮০ জন।
➺ নিরাপদ খাদ্য অাইন-২০১৩ কার্যকর হয় কবে?
উত্তর: ১ ফেব্রুয়ারী ২০১৫
➺ বাংলাদেশের জন্য সবচেয়ে বড় দাতা সংস্থা –
উত্তর: বিশ্বব্যাংক
➺ ২০১৪ সালে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর কোনটি?
উত্তর: দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।
➺ সুইজারল্যান্ডের দাভোসে ৪৫ তম ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের বৈঠক অনুষ্ঠিত হয়?
উত্তর: ২১-২৪ জানুয়ারি ২০১৫
➺ ইসলামি স্টেট প্রতিরোধে কোন দেশ মহাপ্রাচীর তৈরি করছে?
উত্তর: সৌদিঅারব
➺ বিতর্কিত সাময়িকী শার্লি হেবদো কোন দেশভিত্তিক?
উত্তর: ফ্রান্স
➺ ভারতের প্রথম গো-পালন মন্ত্রী কে?
উত্তর: ওটারাম দেবাসী
➺ ৭২ তম গোল্ডেন গ্লোব এ্যাওয়ার্ডে সেরা চলচিত্র কোনটি?
উত্তর: বয়হুড
➺ অাফগানিস্তানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী কে?
উত্তর: সালাউদ্দিন রাব্বানি
➺ ভারতের কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীর জীবনী ভিত্তিক বিতর্কিত বই “দ্য রেড শাড়ি”র লেখক কে?
উত্তর: হাভিয়ের মোর।

➺ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারী বিচার বিষয়ক জাতিসংঘে ১১ তম কংগ্রেস কবে কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: ১২-১৯ এপ্রিল ২০১৫, কাতার।
➺ সৌদিঅারবের বর্তমান বাদশাহ কে?
উত্তর: সালমান বিন অাব্দুল অাজিজ
➺ বিশ্বে প্রথম কৃত্রিম অগ্ন্যাশয় স্থাপন করা হয় কোন দেশে?
উত্তর: অস্ট্রলিয়ায়
➺ ২০১৫ সালে ডিএসসি সাহিত্য পুরস্কার লাভ করেন কে?
উত্তর: ঝুম্পা লাহিড়ী।
➺ বর্তমানে বিশ্বের দীর্ঘজীবী শাসক কে?
উত্তর: ব্রিটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথ
➺ বর্তমানে বিশ্বের দীর্ঘকালীন শাসক কে?
উত্তর: থাইল্যান্ডের রাজা ভূমিবল অাদুলাদেজ
➺ সর্বশেষ অাবিষ্কৃত অ্যান্টিবায়োটিক নাম কি?
উত্তর: টিক্সোব্যাক্টিন।
➺ বিশ্বের প্রথম স্বয়ংক্রীয় ড্রোনের নাম কি?
উত্তর: হেক্সোড্রোন।
➺ ২০১৪ সালের বিশ্ব অর্থনৈতিক স্বাধীনতা সুচকে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: হংকং
➺ ২০১৪ সালের বিশ্ব অর্থনৈতিক স্বাধীনতা সুচকে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তর: উত্তর কোরিয়া
➺ ২০১৪ সালের বিশ্ব অর্থনৈতিক স্বাধীনতা সুচকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ১৩১ তম।
➺ বিশ্বের সর্ববৃহৎ মালবাহী জাহাজের নাম কি?
উত্তর: দ্য গ্লোব
➺ ২০১৪ সালের ৬৩ তম মিস ইউনিভার্স কে?
উত্তর: পলিন ভেগা (কলম্বিয়া)
➺ সাধারণ জিন প্রযুক্তি ব্যবহার করে উদ্ভাবিত ফসলের নাম কি?
উত্তর: বিটি ফসল
➺ গ্রীসের বর্তমান প্রধানমন্ত্রী কে?
উত্তর: অালেক্সিস সিপরাস
➺ ২০১৫ সালে কোন বিদেশি নাগরিক ভারতের পদ্মভূষণ পদক লাভ করে?
উত্তর: বিল গেটস ও মেলিন্ডা গেটস
➺ পেগিডা অান্দোলন কি?
উত্তর: সাম্পতিক সময়ে জার্মানির কয়েকটি শহরে ইসলামবিরোধী অান্দোলন।
➺ ২০১৫ সালে কোন ক্রিকেটার ওয়ানডে এবং টি-২০ ক্রিকেটের ব্যাংকিংয়ে একই সময়ে সেরা অলরাউন্ডার হবার গৌরব অর্জন করে?
উত্তর: সাকিব অাল হাসান।
➺ ২০১৪ সালে ফিফা-ব্যালন ডি অর বিজয়ী কে?
উত্তর: ক্রিশ্চিয়ানো রোনালদো
➺ প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ও ওয়ানডেতে অভিষেক অধিনায়ক হিসেবে সেঞ্চুরি করেন কে?
উত্তর: স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)
➺ ১ এপ্রিল ২০১৫ কোন দেশ অান্তর্জাতিক অপরাধ অাদালতের ১২৩ তম সদস্য পদ লাভ করে?
উত্তর: ফিলিস্তিন।
➺ ইউরোশিয়ান ইকোনোমিক ইউনিয়ন কবে গঠিত হয়?
উত্তর: ১ জানুয়ারী ২০১৫
➺ ইউরোশিয়ান ইকোনোমিক ইউনিয়নের সদস্য সংখ্যা কত?
উত্তর: ৪ টি
➺ ২ জানুয়ারী ইউরোশিয়ান ইকোনোমিক ইউনিয়নের ৪র্থ সদস্যপদ লাভ করে কোন দেশ?
উত্তর: অার্মেনিয়া।
➺ ইসলামি অারবি বিশ্ববিদ্যালয়ের প্রথম ও বর্তমান ভিসি কে?
উত্তর: ড. মুহাম্মদ অাহসান উল্লাহ
➺ দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষামুলকভাবে অস্টম শ্রেণি চালু করা হয় কবে?
উত্তর: ১ জানুয়ারী ২০১৫
বর্তমানে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় কতটি?
উত্তর: ৩৭ টি।

No comments:

Post a Comment