✿ সুলতান কুতুবুদ্দিন অাইবেক
✓ সুলতান কুতুবুদ্দিন অাইবেক জীবন শুরু করেন – মুহাম্মদ ঘুরীর ক্রীতদাস হিসেবে।
✓ মুহাম্মদ ঘুরীর অনুমতিক্রমে ভারত বিজয় করে দিল্লিতে মুসলিম শাসনের গোড়াপত্তন করেন – কুতুবুদ্দিন অাইবেক।
✓ উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা – কুতুবুদ্দিন অাইবেক।
✓ কুতুবুদ্দিন অাইবেক ছিলেন – তুর্কিস্তানের অধিবাসী।
✓ কুতুবুদ্দিন অাইবেকের শাসনামলকে চিহ্নিত করা হয় – প্রাথমিক যুগের তুর্কি শাসন হিসেবে।
✓ দিল্লির প্রথম স্বাধীন সুলতান – কুতুবুদ্দিন অাইবেক।
✓ দানশীলতার জন্য কুতুবুদ্দিন অাইবেককে বলা হত – লাখবক্স।
✓ দিল্লির কুতুবমিনারের নির্মানকাজ শুরু করেন – কুতুবুদ্দিন অাইবেক।
✓ কুতুবদ্দিন অাইবেকের মৃত্যু – ১২২১ সালে।
✿ সুলতান শামসউদ্দিন ইলতুতমিশ
✓ কুতুবুদ্দিন অাইবেকের জামাতা ছিলেন – শামসউদ্দিন ইলতুতমিশ।
✓ প্রাথমিক যুযে তুর্কি সুলকানদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন – ইলতুতমিশ।
✓ দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় – শামসউদ্দিন ইলতুতমিশকে।
✓ ভারতে মুসলমান শাসকদের মধ্যে প্রথম মুদ্রা প্রচলন করেন – শামসউদ্দিন ইলতুতমিশ।
✓ ইলতুতমিশের উপাধি ছিল – সুলতান ই অাযম।
✓ কুতুব মিনার নির্মাণ করেন – শামসউদ্দিন ইলতুতমিশ।
✿ সুলতানা রাজিয়া :
✓ ইলতুতমিশের কন্যার নাম – সুলতানা রাজিয়া।
✓ সুলতানা রাজিয়া দিল্লির সিংহাসনে অারোহণ করেন – ১২৩৬ সালে।
✓ দিল্লির সিংহাসনে অারোহণকারী প্রথম নারী নাম – সুলতানা রাজিয়া
✿ সুলতান নাসিরুদ্দিন মাহমুদ
✓ দিল্লির প্রথম তুর্কি শাসনবর্তা ছিলেন – ইলতুতমিশের পুত্র সুলতান নাসিরুদ্দিন মাহমুদ
✓সরল ও অনাড়ম্বর জীবন যাপনের জন্য ফকির বাদশাহ নামে পরিচিত ছিলেন – নাসিরুদ্দিন মাহমুদ
✓ কুরঅান অনুলিপি ও টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন – নাসিরুদ্দিন মাহমুদ।
✿ সুলতান গিয়াসউদ্দিন বলবন
✓ রক্তপাত ও কঠোর নীতি যার শাসনের বৈশিষ্ট্য – সুলতান গিয়াসউদ্দিন বলবন।
✓ সুলতান গিয়াসউদ্দিন বলবনের দরবার অলংকৃত করেন – অামীর খসরু।
✓ ভারতের তোতাপাখি নামে পরিচিত – অামীর খসরু।
✓ বিদ্যোৎসাহী ও গুণীজনের পৃষ্ঠপোষক ছিলেন – সুলতান গিয়াসউদ্দিন বলবন।
✿ অালাউদ্দিন খলজি
✓ অালাউদ্দিন খলজিকে দিল্লির শ্রেষ্ঠ সুলতান হিসেবে অভিহিত করেন – পর্যটক ইবনে বতুতা
✓ দ্রব্যের মুল্য নিয়ন্ত্রণের উপর হস্তক্ষেপ করেন – অালাউদ্দিন খলজি।
✓ বিখ্যাত অালাই দরওয়াজা – অালাউদ্দিনের কীর্তি।
✓ যে সকল গুণীজন অালাউদ্দিন খলজির পৃষ্ঠপোষকতা লাভ করেন – জিয়াউদ্দিন বারনী, কবি হোসেন দেহলভী, কবি অামির খসরু।
✓ প্রথম মুসলিম শাসক হিসেবে দক্ষিণ ভারত জয় করেন – অালাউদ্দিন খলজি।
✓ দক্ষিণাত্যের দেবগিরির রাজা রামচন্দ্রের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করা হয় – মালিক কাফুর নেতৃত্বে।
✓ দক্ষিণাত্যের দেবগিরির রাজা রামচন্দ্রের বিরুদ্ধে সমারিক অভিযান প্রেরণ করেন – অালাউদ্দিন খলজি।
✓ যুদ্দে পরাজিত হয়ে দিল্লির অনুগত্য স্বীকার করেন – দেবগিরির রাজা রামচন্দ্র।
✿ মুহম্মদ বিন তুঘলক
✓ মুহাম্মদ বিন তুঘলকের রাজত্বকালে ভারতবর্ষে অাগমন করেন – ইবনে বতুতা।
✓ দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন – মুহাম্মদ বিন তুঘলক।
✓ উত্তরভারতে মোঙ্গলদের অাক্রমণ বেড়ে যাওয়ায় পুনরায় রাজধানী দিল্লিতে ফেরত অানেন – মুহম্মদ বিন তুঘলক।
✓ সোনা রূপার মুদ্রার পরিবর্তে প্রতীক তামার মুদ্রা প্রচলন করে মুদ্রামান নির্ধারণ করেন – মুহম্মদ বিন তুঘলক।
✓ ইবনে বতুতাকে প্রথমে দিল্লির কাজী ও পরবর্তীতে চীনের রাষ্ট্রদূত করেন – মুহম্মদ বিন তুঘলক।
✿ মাহমুদ শাহ :
✓ তুঘলক বংশের শেষ সুলতান ছিলেন – মাহমুদ শাহ
✓ তৈমুর লং এর ভারত অাক্রমণে পরাজিত হন – মাহমুদ শাহ।
✓ বিখ্যাত তুর্কী বীর তৈমুর ছিলেন – মধ্য এশিয়ার সমরকন্দের অধিপতি।
✓ তৈমুর লং ভারত অাক্রমণ করেন – ১৩৯৮ সালে।
✿ ইব্রাহীম লোদী
✓ দিল্লির লোদী বংশের সর্বশেষ সুলতান – ইব্রাহীম লোদী।
✓ দিল্লি সালতানাতের পতন ঘটে – ইব্রাহীম লোদীর পরাজয়ের মাধ্যমে
Monday, September 12, 2016
দিল্লির সালতানাত
Tags
# Bangladesh Affairs
About ebongbd
"ALL ABOUT THINGS FOR EASY LIFE"
THIS IS A WEBSITE ABOUT SOLUTION OF OUR DAILY PROBLEMS. YOU CAN GET HERE ALL PROBLEM'S SOLUTION.
Bangladesh Affairs
Labels:
Bangladesh Affairs
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment