eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Monday, September 12, 2016

দিল্লির সালতানাত

✿ সুলতান কুতুবুদ্দিন অাইবেক
✓ সুলতান কুতুবুদ্দিন অাইবেক জীবন শুরু করেন – মুহাম্মদ ঘুরীর ক্রীতদাস হিসেবে।
✓ মুহাম্মদ ঘুরীর অনুমতিক্রমে ভারত বিজয় করে দিল্লিতে মুসলিম শাসনের গোড়াপত্তন করেন – কুতুবুদ্দিন অাইবেক।
✓ উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা – কুতুবুদ্দিন অাইবেক।
✓ কুতুবুদ্দিন অাইবেক ছিলেন – তুর্কিস্তানের অধিবাসী।
✓ কুতুবুদ্দিন অাইবেকের শাসনামলকে চিহ্নিত করা হয় – প্রাথমিক যুগের তুর্কি শাসন হিসেবে।
✓ দিল্লির প্রথম স্বাধীন সুলতান – কুতুবুদ্দিন অাইবেক।
✓ দানশীলতার জন্য কুতুবুদ্দিন অাইবেককে বলা হত – লাখবক্স।
✓ দিল্লির কুতুবমিনারের নির্মানকাজ শুরু করেন – কুতুবুদ্দিন অাইবেক।
✓ কুতুবদ্দিন অাইবেকের মৃত্যু – ১২২১ সালে।
✿ সুলতান শামসউদ্দিন ইলতুতমিশ
✓ কুতুবুদ্দিন অাইবেকের জামাতা ছিলেন – শামসউদ্দিন ইলতুতমিশ।
✓ প্রাথমিক যুযে তুর্কি সুলকানদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন – ইলতুতমিশ।
✓ দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় – শামসউদ্দিন ইলতুতমিশকে।
✓ ভারতে মুসলমান শাসকদের মধ্যে প্রথম মুদ্রা প্রচলন করেন – শামসউদ্দিন ইলতুতমিশ।
✓ ইলতুতমিশের উপাধি ছিল – সুলতান ই অাযম।
✓ কুতুব মিনার নির্মাণ করেন – শামসউদ্দিন ইলতুতমিশ।

✿ সুলতানা রাজিয়া :
✓ ইলতুতমিশের কন্যার নাম – সুলতানা রাজিয়া।
✓ সুলতানা রাজিয়া দিল্লির সিংহাসনে অারোহণ করেন – ১২৩৬ সালে।
✓ দিল্লির সিংহাসনে অারোহণকারী প্রথম নারী নাম – সুলতানা রাজিয়া
✿ সুলতান নাসিরুদ্দিন মাহমুদ
✓ দিল্লির প্রথম তুর্কি শাসনবর্তা ছিলেন – ইলতুতমিশের পুত্র সুলতান নাসিরুদ্দিন মাহমুদ
✓সরল ও অনাড়ম্বর জীবন যাপনের জন্য ফকির বাদশাহ নামে পরিচিত ছিলেন – নাসিরুদ্দিন মাহমুদ
✓ কুরঅান অনুলিপি ও টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন – নাসিরুদ্দিন মাহমুদ।
✿ সুলতান গিয়াসউদ্দিন বলবন
✓ রক্তপাত ও কঠোর নীতি যার শাসনের বৈশিষ্ট্য – সুলতান গিয়াসউদ্দিন বলবন।
✓ সুলতান গিয়াসউদ্দিন বলবনের দরবার অলংকৃত করেন – অামীর খসরু।
✓ ভারতের তোতাপাখি নামে পরিচিত – অামীর খসরু।
✓ বিদ্যোৎসাহী ও গুণীজনের পৃষ্ঠপোষক ছিলেন – সুলতান গিয়াসউদ্দিন বলবন।
✿ অালাউদ্দিন খলজি
✓ অালাউদ্দিন খলজিকে দিল্লির শ্রেষ্ঠ সুলতান হিসেবে অভিহিত করেন – পর্যটক ইবনে বতুতা
✓ দ্রব্যের মুল্য নিয়ন্ত্রণের উপর হস্তক্ষেপ করেন – অালাউদ্দিন খলজি।
✓ বিখ্যাত অালাই দরওয়াজা – অালাউদ্দিনের কীর্তি।
✓ যে সকল গুণীজন অালাউদ্দিন খলজির পৃষ্ঠপোষকতা লাভ করেন – জিয়াউদ্দিন বারনী, কবি হোসেন দেহলভী, কবি অামির খসরু।
✓ প্রথম মুসলিম শাসক হিসেবে দক্ষিণ ভারত জয় করেন – অালাউদ্দিন খলজি।
✓ দক্ষিণাত্যের দেবগিরির রাজা রামচন্দ্রের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করা হয় – মালিক কাফুর নেতৃত্বে।
✓ দক্ষিণাত্যের দেবগিরির রাজা রামচন্দ্রের বিরুদ্ধে সমারিক অভিযান প্রেরণ করেন – অালাউদ্দিন খলজি।
✓ যুদ্দে পরাজিত হয়ে দিল্লির অনুগত্য স্বীকার করেন – দেবগিরির রাজা রামচন্দ্র।
✿ মুহম্মদ বিন তুঘলক
✓ মুহাম্মদ বিন তুঘলকের রাজত্বকালে ভারতবর্ষে অাগমন করেন – ইবনে বতুতা।
✓ দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন – মুহাম্মদ বিন তুঘলক।
✓ উত্তরভারতে মোঙ্গলদের অাক্রমণ বেড়ে যাওয়ায় পুনরায় রাজধানী দিল্লিতে ফেরত অানেন – মুহম্মদ বিন তুঘলক।
✓ সোনা রূপার মুদ্রার পরিবর্তে প্রতীক তামার মুদ্রা প্রচলন করে মুদ্রামান নির্ধারণ করেন – মুহম্মদ বিন তুঘলক।
✓ ইবনে বতুতাকে প্রথমে দিল্লির কাজী ও পরবর্তীতে চীনের রাষ্ট্রদূত করেন – মুহম্মদ বিন তুঘলক।
✿ মাহমুদ শাহ :
✓ তুঘলক বংশের শেষ সুলতান ছিলেন – মাহমুদ শাহ
✓ তৈমুর লং এর ভারত অাক্রমণে পরাজিত হন – মাহমুদ শাহ।
✓ বিখ্যাত তুর্কী বীর তৈমুর ছিলেন – মধ্য এশিয়ার সমরকন্দের অধিপতি।
✓ তৈমুর লং ভারত অাক্রমণ করেন – ১৩৯৮ সালে।
✿ ইব্রাহীম লোদী
✓ দিল্লির লোদী বংশের সর্বশেষ সুলতান – ইব্রাহীম লোদী।
✓ দিল্লি সালতানাতের পতন ঘটে – ইব্রাহীম লোদীর পরাজয়ের মাধ্যমে

No comments:

Post a Comment