eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Monday, September 12, 2016

বাংলাদেশের পানি সম্পদ

● বাংলাদেশের প্রথম অার্সেনিক সনাক্ত হয় – ১৯৯৩ সালে।
● দেশের প্রথম স্থাপিত অার্সেনিক ট্রিটমেন্ট প্লান্ট অবস্থিত – গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া।
● বাংলাদেশ প্রাপ্ত অার্সেনিকের মাত্রা – ১.০১ মিলিগ্রাম।
● বাংলাদেশের জন্য অার্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা – ০.০৫ মিলিগ্রাম/
লিটার।
● World Health Organization ( WHO) এর মতে অার্সেনিকের গ্রহণযোহ্য মাত্রা – ০.০১ মিলিগ্রাম/লিটার
● বাংলাদেশে মোট পানি শোধনাগার রয়েছে – ৪ টি।
● বর্তমানে সায়েদাবাদ পানি শোধন প্রকল্পে দৈনিক পানি উৎপাদন ক্ষমতা – ২২.৫ কোটি লিটার।
● বাংলাদেশের সর্বাধিক অার্সেনিক অাক্রান্ত জেলা – চাঁদপুর।
● অার্সেনিক দূরীকরণে মনো ও অার্থ ফিল্টারের উদ্ভাবক যথাক্রমে – প্রফেসর অাবুল হুসসাম ও অধ্যাপক দুলালী চৌধুরী।
● বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠিত হয় – ১৯৫৯ সালে।
● বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি হলো – কাপ্তাই, রাঙামাটি।
● বাংলাদেশে প্রথম অার্সেনিক ধরা পড়ে – চাঁপাই নবাবগঞ্জ জেলায়।
● বাংলাদেশে অার্সেনিক পাওয়া যায় – ৬১ জেলায়।
● মাত্রাতিরিক্ত অার্সেনিক পাওয়া যায়নি – রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায়।
● দেশের প্রথম সেচ প্রকল্প – গঙ্গা-কপোতাক্ষ প্রকল্প।
● DND প্রকল্প – ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা প্রকল্প।
● ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয় – ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর, নয়াদিল্লি।
● ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি চুক্তি কার্যকর হয় – ৪ নভেম্বর ১৯৯৭
● তুইভাই ও তুইরয়ং নদীদ্বয়ের মিলিত স্রোতধারায় সৃষ্টি হয়েছে – বরাক নদী।
● ভারত টিপাইসুখ বাধ নির্মাণ করছে – বরাক নদীর ওপর।
● টিপাইমুখ বাঁধ অবস্থিত ভারতের – মণিপুর রাজ্যে।
● বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প – তিস্তা বাঁধ প্রকল্প।
● তিস্তা বাঁধ প্রকল্প – রংপুর ও দিনাজপুর অঞ্চলের পানি সেচ ও বন্যা নিয়ন্ত্রণ।
● বহ্মপুত্র বহুমুখী প্রকল্প – ঢাকা ময়মনসিংহ অঞ্চলের পানি সেচ প্রকল্প।
● কর্ণফুলি বহুমুখী প্রকল্প – চট্টগ্রাম অঞ্চলের পানি নিষ্কাশন, বন্যা নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ নিয়ন্ত্রণ।
● G-K প্রকল্প (গঙ্গা-কপোতাক্ষ প্রকল্প) – কুষ্টিয়া, যশোর পানি নিষ্কাশন ও খুলনা বিদ্যুৎ উৎপাদন।
● দিনাজপুর প্রকল্প – দিনাজপুর অঞ্চলের পানি সেচ প্রকল্প।

No comments:

Post a Comment