● গণ নামের পরে একটি প্রজাতিকে পদ যুক্ত করে ICBN/ICZN স্বীকৃত যে নামকরণ করা হয় তাকে বলে – দ্বিপদ নামকরণ।
● উদ্ভিদের নামকরণের জন্য নীতি নির্ধারণী অান্তর্জাতিক দলিল হলো – ICBN.
● ICBN এর পূর্ণরুপ হলো – International Code of Botanical Nomenclature
● দ্বিপদ নামকরণ সর্বপ্রথম প্রবর্তন করেন – সুইডিস বিজ্ঞানী ব্যারোলাস লিনিয়াস।
● ক্যারোলাস লিনিয়াস দ্বিপদ নামকরণের নীতি অনুসরণ করে উদ্ভিদ প্রজাতির নামকরণ করেন – ১৭৫৩ সালের Species Plantarum বইয়ে।
● ক্যারোলাস লিনিয়াস দ্বিপদ নামকরণে নীতি প্রবর্তন করেন তার – System Nature গ্রন্থের দশম সংস্করণে।
● দ্বিপদ নামকরণের জনক বলা হয় – ক্যারোলাস লিনিয়াসকে।
● দ্বিপদ নামকরণে থাকে – ২ টি অংশ।
● জীবের বৈজ্ঞানিক নামের ভাষা হবে অবশ্যই – ল্যাটিন।
● দ্বিপদ নামকরণ হবে – ইটালিক হরফে হবে।
● গণের প্রথম অক্ষর হবে – Capital letter
● গণের অন্যান্য অক্ষর এবং প্রজাতি হবে – Small letter.
● যে বিজ্ঞানী দ্বিপদ নাম অাবিষ্কার করেন তার নাম যুক্ত করতে হয় – দ্বিপদ নামের শেষে।
● দ্বিপদ নামকরণ হাতে লিখলে – ইংরেজি অক্ষর ব্যবহার করতে হবে এবং প্রতিটি অংশের নিচে অালাদাভাবে দাগ দিতে হবে।
● নিচে কতিপয় উদ্ভিদের বৈজ্ঞানিক নাম দেয়া হলো :
➺ ধান – Oryza sativa
➺ গম – Triticum aestivum
➺ পাট – Corchorus capsularis
➺ কাঁঠাল – Artocarpus heterophyllus
➺ অাম – Mangifera indica
➺ শাপলা – Nymphera nouchali
➺ ভুট্টা – Zea mays
➺ গোলঅালু – Solanum tuberosum
➺ শিমুল তুলা – Bombax ceiba
➺ সুন্দরী – Hertiera fomes
➺ সেগুন – Tectona gradis
➺ মেহগনি – Swietenia mahagoni
● উদ্ভিদের নামকরণের জন্য নীতি নির্ধারণী অান্তর্জাতিক দলিল হলো – ICBN.
● ICBN এর পূর্ণরুপ হলো – International Code of Botanical Nomenclature
● দ্বিপদ নামকরণ সর্বপ্রথম প্রবর্তন করেন – সুইডিস বিজ্ঞানী ব্যারোলাস লিনিয়াস।
● ক্যারোলাস লিনিয়াস দ্বিপদ নামকরণের নীতি অনুসরণ করে উদ্ভিদ প্রজাতির নামকরণ করেন – ১৭৫৩ সালের Species Plantarum বইয়ে।
● ক্যারোলাস লিনিয়াস দ্বিপদ নামকরণে নীতি প্রবর্তন করেন তার – System Nature গ্রন্থের দশম সংস্করণে।
● দ্বিপদ নামকরণের জনক বলা হয় – ক্যারোলাস লিনিয়াসকে।
● দ্বিপদ নামকরণে থাকে – ২ টি অংশ।
● জীবের বৈজ্ঞানিক নামের ভাষা হবে অবশ্যই – ল্যাটিন।
● দ্বিপদ নামকরণ হবে – ইটালিক হরফে হবে।
● গণের প্রথম অক্ষর হবে – Capital letter
● গণের অন্যান্য অক্ষর এবং প্রজাতি হবে – Small letter.
● যে বিজ্ঞানী দ্বিপদ নাম অাবিষ্কার করেন তার নাম যুক্ত করতে হয় – দ্বিপদ নামের শেষে।
● দ্বিপদ নামকরণ হাতে লিখলে – ইংরেজি অক্ষর ব্যবহার করতে হবে এবং প্রতিটি অংশের নিচে অালাদাভাবে দাগ দিতে হবে।
● নিচে কতিপয় উদ্ভিদের বৈজ্ঞানিক নাম দেয়া হলো :
➺ ধান – Oryza sativa
➺ গম – Triticum aestivum
➺ পাট – Corchorus capsularis
➺ কাঁঠাল – Artocarpus heterophyllus
➺ অাম – Mangifera indica
➺ শাপলা – Nymphera nouchali
➺ ভুট্টা – Zea mays
➺ গোলঅালু – Solanum tuberosum
➺ শিমুল তুলা – Bombax ceiba
➺ সুন্দরী – Hertiera fomes
➺ সেগুন – Tectona gradis
➺ মেহগনি – Swietenia mahagoni
No comments:
Post a Comment