eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Wednesday, September 14, 2016

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

● বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন কবে?
উত্তর: ২৭ জুন, ১৮৩৮ সাল।
● বঙ্কিমচন্দ্র কোথাঢ জন্মগ্রহণ করেন?
উত্তর: উত্তর ২৪ পরগনা জেলার কাঠালপাড়া গ্রামে।
● বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম কি?
উত্তর: কমলাকান্ত।
● বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন কবে?
উত্তর: ৮ এপ্রিল, ১৮৯৪ সন।
● বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসিক কে?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
● কাকে বাংলা উপন্যাসের জনক বলা হয়?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
● বঙ্কিমচন্দ্রের প্রথম কাব্য গ্রন্থের নাম কি?
উত্তর: ললিতা, ১৮৫৬ সালে।
● বঙ্কিমচন্দ্রের প্রথম বাংলা উপন্যাসের নাম কি?
উত্তর: দুর্গেশ নন্দিনী, ১৮৫৬ সালে।
● বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম কি?
উত্তর: বঙ্গদর্শন, ১৮৭২ সালে।
● বঙ্কিমচন্দ্রের শ্রেষ্ঠ রোমান্টিক উপন্যাস কোনটি?
উত্তর: কপালকুন্ডলা, ১৮৬৬ সালে।
● বঙ্কিমচন্দ্রের প্রথম সামাজিক উপন্যাসের নাম কি?
উত্তর: বিষবৃক্ষ, ১৮৭৩ সালে।
● বাংলা উপন্যাসের রাজ্যে ‘বাংলার ওয়াল্টার স্কট’ কাকে বলে?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয়কে।
● ‘কমলাকান্তের দপ্তর’ কোন শ্রেনীর রচনা?
উত্তর: সরস ব্যাঙ্গাত্মক প্রবন্ধ গ্রন্থ, ১৮৭৫ সালে।
● ইংরেজী ভাষায় লিখিত বঙ্কিমচন্দ্রের ‘Rajmohan’s Wife’ কোন জাতীয় রচনা? উত্তর: উপন্যাস, ১৮৬২ সালে।
● কত সালে বঙ্কিমচন্দ্র সি,আই, ই উপাধিতে সম্মানিত হন?
উত্তর: ১৮৯১ সালে।
● সর্বশ্রেষ্ঠ সামাজিক উপন্যাস হিসেবে বিবেচিত উপন্যাসের নাম কি?
উত্তর: কৃষ্ণকান্তের উইল
● বাংলাদেশের সাহিত্যের প্রথম উপন্যাসের নাম কি?
উত্তর: দুর্গেশনন্দিনী।
● ত্রয়োদশ শতাব্দীর বাংলাদেশ ও তুর্কি আক্রমণের ঐতিহাসিক পটভূমিতে রচিত উপন্যাসের নাম কি?
উত্তর: মৃণালিনী
● বাংলা ভাষায় প্রথম মনস্তাত্ত্বিক বিশ্লেষণ মূলক উপন্যাসের নাম কি?
উত্তর: রজনী
● বাংলা সাহিত্যে প্রথম রোমান্টিক উপন্যাসের নাম কি?
উত্তর : কপালকুন্ডলা
● বঙ্কিমচন্দ্রের কাব্যগ্রন্থ : ললিতা, তথা মানস।
● বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস : অানন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম।
● বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ গ্রন্থ : লোক রহস্য, কৃষ্ণ চরিত্র, বিবিধ প্রবন্ধ, ধর্মতত্ত্ব অনুশীলন, বিজ্ঞান রহস্য, কমলাকান্তের দপ্তর, বিবিধ সমালোচনা, সাম্য।
● বঙ্কিমচন্দ্রের উপন্যাসসমূহ : রজনী (সামাজিক), সীতারাম, কপালকুন্ডলা (রোমান্টিক), বিষবৃক্ষ (সামাজিক), কৃষ্ণকান্তের উইল (সামাজিক), দেবী চৌধুরাণী, রাধারাণী, আনন্দমঠ (ঐতিহাসিক), যুগলাঙ্গরীয়, রাজসিংহ (ঐতিহাসিক), চন্দ্রশেখর, দুর্গেশনন্দিনী, মৃণালীনী (ঐতিহাসিক), ইন্দিরা।
☞ উপন্যাস সমূহ মনে রাখার সহজ উপায়:-
এক রজনীতে সীতারাম কপালকুন্ড লাকে বিষবৃক্ষের নিচে কৃষ্ণকান্তের উইলটি দেয়।
অন্য দিকে দেবী চৌধুরাণী ও রাধারাণীকে আনন্দমঠ এ নিয়ে যুগলাঙ্গরীয় পরিয়ে দেয় রাজসিংহ ও চন্দ্রশেখর। দুর্গেশনন্দিনী ও মৃণালীনী ছেকা খেয়ে ইন্দিরা গান্ধীকে বিচার দেয়।
● বঙ্কিমচন্দ্রের কতিপয় উপন্যাসের প্রধান চরিত্র :
➺ দুর্গেশনন্দিনী — অায়েশা, তিলোত্তমা।
➺ চন্দ্রশেখর — শৈবালিনী, দলনী বেগম, প্রতাপ, চন্দ্রশেখর।
➺ রজনী — রজনী, শচীন্দ্র।
➺ বিষবৃক্ষ — কুন্দনন্দিনী, নগেন্দ্রনাথ, হীরা, সূর্যমুখী।
➺ কৃষ্ণকান্তের উইল — ভ্রমর, রোহিনী, হরলাল, গোবিন্দলাল।
➺ কপালকুন্ডলা — কপালকুন্ডলা, নবকুমার, কাপালিক।
● বঙ্কিমচন্দ্রের কতিপয় পঙক্তি ও উদ্ধৃতি :
➺ তুমি অধম, তাই বলে অামি উত্তম না হব কেন?
➺ পথিক তুমি কি পথ হারাইয়াছ?

No comments:

Post a Comment