Wednesday, September 14, 2016

ফেব্রুয়ারি-২০১৫

➺ বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তর: রামু, কক্সবাজার।
➺ বর্তমানে বাংলাদেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু রয়েছে কতটি?
উত্তর: ১০২ টি।
➺ ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য বরাদ্দকৃত প্রতীক কতটি?
উত্তর: ৩৪ টি।
➺ পৌরসভা নির্বাচনের জন্য মোট বরাদ্দকৃত প্রতীক কতটি?
উত্তর: ৩৪ টি।
➺ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রিতষ্ঠা করা হয় কবে?
উত্তর: ২ ফেব্রুয়ারি ২০১৫
➺ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর কার্যালয় কোথায়?
উত্তর: ঢাকা
➺ কত সদস্য বিশিষ্ট বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠিত?
উত্তর: ৫ জন।
➺ ঢাকা চিড়িয়াখানার বর্তমান নাম কি?
উত্তর: বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা
➺ ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি ১৫ তম কমিউনিটি রেডিও হিসেবে যাত্রা শুরু করে –
উত্তর: রেডিও মেঘনা
➺ ২০১৫ সালে কোন বাংলাদেশী সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন?
উত্তর: সেলিনা হোসেন।
➺ কোকাং কোথায় অবস্থিত?
উত্তর: মিয়ানমার
➺ মিয়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স অার্মি প্রতিষ্ঠা কবে?
উত্তর: ১৮৮৯ সালে।
➺ বিশ্বের সবচেয়ে দাসি চিত্রকর্ম কোনটি?
উত্তর: তুমি কবে বিয়ে করবে?
➺ তুমি কবে বিয়ে করবে? চিত্রকর্মটির চিত্রকর কে?
উত্তর: পল গগ্যাঁর
➺ ইতালির বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তর: সার্জিও মাত্তারেলা
➺ পূর্ব তিমুরের বর্তমান প্রধানমন্ত্রী কে?
উত্তর: রুই মারিয়া ডি অারাউজো।
➺ দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে?
উত্তর: লি ওয়ান কো
➺ গ্রিসের নতুন প্রেসিডেন্ট কে?
উত্তর: প্রোকোপিস পাভলোপাউলস
➺ বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল অাইন ২০১৫ জাতীয় সংসদে পাস করা হয় কবে?
উত্তর: ২৭ জানুয়ারী ২০১৫
➺ লাইসেন্স ব্যতীত ফরমালিনের অামদানি উৎপাদন বা মজুদের সর্বোচ্চ দণ্ড কি?
উত্তর: যাবজ্জীবন
➺ ৯ জানুয়ারী ২০১৫ কমনওয়েলথের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
উত্তর: মাইথ্রিপালা সিরিসেনা (শ্রীলঙ্কা)
➺ ৩০ জানুয়ারি ২০১৫ অাফ্রিকান ইউনিয়নের ১৩ তম চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
উত্তর: রবার্ট মুগাবে (জিম্বাবুয়ে)
➺ অান্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর: ১৭৬ টি
➺ ১৬ ফেব্রুয়ারি ২০১৫ কোন দেশ অান্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল এর সদস্য পদ লাভ করে?
উত্তর: মাইক্রোরেশিয়া, মন্টিনিগ্রো, পালাউ
➺ অান্তর্জাতিক অাণবিক শক্তি সংন্থা এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর: ১৬৩ টি
➺ ২৭ জানুয়ারি ২০১৫ কোন দেশ অান্তর্জাতিক অাণবিক শক্তি সংস্থা ১৬৩ তম সদস্য পদ লাভ করে?
উত্তর: গায়না
➺ অান্তর্জাতিক মোবাইল স্যাটেলাট সংস্থা এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর: ১০০ টি
➺ ১২ জানুয়ারী ২০১৫ কোন দেশ অান্তর্জাতিক মোবাইল স্যাটেলাইট সংস্থার ১০০ তম সদস্য লাভ করে?
উত্তর: জর্জিয়া
➺ ইন্টারন্যাশনাল সিবেড অথরিটি এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর: ১৬৭ টি
➺ ২ জানুয়ারী ২০১৫ কোন দেশ ইইন্টারন্যাশনাল সিবেড অথিরিটি এর ১৫৭ তম সদস্যপদ লাভ করে?
উত্তর: ফিলিস্তিন
➺ বিম্বের সবচেয়ে যানযটপূর্ণ শহর কোনটি?
উত্তর: মুম্বাই, ভারত।
➺ বিশ্বের সবচেয়ে কম যানজটপূর্ণ শহর কোনটি?
উত্তর: নিস, সার্বিয়া
➺ যানযটপূর্ণ শহরের তালিকায় ঢাকার অবস্থান কত?
উত্তর: অষ্টম।
➺ বিশ্বের সবচেয়ে যানজটপূর্ণ দেশ কোনটি?
উত্তর: কেনিয়া
➺ যানযটপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ বিশ্বের কততম?
উত্তর: ৩য়
➺ ২০১৪ সালে কোন দেশে সবচেয়ে বেশি সরকারি বিদেশি বিনিয়োগ এসেছে?
উত্তর: চীন
➺ ৮৭ তম একাডেমি অ্যাওয়ার্ড সেরা চলচিত্র কোনটি?
উত্তর: বার্ডম্যান
➺ ৮৭ তম একাডেমি অ্যাওয়ার্ড সেরা পরিচালক কে?
উত্তর: গঞ্জালেস ইনারিতু
➺ ৮৭ তম একাডেমি অ্যাওয়ার্ড সেরা অভিনেতা কে?
উত্তর: এডি রেইডমেন
➺ ৮৭ তম একাডেমি অ্যাওয়ার্ড সেরা বিদেশী ভাষার চলচিত্র কোনটি?
উত্তর: ইদা
➺ ৮৭ তম একাডেমি অ্যাওয়ার্ড সেরা অভিনেত্রী কে?
উত্তর: জুলিয়ান মুর
➺ বিশ্বকাপ ক্রিকেটে প্রথম ও একমাত্র ডবল সেঞ্চুরিয়ান কে?
উত্তর: ক্রিস গেইল
➺ বিশ্বকাপ ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক (১৬টি) ছক্কা মারেন কে?
উত্তর: ক্রিস গেইল
➺ ওয়ানডে ক্রিকেটে এ পর্যন্ত ডবল সেঞ্চুরি কতটি?
উত্তর: ৫ টি
➺ ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক (১৬টি) ছক্কামেরেছেন কে কে?
উত্তর: এবি ডি ভিলিয়ার্স, রোহিত শর্মা, ক্রিস গেইল
➺ বাংলাদেশে কতটি সম্ভামনাময় কৃষি ঐতিহ্য রয়েছে?
উত্তর: ৫ টি।
➺ BORI এর পূর্ণরুপ কি?
উত্তর: Bangladesh Oceanographic Research Institute

➺ তথ্য মন্ত্রণালয় বেসরকারি খাতে কতটি স্যাটেলাইট টেলিভিশন চ্যালেনের অনুমোদন দিয়েছে?
উত্তর: ৪১ টি। তবে ২৩ টি টেলিভিশন চালু অাছে।
➺ বাংলাদেশে প্রকাশিত বাংলা ও ইংরেজি পত্রিকার সংখ্যা কতটি?
➺ ৮৮৫ টি। বাংলায় ৮১৯ টি এবং ইংরেজিতে ৬৬ টি।
➺ বাংলাদেশ সেনাবাহিনীতে অানুষ্ঠানিক ভাবে নারী সৈনিকের অন্তর্ভূক্তি ঘটে কবে?
উত্তর: ২৯ জানুয়ারী ২০১৫
➺ বঙ্গবন্ধু সেনানিবাস কোথায়?
বঙ্গবন্ধু সেতু সংলগ্ন, কালিহাতী, টাঙ্গাইল।
➺ বর্তমানে বাংলাদেশে ভোটার সংখ্যা কত?
উত্তর: ৯৬১৯৮৬৫২ জন
➺ ELC এর পূর্ণরুপ কি?
উত্তর: Electrical Letter of Credit
➺ Electrical Letter of Credit এ এলসি চালু হয় কবে?
উত্তর: ২৭ জানুয়ারি ২০১৫
➺ বাতাসের তীব্রতা ও গতির ভিত্তিতে ঘুর্ণিঝড়ের শ্রেণি কতটি?
উত্তর: ৬ টি
➺ সমুদ্র বন্দরের জন্য ঘুর্ণিঝড়ের সতর্কতা ও হুশিয়ারী সংকেত কতটি?
উত্তর: ১১টি
➺ নদী বন্দরের জন্য ঘুর্ণিঝড়ের সতর্কতা ও হুশিয়ারি সংকেত কতটি?
উত্তর: ৪ টি
➺ ২০১৫ সালে কতজন ২১ শে পদক লাভ করেন?
উত্তর: ১৫ জন
➺ ২০১৪ সালে কতজন বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন?
উত্তর: ৭ জন
➺ নতুন জাতের মিউজিকা কি?
উত্তর: অালু
➺ ২০১৫ সালের তৃতীয় বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
উত্তর: মালয়েশিয়া
➺ সরকারি যানবাহন অাইন-২০১৫ জাতীয় সংসদে পাস হয় কবে?
উত্তর: ২৪ ফেব্রুয়ারি ২০১৫
➺ বিশ্ব কৃষি ঐতিহ্য রক্ষা করতে কোন সংস্থা Globally Important Agriculture Heritage System ঘোষণা করেন?
উত্তর: খাদ্য ও কৃষি সংস্থা, ২০০২ সালকে।
➺ বর্তমানে বিশ্বের কতটি দেশে কতটি বিশ্ব কৃষি ঐতিহ্য সাইট রয়েছে?
উত্তর: ১৩ টি দেশে ৩১ টি
➺ বিশ্বের কোন সরকার বা রাষ্ট্র প্রধানের বেতন সর্বাধিক?
উত্তর: সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী সি হিয়েন লুং
➺ জন্মনিয়ন্ত্রণ পিলের জনক কে?
উত্তর: মার্কিন রসায়নবিদ কার্ল জারসি
➺ অাম অাদমি পার্টি কবে গঠিত হয়?
উত্তর: ২৬ নভেম্বর ২০১২
➺ ভারতে দিল্লির মুখ্যমন্ত্রীর নাম কি?
উত্তর: অরবিন্দ কেজরিওয়াল
➺ বর্তমান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি?
উত্তর: অ্যাশটন কার্টার
➺ অাল বাগদাদী শহর কোথায় অবস্থিত?
উত্তর: ইরাকের অানবার প্রদেশে।
➺ ৬ ফেব্রুয়ারি ২০১৫ কোন দেশের অাদালত স্বেচ্ছামৃত্যুর অাইনি স্বীকৃতি দেয়?
উত্তর: কানাডা
➺ বিশ্বের কোন দেশ সরকারি পৃষ্ঠপোষকতায় প্রথম ডিজিটাল মিদ্রা চালু হয়?
উত্তর: ইকুয়েডর, ফেব্রুয়ারি ২০১৫
➺ EMS এর পূর্ণরুপ কি?
উত্তর: Electronic Money System
➺ ইয়েমেনের ক্ষমতা দখলকারী গোষ্ঠীর নাম কি?
উত্তর: হুথি
➺ ইয়েমেনে বিল্পবী কমিটির প্রেসিডেন্ট কে?
উত্তর: মোহাম্মদ অালী অাল হুথি
➺ ইউক্রেনের স্বঘোষিত দুটি প্রজাতন্ত্রের নামকি?
উত্তর: দোনেৎস্ক ও লুহানস্ক
➺ দক্ষিণ সুদানের বিদ্রোহী নেতার নাম কি?
উত্তর: রিয়েক মাচার
➺ ছবি সম্পাদনার জন্য জনপ্রিয় সফটওয়্যার ফটোশপ এর যাত্রা শুরু হয় কবে?
উত্তর: ১৯ ফেব্রুয়ারি ১৯৯০
➺ ইরাকের রাজধানী বাগদাদের প্রথম নারী মেয়র কে?
উত্তর: জেকরা অালওয়াচ
➺ ওয়ানডে তথা বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ইনিংসের শেষ তিন বলে হ্যাটট্রিক করেন কে?
উত্তর: স্টিভেন ফিন।
➺ ২০১৫ সালের অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন –
উত্তর: নোভাক জোকোভিচ (সার্বিয়া), সেরেনা উইলিয়াম (যুক্তরাষ্ট্র)
➺ ১১ তম মহিলা বিশ্বকাপ ক্রিকেট কবে অনুষ্ঠিত হবে?
উত্তর: ৪-৭ অাগষ্ট ২০১৭
➺ ২০১৫ সালের ৩০ তম অফ্রিকা কাপ অব নেশন্সে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
উত্তর: অাইভরি কোস্ট।

No comments:

Post a Comment