eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Wednesday, September 14, 2016

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

● বিদ্যাসাগর কখন জন্মগ্রহণ করেন?
উত্তর: সেপ্টেম্বর ২০, ১৮২০
● বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: বীরসিংহ, হুগলি।
● বিদ্যাসাগর কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: জুলাই ২৯, ১৮৯১
● ঈশ্বরচন্দ্রের পারিবারিক নাম কি ছিল?
উত্তর: ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়
● বিদ্যাসাগর কি নামে স্বাক্ষর করতেন?
উত্তর: ঈশ্বরচন্দ্র শর্মা।
● ঈশ্বরচন্দ্র কত সালে বিদ্যাসাগর উপাধি পান?
উত্তর: এপ্রিল ২২, ১৮৩৯
● ঈশ্বরচন্দ্রকে কিসের জনক বলা হয়?
উত্তর: বাংলা গদ্যের
● বাংলা সাহিত্যে বিরাম চিহ্নের প্রবর্তন করেন কে?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
● বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি?
উত্তর: বেতালপঞ্চবিংশতি
● ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণের নাম কি?
উত্তর: ব্যাকরণ কৌমুদী
● ঈশ্বরচন্দ্রের শিক্ষামুলক বই: বর্ণপরিচয়, ঋজুপাঠ, ব্যাকরণ কৌমুদী, শব্দমঞ্জরী।
● ঈশ্বরচন্দ্রের ইংরেজী হতে বাংলায় অনুবাদকৃত বইসমূহ: বাঙালার ইতিহাস, জীবনচরিত, নীকিবোধ, বোধোদয়, কথামালা।
● ঈশ্বরচন্দ্রের হিন্দি হতে বাংলায় অনুবাদকৃত বই : বেতালপঞ্চবিংশতি।
● ঈশ্বরচন্দ্রের সংস্কৃত হতে বাংলায় অনুবাদকৃত বইসমূহ : শকুন্তলা, সীতারবনবাস।
● ঈশ্বরচন্দ্রের মৌলিক গ্রন্থসমূহ:
বজ্রবিলাস, রত্নপরীক্ষা, প্রভাবতী সম্ভাষণ।

No comments:

Post a Comment