● বিদ্যাসাগর কখন জন্মগ্রহণ করেন?
উত্তর: সেপ্টেম্বর ২০, ১৮২০
● বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: বীরসিংহ, হুগলি।
● বিদ্যাসাগর কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: জুলাই ২৯, ১৮৯১
● ঈশ্বরচন্দ্রের পারিবারিক নাম কি ছিল?
উত্তর: ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়
● বিদ্যাসাগর কি নামে স্বাক্ষর করতেন?
উত্তর: ঈশ্বরচন্দ্র শর্মা।
● ঈশ্বরচন্দ্র কত সালে বিদ্যাসাগর উপাধি পান?
উত্তর: এপ্রিল ২২, ১৮৩৯
● ঈশ্বরচন্দ্রকে কিসের জনক বলা হয়?
উত্তর: বাংলা গদ্যের
● বাংলা সাহিত্যে বিরাম চিহ্নের প্রবর্তন করেন কে?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
● বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি?
উত্তর: বেতালপঞ্চবিংশতি
● ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণের নাম কি?
উত্তর: ব্যাকরণ কৌমুদী
● ঈশ্বরচন্দ্রের শিক্ষামুলক বই: বর্ণপরিচয়, ঋজুপাঠ, ব্যাকরণ কৌমুদী, শব্দমঞ্জরী।
● ঈশ্বরচন্দ্রের ইংরেজী হতে বাংলায় অনুবাদকৃত বইসমূহ: বাঙালার ইতিহাস, জীবনচরিত, নীকিবোধ, বোধোদয়, কথামালা।
● ঈশ্বরচন্দ্রের হিন্দি হতে বাংলায় অনুবাদকৃত বই : বেতালপঞ্চবিংশতি।
● ঈশ্বরচন্দ্রের সংস্কৃত হতে বাংলায় অনুবাদকৃত বইসমূহ : শকুন্তলা, সীতারবনবাস।
● ঈশ্বরচন্দ্রের মৌলিক গ্রন্থসমূহ:
বজ্রবিলাস, রত্নপরীক্ষা, প্রভাবতী সম্ভাষণ।
No comments:
Post a Comment