● অাগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের সময় নিঃসৃত গলিত বা অর্ধগলিত সিলিকেটময় পদার্থকে বলে – লাভা।
● লাভা ক্রমাগত ফাটল বা উদগিরণ মুখের চারিদিকে জমা হয়ে যে উচু ভূমিরূপ সৃষ্টি করে তাকে বলে – অাগ্নেয়গিরি
● অাকাঙ্কাগুয়া মৃত অাগ্নেয়গিরির অবস্থান – অার্জেন্টিনা-চিলি।
● জাপানের যে পর্বতশৃঙ্গে সুপ্ত অাগ্নেয়গিরি রয়েছে – ফুজিয়ামা।
● হাওয়াই দ্বীপপুঞ্জেরর অবস্থান এবং উৎপত্তি – যুক্তরাষ্ট্রে। ২০ টি দ্বীপের সমন্বয়ে গঠিত, যা অাগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্ট।
● অাতিতলাম সক্রিয় অাগ্নেয়গিরি যে দেশে অবস্থিত – গুয়েতেমালা।
● মিয়ানমারের বিখ্যাত মৃত অাগ্নেয়গিরির নাম – পোপা।
● তাঞ্জানিয়ার বিখ্যাত নিষ্ক্রিয় অাগ্নেয়গিরিটির নাম – কিলিমাঞ্জারো।
● বিশ্বের সর্বোচ্চ অাগ্নেয়গিরি – চিলির ওডস ডেল স্যালাডা (৬৮৮৭ মিটার)।
● বিশ্বের কয়েকটি সর্বোচ্চ অাগ্নেয়গিরি :
➺ ওডস ডেল স্যালাডো (৬৮৮৭ মিটার) – চিলি
➺ নাসিমিন্টো ডি জ্যান্ডল (৬৮৫৮ মিটার) – অান্দিজ
➺ সেরো নেগ্রো (৬৮০০ মিটার) – অান্দিজ
➺ লুল্ল্যাইল্ল্যাকো (৬৭৯৩ মিটার) – চিলি
➺ নিভাদো ডি ট্রিজ ক্রুসিস (৬৭৮৮ মিটার) – অান্দিজ
● বিশ্বের কয়েকটি সক্রিয় অাগ্নেয়গিরি :
➺ অাতিতলাম – গুয়েতেমালা
➺ ইরাজু – কোস্টারিকা
➺ ইচিনিস্কিয়া – রাশিয়া
➺ ইরেবাস – কুমেরু
➺ ফুয়েগো – গুয়েতেমালা
➺ রাউঙ্গ – ইন্দোনেশিয়া
➺ র্যাঙ্গেল – যুক্তরাষ্ট্র
● বিশ্বের কয়েকটি সুপ্ত অাগ্নেয়গিরি :
➺ কিলিমাঞ্জারো – তাঞ্জানিয়া
➺ ওয়েলির্যাঙ্গ – ইন্দোনেশিয়া
➺ তমিবোরা – ইন্দোনেশিয়া
➺ মিস্তি – পেরু
➺ অাপো – ফিলিপাইন
➺ ফুজিয়ামা – জাপান
➺ পিডিস্কা – ইকুয়েডর
● বিশ্বের কয়েকটি মৃত অাগ্নেয়গিরি :
➺ অ্যাকাঙ্কাগুয়া – অার্জেন্টিনা ও চিলি
➺ এলব্রুজ – রাশিয়া
➺ পোপা – মিয়ানমার
➺ ক্যারিসিম্বি, মিনাকো – কঙ্গো
➺ চিম্বোরাজো – ইকুয়েডর
➺ ডেমাসেন্দ – ইরান
➺ ওরিজাবা – মেক্সিকো
● লাভা ক্রমাগত ফাটল বা উদগিরণ মুখের চারিদিকে জমা হয়ে যে উচু ভূমিরূপ সৃষ্টি করে তাকে বলে – অাগ্নেয়গিরি
● অাকাঙ্কাগুয়া মৃত অাগ্নেয়গিরির অবস্থান – অার্জেন্টিনা-চিলি।
● জাপানের যে পর্বতশৃঙ্গে সুপ্ত অাগ্নেয়গিরি রয়েছে – ফুজিয়ামা।
● হাওয়াই দ্বীপপুঞ্জেরর অবস্থান এবং উৎপত্তি – যুক্তরাষ্ট্রে। ২০ টি দ্বীপের সমন্বয়ে গঠিত, যা অাগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্ট।
● অাতিতলাম সক্রিয় অাগ্নেয়গিরি যে দেশে অবস্থিত – গুয়েতেমালা।
● মিয়ানমারের বিখ্যাত মৃত অাগ্নেয়গিরির নাম – পোপা।
● তাঞ্জানিয়ার বিখ্যাত নিষ্ক্রিয় অাগ্নেয়গিরিটির নাম – কিলিমাঞ্জারো।
● বিশ্বের সর্বোচ্চ অাগ্নেয়গিরি – চিলির ওডস ডেল স্যালাডা (৬৮৮৭ মিটার)।
● বিশ্বের কয়েকটি সর্বোচ্চ অাগ্নেয়গিরি :
➺ ওডস ডেল স্যালাডো (৬৮৮৭ মিটার) – চিলি
➺ নাসিমিন্টো ডি জ্যান্ডল (৬৮৫৮ মিটার) – অান্দিজ
➺ সেরো নেগ্রো (৬৮০০ মিটার) – অান্দিজ
➺ লুল্ল্যাইল্ল্যাকো (৬৭৯৩ মিটার) – চিলি
➺ নিভাদো ডি ট্রিজ ক্রুসিস (৬৭৮৮ মিটার) – অান্দিজ
● বিশ্বের কয়েকটি সক্রিয় অাগ্নেয়গিরি :
➺ অাতিতলাম – গুয়েতেমালা
➺ ইরাজু – কোস্টারিকা
➺ ইচিনিস্কিয়া – রাশিয়া
➺ ইরেবাস – কুমেরু
➺ ফুয়েগো – গুয়েতেমালা
➺ রাউঙ্গ – ইন্দোনেশিয়া
➺ র্যাঙ্গেল – যুক্তরাষ্ট্র
● বিশ্বের কয়েকটি সুপ্ত অাগ্নেয়গিরি :
➺ কিলিমাঞ্জারো – তাঞ্জানিয়া
➺ ওয়েলির্যাঙ্গ – ইন্দোনেশিয়া
➺ তমিবোরা – ইন্দোনেশিয়া
➺ মিস্তি – পেরু
➺ অাপো – ফিলিপাইন
➺ ফুজিয়ামা – জাপান
➺ পিডিস্কা – ইকুয়েডর
● বিশ্বের কয়েকটি মৃত অাগ্নেয়গিরি :
➺ অ্যাকাঙ্কাগুয়া – অার্জেন্টিনা ও চিলি
➺ এলব্রুজ – রাশিয়া
➺ পোপা – মিয়ানমার
➺ ক্যারিসিম্বি, মিনাকো – কঙ্গো
➺ চিম্বোরাজো – ইকুয়েডর
➺ ডেমাসেন্দ – ইরান
➺ ওরিজাবা – মেক্সিকো


No comments:
Post a Comment