eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Wednesday, September 14, 2016

ভৌত রসায়নের ধারণা

● বিজ্ঞানের যে শাখায় বস্তু বা পদার্থের গঠন, প্রস্তুত প্রণালী, ধর্মাবলী, ব্যবহার, তাপীয় ও বৈদ্যুতিক পরিবর্তন প্রভৃতি সুস্পষ্ট বিধিযোগে সুষ্ঠুরুপে পর্যালোচনা করা হয় তাকে বলা হয় – রসায়ন।
● প্রাচীন ও মধ্যযুগীয় রসায়ন চর্চা পরিচিত ছিল – অাল কেমি নামে।
● অাল কেমি শব্দটি উদ্ভুত – অারবি ‘অাল কেমিয়া’ থেকে, যা দিয়ে মিশরীয় সভ্যতাকে বুঝানো হতো।
● অাধুনিক রসায়নের জনক বলা হয় – জন ডাল্টনকে।
● ১৯১১ সালে অালফা কণা পরীক্ষার সাহায্যে নিউক্লিয়াস অাবিষ্কার করেন – নিউজিল্যান্ডের অার্নেস্ট রাতারফোর্ড।
● পর্যায় সারণির জনক – দিমিত্রি মেন্ডেলিফ।
● ‘পরমাণু অবিভাজ্য তাদের সৃষ্টি বা ধ্বংস নেই’ মতবাদটির প্রবক্তা – জন ডাল্টন।
● রসায়নের শাখাসমূহ :
➺ জৈব রসায়ন
➺ অজৈব রসায়ন
➺ ভৌত রসায়ন
➺ ফলিত রসায়ন
➺ প্রাণ রসায়ন
➺ নিউক্লিয়ার রসায়ন
➺ বিশ্লেষণমূলক রসায়ন
➺ ভেষজ রসায়ন
➺ তড়িৎ রসায়ন
➺ তাপ রসায়ন
➺ ফার্মেসি
➺ চিকিৎসা রসায়ন
➺ পলিমার রসায়ন
➺ বস্তুবিজ্ঞান
➺ পরিবেশ রসায়ন
➺ তাত্ত্বিক রসায়ন
● রসায়নের কিছু অাবিষ্কার ও অাবিষ্কারক:
অাবিষ্কার – অাবিষ্কারক – সাল – দেশ
➺ অক্সিজেন – জোসেফ প্রিস্টলি – ১৭৭৪ – যুক্তরাজ্য।
➺ হাইড্রোজেন – হেনরি ক্যাভেন্ডিস – ১৭৬৬ – যুক্তরাজ্য।
➺ ইলেবট্রোন – থমসন – ১৮৯৭ – যুক্তরাজ্য।
➺ প্রোটন – রাদারফোর্ড – ১৯১১ – যুক্তরাষ্ট্র।
➺ নিউট্রন – চ্যাডউইক – ১৯৩২ – যুক্তরাজ্য।
➺ বৈদ্যুকিক কোষ – অালেসান্দ্রো ভোল্টা – ১৮০০ – ইতালি।
➺ ডিনামাইট – অালফ্রেড নোবেল – ১৮৬২ – সুইডেন।
➺ শুষ্ককোষ – জর্জেস লেকল্যান্স – ১৮৬৪ – ফ্রান্স।
➺ পারমাণবিক সংখ্যা – মোসলে – ১৯১৩ – যুক্তরাজ্য।

No comments:

Post a Comment