Wednesday, September 14, 2016

ভৌত রসায়নের ধারণা

● বিজ্ঞানের যে শাখায় বস্তু বা পদার্থের গঠন, প্রস্তুত প্রণালী, ধর্মাবলী, ব্যবহার, তাপীয় ও বৈদ্যুতিক পরিবর্তন প্রভৃতি সুস্পষ্ট বিধিযোগে সুষ্ঠুরুপে পর্যালোচনা করা হয় তাকে বলা হয় – রসায়ন।
● প্রাচীন ও মধ্যযুগীয় রসায়ন চর্চা পরিচিত ছিল – অাল কেমি নামে।
● অাল কেমি শব্দটি উদ্ভুত – অারবি ‘অাল কেমিয়া’ থেকে, যা দিয়ে মিশরীয় সভ্যতাকে বুঝানো হতো।
● অাধুনিক রসায়নের জনক বলা হয় – জন ডাল্টনকে।
● ১৯১১ সালে অালফা কণা পরীক্ষার সাহায্যে নিউক্লিয়াস অাবিষ্কার করেন – নিউজিল্যান্ডের অার্নেস্ট রাতারফোর্ড।
● পর্যায় সারণির জনক – দিমিত্রি মেন্ডেলিফ।
● ‘পরমাণু অবিভাজ্য তাদের সৃষ্টি বা ধ্বংস নেই’ মতবাদটির প্রবক্তা – জন ডাল্টন।
● রসায়নের শাখাসমূহ :
➺ জৈব রসায়ন
➺ অজৈব রসায়ন
➺ ভৌত রসায়ন
➺ ফলিত রসায়ন
➺ প্রাণ রসায়ন
➺ নিউক্লিয়ার রসায়ন
➺ বিশ্লেষণমূলক রসায়ন
➺ ভেষজ রসায়ন
➺ তড়িৎ রসায়ন
➺ তাপ রসায়ন
➺ ফার্মেসি
➺ চিকিৎসা রসায়ন
➺ পলিমার রসায়ন
➺ বস্তুবিজ্ঞান
➺ পরিবেশ রসায়ন
➺ তাত্ত্বিক রসায়ন
● রসায়নের কিছু অাবিষ্কার ও অাবিষ্কারক:
অাবিষ্কার – অাবিষ্কারক – সাল – দেশ
➺ অক্সিজেন – জোসেফ প্রিস্টলি – ১৭৭৪ – যুক্তরাজ্য।
➺ হাইড্রোজেন – হেনরি ক্যাভেন্ডিস – ১৭৬৬ – যুক্তরাজ্য।
➺ ইলেবট্রোন – থমসন – ১৮৯৭ – যুক্তরাজ্য।
➺ প্রোটন – রাদারফোর্ড – ১৯১১ – যুক্তরাষ্ট্র।
➺ নিউট্রন – চ্যাডউইক – ১৯৩২ – যুক্তরাজ্য।
➺ বৈদ্যুকিক কোষ – অালেসান্দ্রো ভোল্টা – ১৮০০ – ইতালি।
➺ ডিনামাইট – অালফ্রেড নোবেল – ১৮৬২ – সুইডেন।
➺ শুষ্ককোষ – জর্জেস লেকল্যান্স – ১৮৬৪ – ফ্রান্স।
➺ পারমাণবিক সংখ্যা – মোসলে – ১৯১৩ – যুক্তরাজ্য।

No comments:

Post a Comment