➺ বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির — ঘনত্ব বেশি।
➺ পানির ঘনত্ব সবচেয়ে বেশ — ৪ ডিগ্রি তাপমাত্রায়।
➺ সবচেয়ে মৃদু পানির প্রাকৃতিক উৎস — বৃষ্টি।
➺ পানির ছোট ফোটা গোলাকৃতি হয় — পৃষ্ঠটানের জন্য।
➺ সাতার কাটা সহজ — সাগরে।
➺ উচ্চ পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্তপাতের সম্ভবনা থাকে, কারণ উচ্চ পর্বত চূড়ায় — বায়ুর চাপ কম।
➺ কোন বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুকালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানেই এটা থাকে কারণ — বস্তুর ঘনত্ব পানির ঘনত্ব সমান।
➺ পানিকে বরফে পরিণত করলে অায়তন — বাড়ে।
➺ প্লবতা বেশি — সমুদ্রের পানির।
➺ একটি জাহাজ সমুদ্র থেকে নদীতে প্রবেশ করলে জাহাজের তল — অারও ডুববে।
➺ স্থির তরলে কোন বস্তুকে নিমজ্জিত করলে সেই বস্তু উপরের দিকে যে লব্ধি বল অনুভব করে তকে বলে — প্লবতা।
➺ ভূমি থেকে বহু উপরে উঠলে শ্বাসকষ্ট হয় কারণ — উপরে বায়ুর চাপ কম।
➺ সমুদ্রের পানিতে সাতার কাটা সহজ হয় কারণ — পানির ঘনত্ব বেশি বলে উর্ধ্বমুখী চাপ বেশি হয়।
➺ তাপমাত্রা বড়লে তরলের পৃষ্ঠটান — হ্রাস পায়।
➺ জাহাজ পানিতে ভাসার কারণ ব্যাখ্রা করা হয় থাকে — অার্কিমিডিসের সূত্রের সাহায্যে।
➺ কোন ডুবন্ত বস্তুর ওজন সমঅায়তন তরলের ওজনের — বেশি।
➺ পানির ঘনত্ব সবচেয়ে বেশ — ৪ ডিগ্রি তাপমাত্রায়।
➺ সবচেয়ে মৃদু পানির প্রাকৃতিক উৎস — বৃষ্টি।
➺ পানির ছোট ফোটা গোলাকৃতি হয় — পৃষ্ঠটানের জন্য।
➺ সাতার কাটা সহজ — সাগরে।
➺ উচ্চ পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্তপাতের সম্ভবনা থাকে, কারণ উচ্চ পর্বত চূড়ায় — বায়ুর চাপ কম।
➺ কোন বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুকালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানেই এটা থাকে কারণ — বস্তুর ঘনত্ব পানির ঘনত্ব সমান।
➺ পানিকে বরফে পরিণত করলে অায়তন — বাড়ে।
➺ প্লবতা বেশি — সমুদ্রের পানির।
➺ একটি জাহাজ সমুদ্র থেকে নদীতে প্রবেশ করলে জাহাজের তল — অারও ডুববে।
➺ স্থির তরলে কোন বস্তুকে নিমজ্জিত করলে সেই বস্তু উপরের দিকে যে লব্ধি বল অনুভব করে তকে বলে — প্লবতা।
➺ ভূমি থেকে বহু উপরে উঠলে শ্বাসকষ্ট হয় কারণ — উপরে বায়ুর চাপ কম।
➺ সমুদ্রের পানিতে সাতার কাটা সহজ হয় কারণ — পানির ঘনত্ব বেশি বলে উর্ধ্বমুখী চাপ বেশি হয়।
➺ তাপমাত্রা বড়লে তরলের পৃষ্ঠটান — হ্রাস পায়।
➺ জাহাজ পানিতে ভাসার কারণ ব্যাখ্রা করা হয় থাকে — অার্কিমিডিসের সূত্রের সাহায্যে।
➺ কোন ডুবন্ত বস্তুর ওজন সমঅায়তন তরলের ওজনের — বেশি।


No comments:
Post a Comment