eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Wednesday, September 14, 2016

মাইকেল মধুসূদন দত্ত

● মধুসূদন কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: ২৫ জানুয়ারী ১৮২৪ সালে।
● মধুসূদন কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: যশোর জেলার সাগরদাড়ি গ্রামে
● মধুসূদন কত সাথে খ্রিষ্টধর্মে দীক্ষিত হন?
উত্তর: ১৮৪৩ সালে
● মধুসূদনের ছদ্মনাম কি?
উত্তর: টিমোথি পেনপোয়েম
● মধুসূদনের উপাধি কি ছিল?
উত্তর: মাইকেল।
● মধুসূদন কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: ২৯ জুন ১৮৭৩ সালে কোলকাতায়।
● বাংলা সাহিত্য প্রথম মহাকাব্য রচয়িতার নাম কি?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।
● বাংলা সাহিত্যের প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্যের নাম কি?
উত্তর: মেঘনাদ বধ।
● বাংলা সহিত্যে সনেটের প্রবর্তক কে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।
● বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলেন নাম কি?
উত্তর: চতুর্দশপদী কবিতাবলী।
● অমিত্রাক্ষর ছন্দের জনক কে?
উত্তর: মাইকেল মধুসুদন দত্ত।
● বাংলা সাহিত্য অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কি?
উত্তর: তিলোত্তমাসম্ভব।
● মাইকেল মধুসূদন রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কি?
উত্তর: দ্য ক্যাপটিভ লেডি।
● বাংলা সাহিত্যে প্রথম সার্থক নাট্যকারের নাম কি?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।
● বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটকের নাম কি?
উত্তর: শর্মিষ্ঠা
● বাংলা সাহিত্যে প্রথম অাধুনিক নাটকের নাম কি?
উত্তর: শর্মিষ্ঠা
● বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি নাটকের নাম কি?
উত্তর: কৃষ্ণকুমারী।
● মাইকেল মধুসূদন রচিত প্রথম নাটকের নাম কি?
উত্তর: শর্মিষ্ঠা।
● বাংলা সাহিত্যে প্রহসনের জনক কে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত
● বাংলা সাহিত্যে প্রথম প্রহসনের নাম কি?
উত্তর: একেই কি বলে সভ্যতা?
● বাংলা সাহিত্যে পত্রকাব্যের জনক কে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।
● বাংলা সাহিত্যে প্রথম পত্রকাব্যের নাম কি?
উত্তর: বীরাঙ্গনা
● বাংলা সাহিত্যের অাধুনিকতার জনক কে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।
● দত্তকুলোদ্ভব কবি বলা হয় কাকে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।
● মাইকেল মধুসূদন দত্তের দেশ প্রেমের প্রবল প্রকাশ ঘটেছে –
উত্তর: সনেটে।
● মাইকেল মধুসূদন দত্তের নাটক সমূহ :
➺ শর্মিষ্ঠা
➺ পদ্মাবতী
➺ কৃষ্ণকুমারী
➺ হেক্টরবধ
➺ মায়াকানন
● মধুসূদন দত্তের কাব্যগ্রন্থসমূহ :
➺ মেঘনাদ বধ
➺ দ্য ক্যাপটিভ লেডি
➺ তিলোত্তমাসম্ভব
➺ ব্রজাঙ্গনা
➺ বীরাঙ্গনা
➺ চতুর্দশপদী কবিতাবলী
● মধুসূদনের প্রহসন সমূহ :
➺ একেই কি বলে সভ্যতা
➺ বুড়ো শালিকের ঘাড়ে রোঁ।

No comments:

Post a Comment