Wednesday, September 14, 2016

মাইকেল মধুসূদন দত্ত

● মধুসূদন কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: ২৫ জানুয়ারী ১৮২৪ সালে।
● মধুসূদন কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: যশোর জেলার সাগরদাড়ি গ্রামে
● মধুসূদন কত সাথে খ্রিষ্টধর্মে দীক্ষিত হন?
উত্তর: ১৮৪৩ সালে
● মধুসূদনের ছদ্মনাম কি?
উত্তর: টিমোথি পেনপোয়েম
● মধুসূদনের উপাধি কি ছিল?
উত্তর: মাইকেল।
● মধুসূদন কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: ২৯ জুন ১৮৭৩ সালে কোলকাতায়।
● বাংলা সাহিত্য প্রথম মহাকাব্য রচয়িতার নাম কি?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।
● বাংলা সাহিত্যের প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্যের নাম কি?
উত্তর: মেঘনাদ বধ।
● বাংলা সহিত্যে সনেটের প্রবর্তক কে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।
● বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলেন নাম কি?
উত্তর: চতুর্দশপদী কবিতাবলী।
● অমিত্রাক্ষর ছন্দের জনক কে?
উত্তর: মাইকেল মধুসুদন দত্ত।
● বাংলা সাহিত্য অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কি?
উত্তর: তিলোত্তমাসম্ভব।
● মাইকেল মধুসূদন রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কি?
উত্তর: দ্য ক্যাপটিভ লেডি।
● বাংলা সাহিত্যে প্রথম সার্থক নাট্যকারের নাম কি?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।
● বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটকের নাম কি?
উত্তর: শর্মিষ্ঠা
● বাংলা সাহিত্যে প্রথম অাধুনিক নাটকের নাম কি?
উত্তর: শর্মিষ্ঠা
● বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি নাটকের নাম কি?
উত্তর: কৃষ্ণকুমারী।
● মাইকেল মধুসূদন রচিত প্রথম নাটকের নাম কি?
উত্তর: শর্মিষ্ঠা।
● বাংলা সাহিত্যে প্রহসনের জনক কে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত
● বাংলা সাহিত্যে প্রথম প্রহসনের নাম কি?
উত্তর: একেই কি বলে সভ্যতা?
● বাংলা সাহিত্যে পত্রকাব্যের জনক কে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।
● বাংলা সাহিত্যে প্রথম পত্রকাব্যের নাম কি?
উত্তর: বীরাঙ্গনা
● বাংলা সাহিত্যের অাধুনিকতার জনক কে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।
● দত্তকুলোদ্ভব কবি বলা হয় কাকে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।
● মাইকেল মধুসূদন দত্তের দেশ প্রেমের প্রবল প্রকাশ ঘটেছে –
উত্তর: সনেটে।
● মাইকেল মধুসূদন দত্তের নাটক সমূহ :
➺ শর্মিষ্ঠা
➺ পদ্মাবতী
➺ কৃষ্ণকুমারী
➺ হেক্টরবধ
➺ মায়াকানন
● মধুসূদন দত্তের কাব্যগ্রন্থসমূহ :
➺ মেঘনাদ বধ
➺ দ্য ক্যাপটিভ লেডি
➺ তিলোত্তমাসম্ভব
➺ ব্রজাঙ্গনা
➺ বীরাঙ্গনা
➺ চতুর্দশপদী কবিতাবলী
● মধুসূদনের প্রহসন সমূহ :
➺ একেই কি বলে সভ্যতা
➺ বুড়ো শালিকের ঘাড়ে রোঁ।

No comments:

Post a Comment