eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Tuesday, November 29, 2016

মনে রাখার সহজ কৌশল

৩৭তম বিসিএস প্রিলি প্রস্তুতি
==মনে রাখার সহজ কৌশল
. ============

বাংলা সাহিত্যর জনক
____________________________

@ বাংলা গদ্য সাহিত্য – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
@চলিত রীতিতে/ বীরবলীয় রীতিতে  গদ্যের জনক – প্রমথ চৌধুরী
@আধুনিক বাংলা কবিতা – জীবনানন্দ দাশ
@ বাংলা সনেট – মাইকেল মধুসূদন দত্ত
@ আধুনিক বাংলা নাটক - মাইকেল মধূ সূদন দত্ত

@অমিত্রাক্ষর ছন্দ - মাইকেল মধূ সূদন দত্ত
@ মহাকাব্য >>মাইকেল মধুসূদন দত্ত
@ বাংলা উপন্যাস – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

@বাংলা ছোট গল্প – রবীন্দ্রনাথ ঠাকুর
@ গদ্য ছন্দ - রবীন্দ্রনাথ ঠাকুর
@ মুক্ত ছন্দ – কাজী নজরুল ইসলাম
@ গীতিকবিতার >> বিহারীলাল চক্রবর্তী

=

বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন- চর্যাপদ।
বাংলা সাহিত্যের প্রাচীনতম সৃষ্টি- ছড়া।
বাংলা সাহিত্যের প্রাচীনতম রূপ- কাব্য।
বাংলা সাহিত্যের সমৃদ্ধধারা- গীতিকবিতা।
বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা- ছোটগল্প।
=

মনে রাখার সহজ উপায়...
-.....................................
বাংলা বর্ণমালার পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন বর্ণ।
.
৩২ (২৬:৬) , ৮ (৭: ১) ,১০ ( ৬: ৪)
বাখ্যাঃ
১। মোট পূর্ণমাত্রার বর্ণ ৩২ টি ( ২৬ টি ব্যঞ্জনবর্ণ + ৬ টি স্বরবর্ণ )
২। মোট অর্ধমাত্রার বর্ণ ৮ টি ( ৭ টি ব্যঞ্জনবর্ণ + ১ টি স্বরবর্ণ )
৩। ১০ টি মাত্রাহীন ( ৬ টি ব্যঞ্জনবর্ণ + ৪ টি স্বরবর্ণ )
.আ,সু নি বি এই ৪টি উপসর্গ তত্সম ও খাঁটি বা্ংলা উভয়েই আছে
===================================
মনে রাখার সহজ উপায়
-------------------------
বিদেশী উপসর্গ
.
আরবি>>> #গর  #লা #বাজে #আম    #খাস?
.
ইংরেজি >> #হেড সাহেব(#সাব) #হাফ ও #ফুল হাতা শার্ট পরেন।
.
হিন্দি>> হর হরেক
.
ফারসি>> #না #ফি‘র #বর #‘বদ”মায়েশ, #‘‘বে,আদব, #কমজোর, ও #ব‘কলম।
.
কিন্তু #কার‘বার ও #দর‘দালানে তিনি #নিম‘রাজি।
=========================
কবি নজরুলের নিষিদ্ধ ৫টি গ্রন্থ সহজে মনে রাখার উপায়।
.===============================
BJP  VC
.
B= বিষের বাঁশী
J= যুগবাণী
P= প্রলয়শিখা
.
V= ভাঙ্গার গান
C= চন্দ্রবিন্দু
==========================
বাংলা সাহিত্যের  পঞ্চপাণ্ডবের নাম মনে রাখুন সহজেই !!!
============
টেকনিক >>> অবুজ .বিসু
.
অ= অমিয় চক্রবর্তী
বু = বুদ্ধদেব বসু
জ= জীবনানন্দ দাস
.
বি = বিঞ্চু দে
সু = সুধীন্দ্রনাথ দত্ত
=========================
মাত্রাবৃত্ত ছন্দের কবিতাগুলো মনে রাখার টেকনিকঃ
"পাঞ্জেরী আঠারো বছর বয়সে সোনার জীবন কবর দিল"
★পাঞ্জেরী- পাজ্ঞেরী
★আঠারো বছর বয়সে-আঠারো বছর বয়স,
★সোনার - সোনার তরী,
★জীবন- জীবন বন্দনা
★কবর- কবর।

(আমার পূর্ব বাংলা - গদ্য ছন্দে রচিত। বাকী সব অক্ষরবৃত্ত)
, বি:দ্র : চর্যাপদ >> মাত্রাবৃত্ত ছন্দে

=================
=
কিছু উপাধী যা মাঝে মাঝে  কনফিউশনে ফেলে দেয় !
===================================
বাবা মোজাম্মেলের শান্তি নাই মেয়ে যতির দু:খ
দেখে কারন মেয়ের জামাই গোবিন্দর স্বভাব খারাপ
এখানে,
মোজাম্মেল হক - শান্তিপুরের কবি
যতীন্দ্রনাথ সেনগুপ্ত - দু:খবাদী কবি
গোবিন্দ দাস - স্বভাব কবি
.
________ মুকুন্দের কবিতা চরন পরে সিরাজী স্বপ্ন
দেখে বাট নেতাজী সুভাষের পদাবলে স্বপ্ন ভঙগ হয়
এখানে,
মুকুন্দ দাস - চারণ কবি
ইসমাইল হোসেন সিরাজী - স্বপ্নাতুর কবি
সুভাষ মুখোপাধ্যায় - পদাতিক কবি
.=====
নাগরিক কবি :
.
প্রথম নাগরিক কবি - ভারত চন্দ্র ( রায় গুনাকর)
নাগরিক কবি - শামসুর রহমান
আধুনিক যুগের নাগরিক কবি - সমর সেন
বাংলাদেশের কবিদের কবি >> নির্মেলেন্দু গুন।
.
বিদ্রোহ কবি :
বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি - মধুসূধন দও
বিদ্রোহী কবি খ্যাত - নজরুল
তাছাড়া,
ক্লাসিক কবি - সুধীন্দ্রনাথ দও
কিশোর কবি - সুকান্ত
মরমী কবি - হাছান রাজা
মার্কসবাদী - বিষ্ণু দে
সাহিত্যে স্বরস্বতী - নূরন্নেসা খাতুন
কাব্য সুধাকর - গোলাম মুস্তফা
কবি কঙকন - মুকুন্দরাম চক্রবর্তী
কবি কণ্ঠহার >> ভারতচন্দ্র রায়গুনাকর ।
মিথিলার কবি >> বিদ্যাপতি
==================
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাসসমূহ :
.
একটি শব্দে মনে রাখার সহজ উপায় -----
.
#আদেশ

আ= আনন্দমঠ
দে= দেবী চৌধুরানী
শ= সীতারাম
-
তারাশঙ্করের ত্রয়ী উপন্যাস
-=====================
টেকনিক >পঞ্চ ধাত্রী গণদেবতার পূজা করে
এখন মিলিয়ে নিন
পঞ্চগ্রাম , ধাত্রীদেবতা, গণদেবতা
. ======================
নবীনচন্দ্রের ত্রয়ী উপন্যাস
--------------

.রৈবতক কুরুক্ষেত্রে প্রভাস করে
. এখন মিলিয়ে নিন
১। রৈবতক
২। কুরুক্ষেত্র
৩। প্রভাস
====================
মনে রাখার কৌশল :
নিপাতনে সিদ্ধ সন্ধি:
টেকনিক-১
নিপাতনে সিদ্ধ স্বর সন্ধি:
----------------------------
#স্বৈর  রাজা #গবেন্দ্র , তাঁর দুই #মন্ত্রী #গবেশ্বর ও #শুদ্বোধন -কে নিয়ে সকাল বেলার #মার্তণ্ড (সূর্য) দেখবেন বলে #গবাক্ষ ( জানালা) পথে তাকালেন । একদিকে দেখলেন #শারঙ্গ ( এক প্রকার বাদ্যযন্ত্র ) হাতে এক #প্রৌঢ় #কুলটা ( সমাজ যাদের অসতী বলে) নারী। তার #সীমন্ত (সিথিঁ ) এলোমেলো দেখেলেন #অক্ষৌহিণী (২১৮৭০০ যোদ্ধাবিশিষ্ট সেনাদল) সহ তাঁর সেনাপতি ও #অন্যান্য মন্ত্রী রাজাকে ক্ষমতাচ্যুত করার জন্য আসছেন।
মিলিয়ে নিন:
--------------
#স্বৈর
#মন্ত্রী
#গবেশ্বর ও #শুদ্বোধন
#মার্তণ্ড
#গবাক্ষ
#শারঙ্গ
#প্রৌঢ় #কুলটা
#সীমন্ত
#অক্ষৌহিণী
#অন্যান্য
---------------
টেকনিক-২
নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন  সন্ধি:
-----------------------
#পতঞ্জলি ও #মনীষা #আশ্চর্য হয়ে #পরস্পর তাকায় । সেই #তস্করকে (চোরকে) তারা চিনে ফেলে। গত #বৃহস্পতিবার #ষোড়শ অথবা একাদশ জন মিলে দ্যুলোকের #গোষ্পদ আর #বনস্পতি এরা ধ্বংস করেছে।
মিলিয়ে নিন:
-------------
#পতঞ্জলি ও #মনীষা #আশ্চর্য
#পরস্পর
#তস্করকে
#বৃহস্পতিবার #ষোড়শ
#গোষ্পদ আর #বনস্পতি
------------------------
টেকনিক-৩
-----------------
বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি:
---------------------
চুরির ঘটনা  তারা কোনো #সংস্কার না রেখেই #সংস্কৃত ভাষায় #পরিষ্কারভাবে #উত্থাপন করে এবং এতে এক #পরিস্কৃত #সংস্কৃতির #উত্থান ঘটে।
মিলিয়ে নিন:
--------
#সংস্কার
#সংস্কৃত
#পরিষ্কার
#উত্থাপন
#পরিস্কৃত #সংস্কৃতির #উত্থান
-----------------------

টেকনিক-৪
নিপাতনে সিদ্ধ বিসর্গ  সন্ধি:
-------------------------------------
#বাচস্পতি বাবুর স্নেহের #আস্পদ #হরিশ্চন্দ্র । তিনি #অহরহ #শির:পীড়ায় ভোগেন ।তাই #প্রাত:কালে তিনি #ভাস্কর (সূর্য) দেখতে পান না বলে #অহর্নিশ #মন:কষ্টে আছেন।
মিলিয়ে নিন:
-------------
#বাচস্পতি
#আস্পদ #হরিশ্চন্দ্র
#অহরহ #শির:পীড়ায়
#প্রাত:কালে
#ভাস্কর
#অহর্নিশ #মন:কষ্টে
তথ্যসুত্র: ড.সৌমিত্র শেখর

.
.=============================
কবি সাহিত্যিকদের উৎসর্গকর্ম
=======================
১.বসন্ত >>> রবীন্দ্রনাথ ঠাকুর >>> উৎসর্গ করেন >>> কাজী নজরুল ইসলামকে।
২.তাসের দেশ >>> রবীন্দ্রনাথ ঠাকুর >>> উৎসর্গ করেন >>> নেতাজি সুভাষ চন্দ্রকে।
৩.কালের যাত্রা >>> রবীন্দ্রনাথ ঠাকুর >>> উৎসর্গ করেন >>> শরৎচন্দ্র চট্টোপ্যাধায়কে।
৪.চার অধ্যায় >>> রবীন্দ্রনাথ ঠাকুর >>> উৎসর্গ করেন >>> কারাবন্দীদের।
৫. পূরবী  >>> রবীন্দ্রনাথ ঠাকুর >>> উৎসর্গ করেন >>> ভিক্টোরিয়া ওকম্পা ।
৬.সঞ্চিতা >>> কাজী নজরুল ইসলাম >>> উৎসর্গ করেন >>> রবীন্দ্রনাথ ঠাকুরকে।
৭.ছায়ানট >>> কাজী নজরুল ইসলাম >>>উৎসর্গ করেন >>> মুজাফফর আহম্মদকে।
৮.অগ্নিবীণা >>>কাজী নজরুল ইসলাম >>> উৎসর্গ করেন >>> বারীন ঘোষকে।
৯.চিত্তনামা >>> কাজী নজরুল ইসলাম >>> উৎসর্গ করেন >>> বাসন্তী দেবীকে।
১০.সর্বহারা >>> কাজী নজরুল ইসলাম >>> উৎসর্গ করেন >>>বিরজা সুন্দরীকে।
১১সন্ধ্যা >>> কাজী নজরুল ইসলাম >>> উৎসর্গ করেন >>> মাদারীপুরের শান্তি সেনা ও বীর সেনাদেরকে।
১২.বসন্তকুমারী >>> মীর মশাররফ হোসেন >>> উৎসর্গ করেন >>> নবাব আব্দুল লতিফকে।
==================
=================

No comments:

Post a Comment