eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Tuesday, November 29, 2016

গণিত: সিরিজ/ধারা (সূত্রাবলী)


১. 1+2+3+4+......+ n হলে এরূপ ধারার সমষ্টি =
[n(n+1)/2]
২. প্রথম n পদের বর্গের সমষ্টি = [n(n+1)2n
+1)/6]
৩. প্রথম n পদের ঘনের সমষ্টি = [n(n+1)/2]2
৪. পদ সংখ্যা = [(শেষ পদ – প্রথম পদ)/প্রতি
পদে বৃদ্ধি] + ১
৫. সমষ্টি = [(১ম পদ + শেষ পদ)/২] x পদসংখ্যা
৬. n তম পদ = a + (n-1)d ‌এখানে, n = পদসংখ্যা,
a = ১ম পদ, d = সাধারণ অন্তর
৭. n সংখ্যক পদের সমষ্টি = n/2[2a+(n-1)d]
৮. ১ম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি = n2
৯. ১ম n সংখ্যক জোড় সংখ্যার সমষ্টি = n(n
+1)
১০. ১ম n সংখ্যক ক্রমিক ধারার গড় = (১ম পদ +
শেষ পদ)/2
গুরুত্বপূর্ণ সমাধান:
* 1+2+3+4+…………+100 = ?
Solu: [n(n+1)/2] = [100(100+1)/2] = 5050
* 1^2+2^2+3^2+42+…………+50^2 = ?
Solu: [n(n+1)2n+1)/6] = [50(50+1)2x50+1)/6] =
42925
* 1^3+2^3+3^3+4^3+…………+10^3 = ?
Solu: [n(n+1)/2]2 = [10(10+1)/2]2 = 3025
* log2 + log4 + log8 + … ধারার 10টি পদের
সমষ্টি কত?
Solu: log2 + log22 + log23 + … + log210
= (1+2+3+ … + 10)log2 = [10(10+1)/2] log2 =
55log2
* 5+10+15+…………+50 =?
Solu: পদসংখ্যা = [(শেষ পদ – প্রথম পদ)/প্রতি
পদে বৃদ্ধি] + ১ = [(50 – 5)/5] + 1 = 10
সুতরাং, সমষ্টি = [(5 + 50)/2] x 10 = 275
* পরপর ১০টি সংখ্যা দে3য়া দেয়া আছে, ১ম
৫টির যোগফল ৫৬০ হলে, শেষ ৫টির যোগফল
কত?
উত্তর: ৫৬০ + ৫২ = ৫৮৫
* পরপর ৬টি সংখ্যা দেয়া আছে, শেষ ৩টির
যোগফল ৩৬ হলে, প্রথম ৩টির যোগফল কত?
উত্তর: ৩৬-৩২ = ২৭
ল.সা.গু এবং গ.সা.গু
* দুটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুটির
ল.সা.গু ৯৬ হলে, গ.সা.গু কত?
উত্তর: সংখ্যা দুটির গুণফল = ল.সা.গু x গু.সা.গু
বা, ১৫৩৬ = ৯৬ x গু.সা.গু
সুতরাং, গু.সা.গু = ১৬
* একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার
পরিধি ৩ মি. পেছনের চাকার পরিধি ৪ মি.।
গাড়িটি কত পথ গেলে সামনের চাকা
পেছনের চাকার চেয়ে ১০০ বার বেশি ঘুরবে?
উত্তর: ৩ x ৪ x ১০০ = ১২০০ মিটার = ১.২ কি.মি.।

No comments:

Post a Comment