eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Tuesday, December 6, 2016

গুরুত্বপুর্ণ__সমার্থক__শব্দঃ


------------------------------
------------------------------
#অগ্নি - অনল, পাবক, আগুন, দহন, সর্বভূক, শিখা, হুতাশন, বহ্নি, বৈশ্বানর, কৃশানু, বিভাবসু, সর্বশুচি
#অন্ধকার - আঁধার, তমঃ, তমিস্রা, তিমির, আন্ধার, তমস্র, তম
অতনু মদন, অনঙ্গ, কাম, কন্দর্প
#আকাশ - আসমান, অম্বর, গগন, নভোঃ, নভোমণ্ডল, খগ, ব্যোম,
অন্তরীক্ষ
#আলোক - আলো, জ্যোতি, কিরণ, দীপ্তি, প্রভা
#ইচ্ছা - আকাঙ্ক্ষা, অভিলাষ, অভিরুচি, অভিপ্রায়, আগ্রহ, স্পৃহা,
কামনা, বাসনা, বাঞ্চা, ঈপ্সা, ঈহা
#কপাল - ললাট, ভাল, ভাগ্য, অদৃষ্ট, নিয়তি, অলিক
#কোকিল - পরভৃত, পিক, বসন্তদূত
#কন্যা - মেয়ে, দুহিতা, দুলালী, আত্মজা, নন্দিনী, পুত্রী, সূতা,
তনয়া
#গরু - গো, গাভী, ধেনু
#ঘোড়া - অশ্ব, ঘোটক, তুরগ, বাজি, হয়, তুরঙ্গ, তুরঙ্গম
#ঘর- গৃহ, আলয়, নিবাস, আবাস, আশ্রয়, নিলয়, নিকেতন, ভবন,
সদন, বাড়ি, বাটী, বাসস্থান
#চক্ষু - চোখ, আঁখি, অক্ষি, লোচন, নেত্র, নয়ন, দর্শনেন্দ্রিয়
#চন্দ্র - চাঁদ, চন্দ্রমা, শশী, শশধর, শশাঙ্ক, শুধাংশু, হিমাংশু,
সুধাকর, সুধাংশু, হিমাংশু, সোম, বিধু, ইন্দু, নিশাকর,
নিশাকান্ত, মৃগাঙ্ক, রজনীকান্ত
#চুল - চিকুর, কুন্তল, কেশ, অলক,
#জননী - মা, মাতা, প্রসূতি, গর্ভধারিণী, জন্মদাত্রী,
#দিন - দিবা, দিবস, দিনমান
#দেবতা - অমর, দেব, সুর, ত্রিদশ, অমর, অজর, ঠাকুর
#দ্বন্দ্ব - বিরোধ, ঝগড়া, কলহ, বিবাদ, যুদ্ধ
#তীর - কূল, তট, পাড়, সৈকত, পুলিন, ধার, কিনারা
#নারী - রমণী, কামিনী, মহিলা, স্ত্রী, অবলা, স্ত্রীলোক,
অঙ্গনা, ভাসিনী, ললনা, কান্তা, পত্নী, সীমন্তনী
#নদী - তটিনী, তরঙ্গিনী, প্রবাহিনী, শৈবালিনী, স্রোতস্বতী,
স্রোতস্বিনী, গাঙ, স্বরিৎ, নির্ঝরিনী, কল্লোলিনী
#নৌকা - নাও, তরণী, জলযান, তরী
#পণ্ডিত - বিদ্বান, জ্ঞানী, বিজ্ঞ, অভিজ্ঞ
#পদ্ম - কমল, উৎপল, সরোজ, পঙ্কজ, নলিন, শতদল, রাজীব,
কোকনদ, কুবলয়, পুণ্ডরীক, অরবিন্দ, ইন্দীবর, পুষ্কর,
তামরস, মৃণাল, সরসিজ, কুমুদ
#পৃথিবী - ধরা, ধরিত্রী, ধরণী, অবনী, মেদিনী, পৃ, পৃথ্বী, ভূ, বসুধা,
বসুন্ধরা, জাহান, জগৎ, দুনিয়া, ভূবন, বিশ্ব, ভূ-মণ্ডল
পর্বত শৈল, গিরি, পাহাড়, অচল, অটল, অদ্রি, চূড়া, ভূধর, নগ,
শৃঙ্গী, শৃঙ্গধর, মহীধর, মহীন্দ্র
#পানি - জল, বারি, সলিল, উদক, অম্বু, নীর, পয়ঃ, তোয়, অপ, জীবন,পানীয়
#পুত্র - তনয়, সুত, আত্মজ, ছেলে, নন্দন
#পত্নী - জায়া, ভার্যা, ভামিনী, স্ত্রী, অর্ধাঙ্গী, সহধর্মিণী,
জীবন সাথী, বউ, দারা, বনিতা, কলত্র, গৃহিণী, গিন্নী
#পাখি - পক্ষী, খেচর, বিহগ, বিহঙ্গ, বিহঙ্গম, পতত্রী, খগ, অণ্ডজ,
শকুন্ত, দ্বিজ
#বৃক্ষ- গাছ, শাখী, বিটপী, অটবি, দ্রুম, মহীরূহ, তরু, পাদপ
বন অরণ্য, জঙ্গল, কানন, বিপিণ, কুঞ্জ, কান্তার, অটবি,
বনানী, গহন
#বায়ু- বাতাস, অনিল, পবন, হাওয়া, সমীর, সমীরণ, মারুত, গন্ধবহ
#বিদ্যুত- বিজলী, ত্বড়িৎ, ক্ষণপ্রভা, সৌদামিনী, চপলা, চঞ্চলা,
দামিনী, অচিরপ্রভা, শম্পা
#মানুষ- ‍মানব, মনুষ্য, লোক, জন, নৃ, নর, মাটি ক্ষিতি, মৃত্তিকা,
#মেঘ- জলধর, জীমৃত, বারিদ, নীরদ, পয়োদ, ঘন, অম্বুদ, তায়দ,
পয়োধর, বলাহক, তোয়ধর
#রাত- রাত্রি, রজনী, নিশি, যামিনী, শর্বরী, বিভাবরী, নিশা,নিশিথিনী, ক্ষণদা, ত্রিযামা
#শরীর- দেহ, বিগ্রহ, কায়, কলেবর, গা, গাত্র, তনু, অঙ্গ, অবয়ব
#সর্প- সাপ, অহি, আশীবিষ, উরহ, নাগ, নাগিনী, ভুজঙ্গ, ভুজগ,
ভুজঙ্গম, সরীসৃপ, ফণী, ফণাধর, বিষধর, বায়ুভুক
#স্ত্রী- পত্নী, জায়া, সহধর্মিণী, ভার্যা, বেগম, বিবি, বধূ,
#স্বর্গ- দেবলোক, দ্যুলোক, বেহেশত, সুরলোক, দ্যু, ত্রিদশালয়,
ইন্দ্রালয়, দিব্যলোক, জান্নাত
#সাগর- সমুদ্র, সিন্ধু, অর্ণব, জলধি, জলনিধি, বারিধি, পারাবার,
রত্নাকর, বরুণ, দরিয়া, পারাবার, বারীন্দ্র, পাথার,
বারীশ, পয়োনিধি, তোয়ধি, বারিনিধি, অম্বুধি
#সূর্য- রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক,
ভানু, তপন, আদিত্য, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর,
কিরণমালী, অরুণ, মিহির, পুষা, সূর, মিত্র, দিনপতি,
বালকি, অর্ষমা
#হাত- কর, বাহু, ভুজ, হস্ত, পাণি
#হস্তী- হাতি, করী, দন্তী, মাতঙ্গ, গজ, ঐরাবত, দ্বিপ, দ্বিরদ,
বারণ, কুঞ্জর,
#ঢেউ- তরঙ্গ, ঊর্মি, লহরী, বীচি, মওজ
-----------

No comments:

Post a Comment