eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Wednesday, July 19, 2017

মডেল টেস্ট-১২

মডেল টেস্ট-১২
----------------------
পূর্ণমান : ২৫। সময় : ১২.৫মিনিট

১। এ পর্যন্ত কতজন বাঙালি নোবেল পায়?
২। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের কোন খেলোয়াড় প্রথম সেঞ্চুরি করে?
৩। বাংলাদেশ কবে আেইসিসি ট্রফি তে চ্যাম্পিয়ন হয়?
৪। অ্যাবে ইকোনোমিকস এর উদ্যোক্তা কে?
৫। COP-21 এর সম্মেলন কোথায় হবে?
৬।clash of Civilisationতত্ত্বের প্রবক্তা কে?
৭। পিং পং ডিপ্লোমেসি কোন দেশসমুহের মধ্যে অন্তভূক্ত?
৮।কূটনীতি বিষয়ক কনভেনশনের নাম কি?
৯। ১৯৯২সালের রিও ডি জেনেরিও সম্মেলন কত দফা কর্মসূচি গ্রহণ করা হয় ?
১০। যুক্তরাষ্ট্র বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল করে?
১১। ৩-জি প্রযুক্তি কোন দেশ প্রথম চালু করে?
১২। বাংলাদেশে রামসার এলাকা কয়টি?
১৩। নেলসন মেন্ডেলাকে কোন দ্বীপে নির্বাসন দেয়া হয
১৪। কিউবায় ক্ষেপনাস্ত্র সংকট কবে হয়েছিল?
১৫।১৯৫৫ NAM এর বান্দুং সম্মেলনে কয়টি নীত গৃহীত হয় ?
১৬। যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে কোন রাষ্ট্রটি ক্রয় করে?
১৭। সম্প্রতি যুক্তরাজ্যের নির্বাচনে কতজন বাঙালি নির্বাচিত হন ?
১৮। ২০১৫সালের নোবেলসাহিত্যে পুরস্কার জয়ীকে?
১৯। ২০১৫সালের ম্যাব অব বুকার জয়ী জ্যামাইক্যান মারলন জেমস এর বইটির নাম কি?
২০। জেসমিন বিপ্লব কোন দেশে হয়েছিল?
২১।ন্যাশনাল কোয়াডেট কোন দেশের সুশীল সমাজ।
২২। উরাল পর্বতমালা কোথায় অবস্থিত?
২৩।পৃথিবীর সর্ব দক্ষিণের নগরী ?
২৪। যুক্তরাষ্ট্র ও কিউবাকে পৃথক করেছে কোন প্রণালি ?
২৫।লাইন অব ডিমারকেশন কোন দেশের সীমারেখা ?
-------------------------------------------
উত্তর: ১। ৩ জন, ২।মাহমুদুল্লাহ, ৩।১৯৯৭, ৪।শিঞ্জো আবে, ৫।প্যারিস, ৬। হ্যাংটিন টন ৭।চীন-যুক্তরাষ্ট্র, , ৮।১৯৬১, ৯।২৭দফা ,১০। ২০১৩সালে ,১১।জাপান ১২।৩টি ১৩।roben ১৪। ১৯৬২। ১৫। ১০টি। ১৬ ।আলাস্কা ১৭। ৩জন ১৮।স্তাভেলতানা আলেক্সিভিস,১৯।তৃতীয় উপন্যাস 'এ ব্রিফ হিস্ট্রি অব সেভেন কিলিং'। ২০। তিউনিসিয়া, ২১তিউনিসিয়া, ২২। রাশিয়া ২৩. পুুয়েটো উইলিয়ামস ২৪। ফ্লোরিডা প্রণালি ২৫। স্পেন -পর্তুগাল

No comments:

Post a Comment