Sunday, August 13, 2017

বাংলাদেশ বিষয়াবলি


-
**হিমালয়ের কন্যা বলা হয় ---
>> পঞ্চগড়কে
**বাংলাদেশের আমাজান বলা হয়--
>> রাতারগুল বন,সিলেটকে ।
**কোন গাছকে সূর্য কন্যা বলা হয়?
>> তুলা গাছকে
** প্রকৃতির কন্যা বলা হয় --
>> জাফলং,সিলেটকে।
** সৌন্দর্যের লীলাভূমি বলা হয় --
>> রাঙামাটিকে
** রাঙামাটির ছাদ বলা হয় --
>> সাজেক ভ্যালিকে
** পাহাড়ি কন্যা বলা হয়--
>> বান্দরবানকে
** প্রাচ্যের ডান্ডি বলা হয় --
>> নারায়নগঞ্জকে
** বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়?
>> চট্টগ্রামকে
** ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়?
>> সিলেটকে
** ১২ আউলিয়ার দেশ বলা হয়?
>> চট্টগ্রামকে
**শীতল পানির ঝর্ণা অবস্থিত?
>> কক্সবাজার
** গরম পানির ঝর্ণা অবস্থিত?
>> সীতাকুণ্ড
**বাংলার ভেনিস/ বাংলার শস্যভান্ডার
বলা হয়?
>> বরিশালকে
**দ্বীপের রাণী বলা হয়?
>> ভোলাকে
** প্রকৃতির রাণী বলা হয়?
>> খাগড়াছড়িকে
** ময়মনসিংহ বিভাগের ক্ষুদ্রতম জেলা
কোনটি?
>> শেরপুর
** বাংলাদেশের ফুসফুস বলা হয়?
>> সুন্দরবনকে
** 'বলিশিরা ভ্যালি' অবস্থিত?
>> মৌলভীবাজার জেলায়
** হালদা ভ্যালি অবস্থিত?
>> খাগড়াছড়ি
** "নাপিত খালি ভ্যালি" অবস্থিত?
>> কক্সবাজার
** সাঙ্গু ভ্যালি অবস্থিত?
>> চট্টগ্রাম
** মাইনমুখী ভ্যালি অবস্থিত?
>> রাঙামাটি জেলায়
** কাপ্তাই লেকে প্লাবিত রাঙামাটির
উপত্যকাকে বলে --
>> ভেঙ্গি ভ্যালি
** বাংলাদেশে কোন ভূমিরূপটি দেখা যায় না?
>> মালভূমি

No comments:

Post a Comment