(বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্পর্কিত
৫০টি প্রশ্নোত্তর:
=======================
নোট: প্রশ্নগুলো কমন মনে হলেও যেকোন
পরীক্ষায় দ্বিধা দূর করার জন্য একবার
চোখ বুলিয়ে নিতে শেয়ার করে
রাখবেন। ধন্যবাদ।।
---------------------------
১. বাংলাদেশের সাথে ভারতের
সীমানা কত?
উত্তরঃ ৪১৫৬ কি.মি।
২. ভারতের আসাম, মিজোরাম,
ত্রিপুরা ও নাগাল্যান্ড রাজ্যগুলোর
মধ্যে কোন রাজ্যের সাথে
বাংলাদেশের কোন সীমানা নেই?
উত্তরঃ নাগাল্যান্ড।
৩. বহুল আলোচিত মুরির চর কোন জেলায়
অবস্থিত?
উত্তরঃ ফেনী জেলায়।
৪. বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ
কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ কক্সবাজার।
৫. তামাবিল সীমান্তের সাতে
ভারতের কোন শহরটি অবস্থিত?
উত্তরঃ ডাউকি।
৬. পৃথিবীর সর্বাপেক্ষা বেশি গম
উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তরঃ চীন।
৭. বাংলাদেশের সবচেয়ে পূর্বের
উপজেলা কোনটি?
উত্তরঃ থানচি।
৮. বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ
কোনটি?
উত্তরঃ সুন্দরবন।
৯. এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম
করেছে কোন রেখা?
উত্তরঃ বিষুব রেখা।
১০. ব্ল্যাক ফরেস্ট কোন দেশে অবস্থিত?
উত্তরঃ জার্মানিতে।
১১. জনসংখ্যা ও আয়তনে ইউরোপের
বৃহত্তম দেশ কোনটি?
উত্তরঃ রাশিয়া।
১২. ভূমিরূপসমূহের মধ্যে কোনটি
হিমবাহের ক্ষয় কার্যের দ্বারা গঠিত?
উত্তরঃ ইউ-আকৃতির উপত্যকা।
১৩. ইউরি গ্যাগারিন কত সালে
মহাশূন্যে যান?
উত্তরঃ ১৯৬১ সালে।
১৪. আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে
যুক্ত করেছে কোন খাল?
উত্তরঃ পানামা খাল।
১৫. ‘লাইন অব কন্ট্রোল’ কোন দুটি
রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত
করে?
উত্তরঃ ভারত ও পাকিস্তান।
১৬. গোবি ভরুভূমি কোন মহাদেশে
অবস্থিত?
উত্তরঃ এশিয়া মহাদেশে।
১৭. ভূ-প্রাকৃতিক গঠন অনুসারে এশিয়া
মহাদেশকে কয় ভাগে ভাগ করা
হয়েছে?
উত্তরঃ পাঁচ ভাগে।
১৮. ভূ-প্রাকৃতিক গঠন অনুসারে উত্তর
আমেরিকা মহাদেশকে কয় ভাগে ভাগ
করা হয়েছে?
উত্তরঃ ৫ ভাগে।
১৯. পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী
কোনটি?
উত্তরঃ আন্দিজ পর্বতমালা।
২০. সুন্দরবনে বাঘ গণনায় কোন পদ্ধতি
ব্যবহৃত হয়?
উত্তরঃ পাগ-মার্ক।
২১. বাংলাদেশের কৃষি কোন
প্রকারের?
উত্তরঃ ধান প্রধান নিবিড়
স্বয়ংভোগী।
২২. শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম?
উত্তরঃ থাইল্যান্ড।
২৩. বাংলাদেশের কৃষিতে ‘দোয়েল’
কী?
উত্তরঃ উন্নত জাতের গমের নাম।
২৪. বাংলাদেশের কোন বনভূমি
শালবৃক্ষের জন্য বিখ্যাত?
উত্তরঃ ভাওয়াল ও মধুপুরের বনভূমি।
২৫. বরেন্দ্রভূমি বলতে কী বুঝানো হয়?
উত্তরঃ প্লাইস্টোসিনকালের
সোপানকে বুঝায়?
২৬. বাংলাদেশের অবস্থান কোন
অঞ্চলে?
উত্তরঃ ক্রান্তীয় অঞ্চলে।
২৭. বুড়িগঙ্গা কোন নদীর শাখা নদী?
উত্তরঃ ধলেশ্বরী নদীর।
২৮. ‘বাকল্যান্ড বাঁধ’ কোন নদীর তীরে
অবস্থিত?
উত্তরঃ বুড়িগঙ্গা।
২৯. বাংলাদেশের খরস্রোতা নদী
কোনটি?
উত্তরঃ কর্ণফুলী।
৩০. সমুদ্রপৃষ্ঠ ৪৫সে.মি. বৃদ্ধি পেলে ২০৫০
সাল নাগাদ বাংলাদেশে Climate
Refugee কত হবে?
উত্তরঃ ৩.৫ কোটি।
৩১. বায়ুমন্ডলে নাইট্রোজেনের
পরিমাণ কত শতাংশ?
উত্তরঃ ৭৮.১%।
৩২. যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল
থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে
প্রবাহিত হয় তাকে কোন বায়ু বলে?
উত্তরঃ নিয়ত বায়ু।
৩৩. সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ
সে.মি.-এ কত?
উত্তরঃ ১০ নিউটন।
৩৪. সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?
উত্তরঃ ৭৬ সি.মি.।
৩৫. গর্জনশীল চল্লিশের অবস্থান কত
(অক্ষাংশ হিসেবে)?
উত্তরঃ ৪০ ডিগ্রী দক্ষিণ থেকে ৪৭
ডিগ্রী।
৩৬. রাতের বেলা বায়ু স্থলভাগ থেকে
কোন দিকে প্রবাহিত হয়?
উত্তরঃ সমুদ্রের দিকে।
৩৭. বাংলাদেশের শীতলতম স্থান
কোনটি?
উত্তরঃ শ্রীমঙ্গল।
৩৮. বাংলাদেশের বার্ষিক গড়
বৃষ্টিপাতের পরিমাণ কত?
উত্তরঃ ২০৩ সে.মি.।
৩৯. ২০০৪ সালের ভয়ংকর সুনামি
ঢেউয়ের গতি কত ছিল?
উত্তরঃ ঘণ্টায় ৭০০-৮০০ কি.মি.।
৪০. বাংলাদেশের কালবৈশাখির ঝড়
হয় কখন?
উত্তরঃ প্রাক-মৌসুমী বায়ু ঋতুতে।
৪১. আপদ (Hazard) -এর প্রত্যক্ষ প্রভাব
কোনটি?
উত্তরঃ পরিবেশগত।
৪২. পূর্ব সতর্কতা ছাড়াই কোন দুর্যোগ
সংঘটিত হয়?
উত্তরঃ ভূমিকম্প।
৪৩. প্রাকৃতিক কোন উৎস হতে সবচেয়ে
বেশি মৃদু পানি পাওয়া যায়?
উত্তরঃ বৃষ্টিপাত।
৪৪. অগভীর পানিতে সুনামি রূপ নেয়
কি আকারে?
উত্তরঃ জলোচ্ছ্বাস আকারে।
৪৫. ‘সিডর’ শব্দের অর্থ কী?
উত্তরঃ চোখ।
৪৬. প্রাকৃতিক দুর্যোগ কয়ভাগে বিভক্ত?
উত্তরঃ ৩ ভাগে।
৪৭. সাইক্লোন সৃষ্টিতে ভূমিকা রাখে
কোনটি?
উত্তরঃ নিম্নচাপ ও উচ্চতাপমাত্রা।
৪৮. ঘূর্ণিঝড় আইলা আঘাত হেনেছিল
কখন?
উত্তরঃ ২৫ মে ২০০৯ সালে।
৪৯. কোন ধরনের বন্যায় ক্ষয়-ক্ষতির
পরিমাণ বেশি?
উত্তরঃ মৌসুমি বন্যায়।
৫০. প্রত্যক্ষভাবে নদী ভাঙনের দ্বারা
ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা কত?
উত্তরঃ ১.৫ মিলিয়ন।
No comments:
Post a Comment