♥ নিজেই যখন পরীক্ষক ( জ্যামিতি ) : পর্ব - ২ ♥
======================================
১১. 450 কোণের বিপ্রতীপ কোণ কত?
Ο ক) 00 Ο খ) 450 Ο গ) 900 Ο ঘ) 1800
১২. নিচের তথ্য গুলো লক্ষ করুন :
i. তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ চিত্রকে
ত্রিভুজ
ii. সমবাহু ত্রিভুজের তিনটি বাহু সমান
iii. ত্রিভুজের যেকোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু
অপেক্ষা ক্ষুদ্রতর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii Ο খ) i Ο গ) ii Ο ঘ) iii
১৩. i. ত্রিভুজের তিন কোণের সমষ্টি ২ সমকোণ
ii. চতুর্ভুজের চার কোণের সমষ্টি চার সমকোণ
iii. সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ ৯০০
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii Ο খ) i Ο গ) ii Ο ঘ) iii
১৪. বাহুভেদে ত্রিভুজ কত প্রকার?
Ο ক) 2 প্রকার Ο খ) 3 প্রকার Ο গ) 4 প্রকার Ο ঘ) 6
প্রকার
১৫. যে ত্রিভুজের তিনটি কোণই সমান তাকে কোন
ধরনের ত্রিভুজ বলা যায়?
Ο ক) সমকোণী ত্রিভুজ Ο খ) বিষমবাহু ত্রিভুজ Ο গ)
সমবাহু ত্রিভুজ Ο ঘ) স্থূলকোণী ত্রিভুজ
১৬. তিন বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কী বলে?
Ο ক) ত্রিভুজ Ο খ) সমবিন্দু রেখা Ο গ) সমবাহু ত্রিভুজ
Ο ঘ) সমান্তরাল রেখা
১৭. নিচের কোনটি যথাযথ সংজ্ঞা দেওয়া সম্ভব
নয়?
Ο ক) বিন্দু Ο খ) কোন Ο গ) ত্রিভুজ Ο ঘ) চতুর্ভুজ
১৮. একটি ত্রিভুজের ক্ষেত্রে,
i. তিনবাহু অসমান তা বিষমবাহু ত্রিভুজ
ii. তিনকোণ সমান নয় তা সূক্ষ্মকোণী ত্রিভুজ
iii. দুই বাহু সমান তা সমদ্বিবাহু ত্রিভুজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i Ο খ) ii Ο গ) i ও iii Ο ঘ) iii
১৯. 500 কোণের একান্তর কোণ নিচের কোনটি?
Ο ক) 500 Ο খ) 900 Ο গ) 1300 Ο ঘ) 1800
২০. যেসব বিন্দু একই সরলরেখায় অবস্থান করে,
তাদেরকে কী বিন্দু বলা হয়?
Ο ক) সরলরেখা বিন্দু Ο খ) সমরেখা বিন্দু Ο গ) সমতল
বিন্দু Ο ঘ) বক্রতল বিন্দু।
।
।
।
।
।
।
======================================
সঠিক উত্তর : ১১. (খ) ১২. (ক) ১৩. (ক) ১৪. (খ) ১৫. (গ) ১৬.
(ক) ১৭. (ক) ১৮. (গ) ১৯. (ক) ২০. (খ)
No comments:
Post a Comment