eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Saturday, August 5, 2017

#আজকের_প্রথম_আলো_থে­কে


২৮ জুলাই ২০১৭
১৩ শ্রাবণ ১৪২৪
৩ জিলকদ ১৪৩৮
##দেশ##
১) বিশ্ব বাঘ দিবস - ২৯ জুলাই
২) ২০০৪ সালের শুমারিতে সুন্দরবনের বাঘের সংখ্যা ছিল - ৪০০
৩) ২০০৬-৭ সালের জরিপে - ২০০ টি
৪) ২০১৫ সালের শুমারিতে বাঘের সংখ্যা - ১০৬ টি
৫) ফুরাডন নামক কীটনাশক দিয়ে হত্যা করা হচ্ছে - সুন্দরবনের বাঘ
৬) ২০১০ সাল থেকে আইইউসিএনের লাল তালিকায় বিপন্ন প্রানী হিসেবে - রয়েল বেঙ্গল টাইগার
৭) ২০০৪ সালের UNDP এর জরিপ মতে সুন্দর বনে বাঘ ছিল - ৪৪০
৮) ২০১০ সালে বিশ্ব বাঘ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল - রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে
৯) এই সম্মেলনে ঘোষণা করা হয়েছিল - ২০২০ সালের মধ্যে বিশ্বের সব দেশের বাঘ দ্বিগুণ হবে
১০) বাঘ চোরাচালানে ইন্টারপোলের প্রতিবেদনে - ৩২ জন প্রভাবশালীর নাম
১১) ইইউ এর সদস্য - ২৮
১২) ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে পাড়ি জমানো লোকদের মধ্যে শীর্ষ অবস্থানে - বাংলাদেশ ( আইওএম)
১৩) আইওএম - আন্তর্জাতিক অভিবাসন সংস্থা
১৪) জাতি সংঘের হিসেবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়া - শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ
##আন্তর্জাতিক##
১৫) আল জাজিরার সম্প্রচার বন্ধ চায় - ইসরায়েল
১৬) আল জাজিরা - কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল
১৭) হোদেইদা বন্দরটি - লোহিত সাগরে
১৮) হুতি বিদ্রোহীরা - ইরান সমর্থিত
১৯) দ্য গড অব স্মল থিংস " উপন্যাসের জন্য ম্যান বুকার পুরষ্কার পেয়েছিলেন - অরুন্ধতী রায়
২০) তাঁর ২য় উপন্যাস " দ্য মিনিস্ট্রি অব আটমোস্ট হ্যাপিনেস " এর জন্য আবারও ম্যান বুকার পুরষ্কার পেতে যাচ্ছেন - অরুন্ধতী রায়
২১) ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর নির্বাচনী প্রচারনায় গোয়েন্দাগিরি করতে - ফেসবুক ব্যবহার করেছিল রাশিয়া
২২) যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ফার্স্ট লেডি - মিশেল ওবামা
২৩) যুক্তরাষ্ট্রের মানুষের মনে এবং সমাজে এখনো রয়ে গেছে - বর্ণবাদ
২৪) ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৩ জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে - যুক্তরাষ্ট
২৫) আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আসল লক্ষ্য সে দেশের - দুষ্প্রাপ্য খনিজ সম্পদ বা তামা ও আকরিক লোহা আহোরন
২৬) চীনসহ একাধিক ইউরোপীয় দেশ আগ্রহ দেখিয়েছে - আফগান খনিজ সম্পদের বিষয়ে
২৭) অধিকাংশ দুষ্প্রাপ্য খনিজ সম্পদ রয়েছে - হেলমন্দ প্রদেশে যা তালেবান নিয়ন্ত্রিত
২৮) আফগান প্রেসিডেন্ট - আশরাফ গনি
২৯) খনিজ সম্পদ আহরন এ রপ্তানির ব্যাপারে চীন আফগানের সাথে চুক্তি করেছে - ৩ বিলিয়ন ডলারের
৩০) রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার বিল পাসের বিষয়ে মতৈক্যে - মার্কিন সিনেটররা
৩১) ফিলিস্তিনের প্রেসিডেন্ট - মাহমুদ আব্বাস
৩২) যুক্তরাষ্ট্রে বৈষম্যের শিকার - ৩/৪ % মুসলমান
৩৩) মালদ্বীপের রাজধানী - মালে
৩৪) মালদ্বীপের প্রেসিডেন্ট - আবদুল্লাহ ইয়ামেন
##সম্পাদকীয়##
৩৫) আইএসের স্বঘোষিত খিলাফত - ইরাক সিরিয়ায়
৩৬) গ্রেট ব্রিটেন ও ফান্স অটোমান সাম্রাজ্যের ভূমি বন্টন করেছে - সাইকস পাইকট চুক্তির মাধ্যমে
৩৭) দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর মধ্য প্রাচ্যের ইরাক সিরিয়ায় হস্তক্ষেপ শুরু করেছিল - যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়া
৩৮) মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রধান স্বার্থ - তেলের চাহিদা
৩৯) আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসন হয়েছিল - ১৯৮০ এর দশকে
৪০) উপসাগরীয় যুদ্ধে প্রথম সফলতা পেয়েছিলেন - সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ
##অর্থনীতি##
৪১) বাংলাদেশ ইইউ বিজনেন্স কাউন্সিলের - ৩য় সংলাপ হয় ২৭ জুলাই
৪২) বাংলাদেশ ইইউ বিজনেস কাউন্সিল গঠিত হয়য় - ২০১৫ সালের ফ্রেবুয়ারিতে, ইইউভুক্ত ৮ দেশের রাষ্ট্রদূত ও ৫ যৌথ চেম্বার প্রতিনিধির সমন্বয়ে
৪৩) বাংলাদেশের রপ্ততানি আয়ের - ৫৬% আসে ইইউভুক্ত দেশ গুলো থেকে
৪৪) ইইউর ক্রেতাদের জোট - অ্যাকর্ডের মেয়াদ শেষ হবে ২০১৮ সালের মে মাসে
৪৫) বাংলাদেশের - ২৭০টি পোশাক কারখানা এখন গ্রিন
৪৬) বাংলাদেশের একমাত্র রপ্তানি নির্ভর স্থলবন্দর - আখাউড়া স্থলবন্দর
৪৭) চলতি অর্থবছরের কৃষকদের জন্য ঋণ বরাদ্দ রেখেছে ব্যাংকগুলো।- ২০ হাজার ৪০০ কোটি টাকা
৪৮) জিডিপিতে কৃষির অবদান - ১৫%

##খেলাধুলা##
৪৯) খেলাধুলায় কলকাতার এবিপি আনন্দ টেলিভিশন চ্যানেলের " সেরা বাঙ্গালি " ২০১৭ সম্মান পাচ্ছেন - মাশরাফি বিন মুর্তজা

##সালমান_চৌধুরী_পিয়া­স##

No comments:

Post a Comment