#হিরোইন প্রথম তৈরী হয় সর্দির ঔষুধ হিসেবে, কিন্তু বর্তমানে এটা এক ভয়ংকর নেশাদ্রব্য।
#বন্দুক তৈরী করা হয়েছিল পশুর আক্রমন থেকে নিজেকে রক্ষা করার জন্য আই মিন পশুকে মারার জন্য, কিন্তু বর্তমানে বন্দুকের প্রধান কাজ মানুষকে মারা।
#ফেন্সিডিল আবিষ্কার হয়েছিল কাশির ঔষুধ হিসেবে, কিন্তু বর্তমানে এটা ও এক মারাত্মক নেশা দ্রব্য।
#বোম আবিষ্কার হয়েছিল পাথর ভাজ্ঞার জন্য, কিন্তু এটা দিয়ে এখন পৃথিবী ভাজ্ঞার কাজে ব্যবহার করা হয়।
#ইয়াবা আবিষ্কৃত হয়েছিল ঘোড়াকে ও সেনাবাহিনীকে ক্লান্তিহীন রাখার জন্য, কিন্তু এটা দিয়ে এখন পুরো যুবসমাজকেই ক্লান্তিহীন রাখা যায়।।
No comments:
Post a Comment