১.Garments গ্রন্থের লেখক কে?
- তাহমিমা আনাম
২.ঘূর্ণিঝড় মোরা কবে বাংলাদেশে আঘাত হানে?
- ৩০ মে,২০১৭
৩.বঙ্গবন্ধু দ্বীপের আয়তন কত?
- মোট ১০বর্গ কি.মি.(সূত্র :বিভিন্ন পত্রিকা ) মূলদ্বীপ ৭.৮৪ বর্গ কি.মি.
৪. ঢালচর কোথায় অবস্থিত?
- ভোলা জেলায়
৫. লালদিয়া বন কোথায় অবস্থিত?
- বরগুনা
৬. গিবসন মরুভুমি কোথায় অবস্থিত?
- অস্ট্রেলিয়া
৭. কিয়েল খাল কোথায় অবস্থিত?
- জার্মানি
৮. আবু মুসা দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে কোন দুই দেশের মধ্যে?
- ইরান ও সংযুক্ত আরব আমিরাত
৯. কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধ রয়েছে কোন দুই দেশের মধ্যে?
- রাশিয়া ও জাপান
১০. ছিয়াত্তরের মন্বন্তর কবে হয়েছিল?
- ১৭৭০ সালে
১১. বাংলাদেশ কবে ওআইসি এর সদস্যপদ লাভ করে?
- ১৯৭৪ সালে, লাহোর সম্মেলনে
১২. পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র রচিত হয় কবে?
- ১৯৫৬ সালে ( কার্যকর হয় ২৩ মার্চ, ১৯৫৬)
১৩. ঐতিহাসিক কাগমারী সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়?
- ১৯৫৭ সালে, টাঙ্গাইলের সন্তোষে
১৪.পারকী সমুদ্রসৈকত কোথায় অবস্থিত?
- চট্টগ্রাম
১৫. IDB এর সদরদপ্তর কোথায়? বর্তমান সদস্য কত?
- জেদ্দা, সৌদিআরব, ৫৭
No comments:
Post a Comment