eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Sunday, August 13, 2017

>>>>> দু্ই অঙ্ক বিশিষ্ট সংখ্যা<<<<<

==বিসিএস + ব্যাংক সহ যে কোন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ , প্রায় পরীক্ষায় একটি প্রশ্ন আসে==

#গতকাল বিকালের প্রশ্নে একটি প্রশ্ন ছিল: 

#প্রশ্ন: ০১:
              দুই অংক বিশিষ্ট একটি সংখ্যা, সংখ্যাটির অংকদ্বয়ের যোগফলের ৪ গুণ। সংখ্যাটির সাথে ২৭ যোগ করলে অংকদ্বয় স্থান পরিবর্তন করে। সংখ্যাটি কত? [BADC-(Store Keeper)-2017]

ক.২৭
খ.৩৬
গ.৩৯
ঘ.৪৫
ঙ.কোনটিই নয়

#সমাধান:
এধরণের প্রশ্ন x ধরে সমাধান করা যায়। কিন্তু তাতে অনেক সময় লাগে। তাই প্রিলির সহজ অংকগুলো অপশন ধরে করাই উত্তম।

এখানে অপশনগুলোর মধ্যে শুধুমাত্র (খ) তে দেয়া ৩৬ এর ৩+৬ = ৯ হয় এবং ৩৬ হলো ৯ এর ৪গুণ। এখন অন্যগুলো নিয়ে না ভেবে এটা ধরেই মিলিয়ে নেই ৩৬+২৭ = ৬৩ অর্থাৎ ২৭ যোগ করলে  স্থান বিনিময় করে সংখ্যাটি উল্টে গেছে। তাই উত্তর: ৩৬।

================================================
   #নিচের ছবিটি থেকে খুব ভালোভাবে বোঝার পর এই প্রশ্নগুলো চেষ্টা করুন:
================================================

#প্রশ্ন: ০২:
               দুই অঙ্কবিশিষ্ট কোন সংখ্যর অঙ্কদ্বয়ের সমষ্টি ৫. সংখ্যাটির সাথে ৯ যোগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। সংখ্যাটি কত? [প্রতিরক্ষা মন্ত্রণালয় অফিসার ২০০৬] 

ক. ২৩       
খ. ১৪       
গ. ৪১         
ঘ. ৫০

#প্রশ্ন: ০৩:
             দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক থেকে ৫ বড়। সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির পাঁচগুণ বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি কত? [২৩তম বিসিএস, লিখিত] (উপজেলা শিক্ষা অফিসার-০৫)

ক. ৬১       
খ. ৯৪         
গ. ৭২          
ঘ. ৮৩

#প্রশ্ন: ০৪:
             দুই অঙ্কবিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ৭, অঙ্ক দুইটি স্থান পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায়, উহা প্রদত্ত সংখ্যা হতে ২৭ কম। সংখ্যাটি কী? [সরকারী মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ২০০৮]

ক. ২৭   
খ. ৩৬  
গ. ৫২ 
ঘ. ২৫ 

#প্রশ্ন: ০৫:
             The difference between a two-digit number and the number obtained by interchanging the positions of its digits is 36. What is the difference between the two digits of that number? (BB Ass: Director-:-12 ) 

a.3
b.4
c.5
d.8

#প্রশ্ন: ০৬: 
             A women says ''if you reverse my own age the figure represent my husband’s age. He is of course senior to me and the difference between our ages is one-eleventh of our sum”. what is the age of the woman? [BKB (SO)-2017]

a.23 years.
b.34 years.
c.45 years.
d.54 years. 
    
সব বইয়ে সব কিছু পাওয়া যায় না....তাই নতুন কিছু পেতে এবং সহজে গণিত বুঝতে সাথেই থাকুন।

(গতকালকের সকাল + বিকালের বিএডিসি’র পরীক্ষার গণিত অংশের  সবগুলো প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান বিকালে দেয়ার চেষ্টা করবো।)

No comments:

Post a Comment