==বিসিএস + ব্যাংক সহ যে কোন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ , প্রায় পরীক্ষায় একটি প্রশ্ন আসে==
#গতকাল বিকালের প্রশ্নে একটি প্রশ্ন ছিল:
#প্রশ্ন: ০১:
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যা, সংখ্যাটির অংকদ্বয়ের যোগফলের ৪ গুণ। সংখ্যাটির সাথে ২৭ যোগ করলে অংকদ্বয় স্থান পরিবর্তন করে। সংখ্যাটি কত? [BADC-(Store Keeper)-2017]
ক.২৭
খ.৩৬
গ.৩৯
ঘ.৪৫
ঙ.কোনটিই নয়
#সমাধান:
এধরণের প্রশ্ন x ধরে সমাধান করা যায়। কিন্তু তাতে অনেক সময় লাগে। তাই প্রিলির সহজ অংকগুলো অপশন ধরে করাই উত্তম।
এখানে অপশনগুলোর মধ্যে শুধুমাত্র (খ) তে দেয়া ৩৬ এর ৩+৬ = ৯ হয় এবং ৩৬ হলো ৯ এর ৪গুণ। এখন অন্যগুলো নিয়ে না ভেবে এটা ধরেই মিলিয়ে নেই ৩৬+২৭ = ৬৩ অর্থাৎ ২৭ যোগ করলে স্থান বিনিময় করে সংখ্যাটি উল্টে গেছে। তাই উত্তর: ৩৬।
================================================
#নিচের ছবিটি থেকে খুব ভালোভাবে বোঝার পর এই প্রশ্নগুলো চেষ্টা করুন:
================================================
#প্রশ্ন: ০২:
দুই অঙ্কবিশিষ্ট কোন সংখ্যর অঙ্কদ্বয়ের সমষ্টি ৫. সংখ্যাটির সাথে ৯ যোগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। সংখ্যাটি কত? [প্রতিরক্ষা মন্ত্রণালয় অফিসার ২০০৬]
ক. ২৩
খ. ১৪
গ. ৪১
ঘ. ৫০
#প্রশ্ন: ০৩:
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক থেকে ৫ বড়। সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির পাঁচগুণ বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি কত? [২৩তম বিসিএস, লিখিত] (উপজেলা শিক্ষা অফিসার-০৫)
ক. ৬১
খ. ৯৪
গ. ৭২
ঘ. ৮৩
#প্রশ্ন: ০৪:
দুই অঙ্কবিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ৭, অঙ্ক দুইটি স্থান পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায়, উহা প্রদত্ত সংখ্যা হতে ২৭ কম। সংখ্যাটি কী? [সরকারী মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ২০০৮]
ক. ২৭
খ. ৩৬
গ. ৫২
ঘ. ২৫
#প্রশ্ন: ০৫:
The difference between a two-digit number and the number obtained by interchanging the positions of its digits is 36. What is the difference between the two digits of that number? (BB Ass: Director-:-12 )
a.3
b.4
c.5
d.8
#প্রশ্ন: ০৬:
A women says ''if you reverse my own age the figure represent my husband’s age. He is of course senior to me and the difference between our ages is one-eleventh of our sum”. what is the age of the woman? [BKB (SO)-2017]
a.23 years.
b.34 years.
c.45 years.
d.54 years.
সব বইয়ে সব কিছু পাওয়া যায় না....তাই নতুন কিছু পেতে এবং সহজে গণিত বুঝতে সাথেই থাকুন।
(গতকালকের সকাল + বিকালের বিএডিসি’র পরীক্ষার গণিত অংশের সবগুলো প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান বিকালে দেয়ার চেষ্টা করবো।)
No comments:
Post a Comment